মার্চ মাসে কতদিন Bank Holidays বা ব্যাংক ছুটি থাকবে বা শিবরাত্রির দিন আদৌ ব্যাংক বন্ধ থাকছে কিনা তা নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। সেই সকল বিভ্রান্তই আজ আমরা এই প্রতিবেদনের মাধ্যমে দূর করব। দেশের ছুটির দিনগুলি নির্ধারিত হয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার দ্বারা। এমন বহু রাজ্য আছে যেখানে সব ধরনের উৎসব পালন করা হয়না। যেমন সরস্বতী পূজায় আমরা যে ছুটিটি পাই তা অন্য রাজ্যগুলিতে দেওয়া হয়না।
14 Days Bank Holidays in March Month 2024
দেশের বিভিন্ন রাজ্য সেই সব রাজ্যের উৎসবের ওপর ভিত্তি করে ছুটি পায়। তবে কেন্দ্রীয় ছুটি সব রাজ্যই এক সাথে পেয়ে থাকে। ব্যাংক এখন বন্ধ বা Bank Holidays থাকলেও এর পরিসেবা বিভিন্ন ভাবে পাওয়া যায়। ব্যাংক এর অনলাইন অ্যাপ গুলি থেকে আপনি আপনার লেনদেন করতে পারবেন।
ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল লেনদেন করতে পারবেন। এছাড়া ব্যাংক সম্পর্কিত যেকোনো তথ্য পেতে পারেন। টাকা তোলার হলে আপনারা স্থানীও যেকোনো ATM থেকে টাকা তুলতে পারবেন। এছাড়া নতুন যে CSP গুলো খুলেছে সেইগুলো প্রায় প্রত্যেক দিনই খোলা থাকে।
এই ধরনের আর্থিক স্থানগুলি থেকে আপনারা 365 দিন 24 ঘণ্টা সার্ভিস পেয়ে যাবেন এরা গ্রাহকদের ব্যাংকের সময়সূচি ও ছুটির দিন (Bank Holidays) নির্বিশেষে যে কোনো দিন মানি ট্রান্সফার পরিচালনা করার সুবিধা প্রদান করে। তবুও অনেক ধরনের কাজই আছে যা ব্যাংক মারফৎ করতে হয় বা অনেকেই আছেন ব্যাংকে গিয়েই মানি ট্রান্সফার ও অন্যান্য ধরনের কাজ করতে বেসি স্বাচ্ছন্দ্য বোধ করেন।
মার্চ মাসে এক্সট্রা 5 দিন ছুটি! রাজ্যের স্কুল, কলেজ সহ সরকারি প্রতিষ্ঠানগুলিও থাকবে বন্ধ।
তাই প্রত্যেকের আসন্ন ছুটির দিন গুলি নিয়ে অবগত থাকা উচিত। সব কর্মস্থল গুলির মত ব্যাংকেও রবিবার করে ছুটি বা Bank Holidays থাকে। এছাড়া মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাংক বন্ধের দিন। আবার একটি পঞ্চম শনিবারও থাকে যে দিন সাধারন দিনের মতই ব্যাংক খোলা থাকে এবং পরিসেবা দেয়।
এছাড়া বাকি রইল প্রথম ও তৃতীয় শনিবার এই দুটো শনিবারও সাধারন দিনের মত কাজের তালিকায় থাকে। যেহেতু সব পার্বণ সব রাজ্যে পালিত হয়না সুতরাং কোন রাজ্যে কী কী পার্বণে ছুটি থাকছে আমরা দেখে নেবো। 2024 সালের মার্চ মাসের Bank Holidays বা ব্যাংকিং ছুটির তালিকা প্রকাশ
ব্যাংক লোন নিয়েছেন বা নেবেন? CIBIL Score ঠিক রাখতে এই 4 টি কাজ অবশ্যই করুন।
- 1st মার্চ চাপচার কুট হিসাবে ছুটি পাবে মিজোরাম।
- 8th মার্চ মহা শিবরাত্রি বাবদ ছুটি থাকবে পশ্চিমবঙ্গ, নয়াদিল্লি, তামিলনাড়ু, সিকিম, অসম, বিহার, মণিপুর সহ সমগ্র দেশ (মেঘালয় রাজ্য বাদে)।
- 25th মার্চ দোলযাত্রা বাবদ ছুটি থাকছে শ্রীনগর বাদে সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চল সহ কর্ণাটক, ওড়িশা, তামিলনাড়ু, মণিপুর, কেরল, ন্যাগালান্ড বিহার।
- 29th মার্চ গুড ফ্রাইডে বাবদ হিমাচলপ্রদেশ বাদে অন্যান্য রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল।