FD Interest – এই 4টি ব্যাংক দিচ্ছে এক বছরের ফিক্সড ডিপোজিটে 10% সুদ, এমন সুযোগ হাতছাড়া করবেন না।
FD Interest – কোন কোন ব্যাঙ্কে পাবেন এই সুবিধা জানুন বিস্তারিত।
প্রত্যেক ব্যক্তি চান তাদের উপার্জনের কিছুটা অংশ ভবিষ্যতের জন্য জমা (FD Interest) রাখতে ব্যাংকে। আর এই সঞ্চয়ের ক্ষেত্রে তারা একটি বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান এর ওপর নির্ভর করতে চায়। তার সাথে যে ব্যাংক সুদের পরিমাণ বেশি দেয় সেই ব্যাংকেই টাকা জমাতে চান। অনেকেই আছেন যারা এমনই ব্যাংকে টাকা জমান আবার অনেকেই পছন্দ করেন বা ভরসা করেন রেকারিং বা ফিক্সড ডিপোজিট এর ওপর।
কারণ ফিক্সড ডিপোজিট (FD Interest) এর ওপর বিভিন্ন ব্যাংক গুলো ভাল ইন্টারেস্ট দেয়। আসলে ফিক্সড ডিপোজিট এমনই এক বিনিয়োগ যেখানে কোনো রকম ঝুঁকি নেই। তাই আপনিও নিশ্চিন্তে করতে পারেন ফিক্সড ডিপোজিট। আর রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতিতে পলিসি ইন্টারেস্ট রেট অপরিবর্তিত রাখা হয়, যার ফলে অনেক ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটে উচ্চতর রিটার্ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
টোটো নিয়ে কড়া পদক্ষেপ রাজ্য সরকারের, ভাতে মারা পড়বেন বহু টোটো চালক।
এদিকে ব্যাংকের থেকে আকর্ষণীয় সুদের হার (FD Interest) দিচ্ছে এনবিএফসি বা নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিগুলো। যথা: হকিন্স কুকার লিমিটেড, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, শ্রীরাম সিটি ইউনিয়ন ফিনান্স, কেটিডিএফসি লিমিটেড। এনবিএফসিগুলি প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ১০ শতাংশ অবধি সুদের হার দিচ্ছে। এর ফলে প্রবীণ নাগরিকদের অনেকটাই সুবিধা হয়েছে। তাদের ভবিষ্যতের জন্য কোনো আশঙ্কা নেই।
হকিন্স কুকারঃ
এই ব্যাংক ফিক্সড ডিপোজিট স্কিমে সুদের হার দিচ্ছে ১১.৩০%- শতাংশ। সেখানে ন্যূনতম বিনিয়োগ করতে হবে ২৫০০০ টাকা ও ন্যূনতম বিনিয়োগ সময় ৩ বছর।
কেটিডিএফসি ব্যাংকঃ
ফিক্সড ডিপোজিট স্কিমে বয়স্কদের জন্য সুদের হার ১০.১৭%। এই স্কিমে ন্যূনতম বিনিয়োগ রাশি হল ৫০০০ টাকা এবং ন্যূনতম বিনিয়োগের সময় ৫ বছর।
শ্রীরাম সিটি ইউনিয়ন ফিনান্সঃ
এদের কিউমিউলেটিভ ডিপোজিটে সুদের হার ১০.৪২%। এদিকে প্রবীণদের জন্য সুদের হার ১০.৭৭%। এখানে ন্যূনতম বিনিয়োগ অর্থ ৫০০০ টাকা এবং ন্যূনতম বিনিয়োগ সময় ৫ বছর।
মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফিনান্সঃ
এদের ফিক্সড ডিপোজিট স্কিমের নাম হল সমৃদ্ধি কিউমিউলেটিভ স্কিম। এখানে সুদের হার সর্বোচ্চ ১০.০৭%। তবে প্রবীণদের জন্য সর্বোচ্চ সুদের হার ১০.৩২%। এখানে ন্যূনতম বিনিয়োগ টাকা ৫০০০ আর বিনিয়োগ সময় ৫ বছর।
বোঝাই যাচ্ছে, প্রবীণ নাগরিকদের জন্য অনেকটাই সুবিধা এনে দিচ্ছে এই চার ব্যাংক। তারা ফিক্সড ডিপোজিট (FD Interest) এর উপর এই ১০ শতাংশের বেশি সুদ পেয়ে অনেকটাই সুরক্ষিত থাকবেন
Written by Shampa Debnath