Holidays – রাজ্যে ফের টানা 3 দিন ছুটি ঘোষণা, এই মাত্র জারি হল বিজ্ঞপ্তি।

Holidays – কারা কারা পাবেন এই ছুটি জানুন বিস্তারিত।

একের পর এক ছুটির (Holidays) নির্দেশ পেয়েই চলেছে সরকারি বেসরকারি কর্মীরা। কিছুদিন আগেই রাখি থেকে শুরু করে বিশ্বকর্মা পূজা,জন্মাষ্টমী, করম পূজার ছুটি ঘোষণা করেছে সরকার। এবার গণেশ চতুর্থী উপলক্ষ্যে RBI এর থেকে নির্দেশ এসেছে কিছু রাজ্যে টানা ৩ দিন ব্যাংক বন্ধ থাকবে। কারণ অনেক রাজ্যেই খুব ধুমধাম করে গণেশ পূজা করা হয়।

Advertisement

বিশেষ করে গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তর প্রদেশ ও অন্যান্য রাজ্যে খুবই জাক জমকের সাথে পূজা করা হয়। সেই সাথে খাওয়া দাওয়া লাইটিং। সেই জন্যই এই সব রাজ্যে ৩ দিন ছুটির (Holidays) ঘোষনা করা হয়েছে। অনেকের প্রশ্ন ৩ দিন কেন? আসলে বিভিন্ন জায়গায় ভিন্ন দিন পূজা হবে সেই কারণে জায়গা বিশেষে সেই দিনটির জন্য বন্ধ থাকবে।

1st অক্টোবর থেকে দলে যাচ্ছে TAX এর সব নিয়ম কানুন, নতুন নিয়মে কি কি সুবিধা পাবেন? দেখে নিন এক নজরে।

১৮ ই সেপ্টেম্বর বিনায়ক চতুর্থী উপলক্ষে বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, তেলেঙ্গানায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। আহমেদাবাদ, বেলাপুর, ভুবনেশ্বর, মুম্বই, নাগপুর, পানাজিতে গণেশ চতুর্থীর কারণে ১৯ সেপ্টেম্বর ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়া, ২০ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দ্বিতীয় দিন ভুবনেশ্বর এবং পানাজিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তাই সর্বমোট ৩ দিন ছুটি থাকছে।

গণেশ পূজার মাহাত্মঃ
গণেশ পূজা করা হয় কারণ গণেশ বিপদ থেকে উদ্ধার করে। কোনো সমস্যায় পড়লে সবাই তাকে স্বরণ করে তিনি যেন সমস্যা থেকে সমাধানের পথ বলে দেবেন এমন মনে করা হয়। তাই বাড়িতে বাড়িতে এই পূজা হয়। গণেশ কে প্রতিষ্ঠা করে বাড়ির অর্থাৎ গৃহস্তের কল্যাণ চাওয়া হয়।

কলকাতায় এই পূজার বাড়বাড়ন্ত আগে এত বেশি না হলেও এখন অনেক বাড়িতে এই পূজা হয়। তবে বাইরের রাজ্য গুলোতে গণেশ পূজার প্রচলন বেশি। সেখানে অনেক ধুমধাম করে পূজা করা হয়। সেই অর্থে কলকাতার কোনো ব্যাংক গণেশ পূজায় বন্ধ থাকবে না। বাইরের রাজ্য গুলোতে যেখানে পূজার ব্যাপক প্রচলন ও পূজা হচ্ছে অনেক বড়ো আকারে সেখানকার ব্যাংক বন্ধ থাকবে।

গ্রাম পঞ্চায়েতে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ। জেনে নিন যোগ্যতা ও আবেদন পদ্ধতি।

উক্ত দিনগুলোতে কোনো ব্যাংকের কাজ হবেনা বলেই চলে। এক কথায় বলতে গেলে গণেশ চতুর্থী ভারতের সরকারি ছুটির (Holidays) মধ্যে পড়েনা। এটি আঞ্চলিক ছুটির মধ্যে পড়ে। তাই RBI এর নির্দেশে কিছু রাজ্যের জন্য ব্যাংক বন্ধ থাকবে।
Written by Shampa Debnath

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button