Primary Teacher – 32 হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় নতুন রায় দিল কলকাতা হাইকোর্ট, কিছুটা স্বস্তিতে শিক্ষকেরা।

Primary Teacher – জানুন কি রায় দিল হাইকোর্ট।

প্রাথমিক শিক্ষক (Primary Teacher) নিয়োগে দুর্নীতির মামলায় প্রায় 32 শিক্ষকের চাকরি বাতিলের রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। গত সোমবার 4 সেপ্টেম্বর এই মামলা সংক্রান্ত রায় পেশ করেছে হাইকোর্ট। সুপ্রিম কোর্ট থেকে খারিজ হয়ে যাওয়ার পর গত সোমবার মামলার শুনানি হয়েছে ডিভিশন বেঞ্চে। বহু আগেই, মামলার নিষ্পত্তির জন্য হাইকোর্টের ওপর সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ জারি হয়েছিল।

আজ থেকে শুরু হল রাজ্যের পড়ুয়াদের বিনামূল্যে ট্যাব দেওয়ার কর্মসুচি, জানুন প্রথমে কারা পাবেন?

শিক্ষক দুর্নীতি মামলার নতুন শুনানি
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের শিক্ষা দুর্নীতির মামলাকে কড়া হতে তদারকি করে আসছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাথমিক শিক্ষক (Primary Teacher) নিয়োগে দুর্নীতির জন্য úবিচারপতি প্রায় 32 হাজার শিক্ষকের চাকরি বাতিল হওয়ার কাঠগড়ায় দাড় করিয়েছিলেন। পরবর্তীকালে, ডিভিশন বেঞ্চ বিচারপতির রায় এর সাথে একমত ছিলেন। সেই নিরিখে সুপ্রিম কোর্টে আবেদনও জানায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু হাই কোর্টের সেই মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট এবং পরবর্তীতে মামলা হাইকোর্টে ফেরত চলে আসে।

আদালতে গত সোমবার এর শুনানিতে জানানো হয়েছে যে, ফাইনাল রায় না ঘোষণা হওয়া অবধি, ওই নির্ধারিত 32 হাজার প্রাথমিক শিক্ষকের (Primary Teacher) বেতন বন্ধ করা হবে না। আগের অর্ডারে ঘোষণা হয়েছিল যে, শিক্ষকেরা এই বছরের সেপ্টেম্বর মাস অবধি বেতন পাবেন । কিন্তু নতুন শুনানিতে, এই নির্দেশের কিছুটা পরিবর্তন হয়েছে এবং রায় আসা অবধি শিক্ষকদের বেতন খারিজ না করার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার আগামী শুনানির দিন 3 অক্টোবর 2023 তারিখে স্থির হয়েছে।

জন্মাষ্টমী উপলক্ষ্যে অতিরিক্ত ছুটি ঘোষণা। কোন কোন দিন বন্ধ থাকবে স্কুল কলেজ, সরকারি অফিস।

Leave a Comment