Bank Holiday – মে মাসে একটানা 12 দিন বন্ধ থাকবে ব্যাংক? RBI এর দেওয়া ছুটির তালিকা একনজরে দেখে নিন।
এপ্রিল মাসেই Bank Holiday বা ব্যাংক ছুটি ছিল অনেকদিন। প্রত্যেক মাসেই সাপ্তাহিক ছুটি ছাড়াও কোনো না কোনো উৎসব পার্বণ লেগেই থাকে তার জন্য ব্যাংক ছুটি থাকে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ছুটির তালিকা ঘোষণা করে দেয়। তবে সবজায়গায় একসাথে ব্যাংক ছুটি থাকেনা। অঞ্চল বিশেষে আলাদা আলাদা ছুটি ঘোষণা করা হয় ব্যাংকের ক্ষেত্রে। এপ্রিল মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেওয়া ঘোষণা অনুযায়ী এই বছর মোট ১৪ টি ছুটি ছিল। এর মধ্যে বেশ কয়েকটি ছুটি (Bank Holiday) শেষ হয়ে গিয়েছে।
12 Days Bank Holidays Decleard by RBI in May Month
তবে সামনে ২৭ এপ্রিল চতুর্থ শনিবার এবং ২৮ এপ্রিল রবিবার হওয়ার কারণে ঐ দিনগুলোতে ব্যাংক বন্ধ বা Bank Holiday থাকবে। ব্যাংক বন্ধ থাকবে কিনা আগে থেকে জেনে রাখা দরকার কারণ ও অনেকসময় কোনো বিশেষ দরকারে ব্যাংকে যাওয়া প্রয়োজন হয়ে পড়ে। তাই ব্যাংক কোন কোন দিন বন্ধ তা জেনে নিলে সাধারণ মানুষের সুবিধা হয়।
তাহলে দরকারি কাজগুলো বন্ধের আগেই সেরে নেওয়া যায়। রিজার্ভ ব্যাংক থেকে মাসের শুরুতেই ব্যাংকিং হলি ডে বা Bank Holiday লিস্ট দিয়ে দেয়। এখন দেখা যাক মে মাসে কতদিন ব্যাংক বন্ধ থাকে? এপ্রিল মাসের মতই মে মাসেও ব্যাংক ও অনেকদিন বন্ধ থাকবে। কারণ মে মাসেও রয়েছে একাধিক অনুষ্ঠান। দেখে নেওয়া যাক কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকছে।
মে মাসে রয়েছে শ্রমিক দিবস, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী মতন উৎসব। রিজার্ভ ব্যাংকের (RBI) দেওয়া তথ্য অনুসারে আগামী মে মাসে মোট ১২ দিনের Bank Holiday বা ব্যাংক ছুটি রয়েছে। ব্যাংক প্রদত্ত তথ্য অনুসারে আগামী মে মাসের যে দিনগুলিতে ছুটি থাকবে সেগুলি হল নিম্নরূপ।
- মে মাসের ১ তারিখে রয়েছে শ্রম দিবস তাই কলকাতা, বেলাপুর, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মুম্বাই, চেন্নাই, নাগপুর, পানাজি, ইম্ফল, পাটনা, কোচি, বেঙ্গালুরু, তিরুবনন্তপুরম এবং গুয়াহাটিতে ঐদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়াও সেদিন রয়েছে মহারাষ্ট্র দিবস তাই মহারাষ্ট্রে ব্যাংকে সেদিন ছুটি থাকবে।
- এরপরে ৫ মে রবিবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে সমস্ত দেশের ব্যাংক বন্ধ থাকবে।
- ৮ মে বুধবার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতার ব্যাংকগুলি বন্ধ থাকবে।
- ১০ মে শুক্রবার তারিখ রয়েছে অক্ষয় তৃতীয়া এই উপলক্ষে বেঙ্গালুরুর ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ১১ মে মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় সারা দেশেই এইদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ১২ মে রবিবার সাপ্তাহিক ছুটি হিসেবে দেশের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।
- ১৬ মে, বৃহস্পতিবার গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ১৯ মে, রবিবার সাপ্তাহিক ছুটি হিসেবে দেশে সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।
- ২০ মে সোমবার বেলাপুর এবং মুম্বাইতে লোকসভা নির্বাচন থাকায় ঐদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২৩ মে, বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কলকাতা, দেরাদুন, রাঁচি, জম্মু, শ্রীনগর, চণ্ডীগড়, নয়াদিল্লি, বেলাপুর, নাগপুর, সিমলা, আগরতলা, আইজল, মুম্বাই, ইটানগর, ভোপাল, রায়পুর, দেরাদুন এবং লখনউতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২৫ মে মাছের চতুর্থ শনিবার হাওয়াই ঐদিন দেশের সকল ব্যাংক বন্ধ থাকবে।
- ২৬ মে রবিবার সাপ্তাহিক ছুটি হিসেবে দেশের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।
ব্যাংক লোন নেওয়া এখন খুবই সহজ। কিন্তু এই নিয়ম না জানলে সমস্যা আপনারই।
এই মাসের রয়েছে অনেকগুলি ছুটি। আপনার যদি প্রয়োজনীয় কাজ থাকে তাহলে এই Bank Holiday বা ব্যাংক ছুটির তালিকা গুলো দেখে ছুটি বাদ দিয়ে অন্যত্র দিন ব্যাংকে গিয়ে ব্যাংকের কাজ মিটিয়ে নিতে পারেন। তবে এই দিনগুলিতে ব্যাংক বন্ধ থাকলেও এটিএম খোলা থাকবে তাই আপনার প্রয়োজনে আপনি এটিএম থেকে টাকা তুলতে পারেন। শুধুমাত্র ব্যাংকে গিয়ে অফিসিয়াল কাজকর্ম এই দিনগুলিতে বন্ধ থাকবে।
Written by Shampa Debnath.