উচ্চমাধ্যমিক পরীক্ষা বা HS Exam নিয়ে এক নতুন তথ্য উঠে আসছে দেশের ও রাজ্যের সকল পরীক্ষার্থীর জন্য। জাতীয় শিক্ষানীতি (National Education Policy) এই রাজ্যে কার্যকর হওয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও সেটা জারি করা হয়েছে। আর তার ফলস্বরূপ বছরে ৪ বার পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিক। তবে এর ফলে অনেকটাই সুবিধা হবে পড়ুয়াদের।
HS Exam New Rules By National Education Policy.
কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার (HS Exam) নতুন এই নিয়মের কারনে অনেকেই বেশি নম্বর পাবে এবং পাশের হার বেশি হবে। বেশিবার পরীক্ষা হলে পড়ুয়াদের মধ্যে পড়ার চাপ টাও কমবে এবং তাদের সারা বছর ধরে পড়ার একটা তাগিদ বজায় থাকবে। তাহলে কি আগামী বছর থেকেই এই নিয়ম সমগ্র রাজ্যে সহ দেশে শুরু হতে চলেছে? কি জানা যাচ্ছে বিস্তারিত জেনে নেওয়া যাক।
HS Exam এর নতুন নিয়ম গুলো কি কি
এবার থেকে ইংরেজি মাধ্যম স্কুলের মতন সেমিস্টার পদ্ধতি চালু হবে। আগের মতন বার্ষিক পরীক্ষা আর হবেনা। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেমিস্টার মাধ্যমেই দিতে হবে পড়ুয়াদের। অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ২ টি করে মোট ৪ টি পরীক্ষা হবে। তাই একাদশ (Class 11) ও দ্বাদশ শ্রেণির (Class 12) ছাত্রছাত্রীদের বছরে দুবার পরীক্ষা দিতে হবে।
সেমিস্টার ভিত্তিক হওয়ায় একাদশ শ্রেণির ছাত্রদের বছরে দু’বার এবং দ্বাদশ শ্রেণির ছাত্রদের বছরে দু’বার করে পরীক্ষায় বসতে হবে। এতদিন যেমন টেস্টের ফলাফল ফাইনাল এক্সাম এর সাথে যুক্ত হতো না। শুধুমাত্র টেস্ট পরীক্ষা ছিল ছাত্র ছাত্রীদের জন্য একটা পরীক্ষা (HS Exam) যেটা কতটা তৈরি হয়েছে একজন ছাত্র সেটা দেখার জন্য। কিন্ত ফাইনাল এক্সামের ফলাফলের ওপরেই নির্ভর করে ছাত্রছাত্রীর রেজাল্ট। কিন্ত নতুন নিয়ম অনুযায়ী দ্বাদশ শ্রেণীর বছরে দুবার পরীক্ষার (HS Exam) ফলাফল গড়ের ওপর ভিত্তি করে চূড়ান্ত ফল নির্ধারিত হবে।
নতুন নিয়ম অনুযায়ী পড়ুয়াদের অনেকটাই ভালো ফল করার সময় ও সুযোগ থাকবে। কারণ আগেকার নিয়ম অনুযায়ী ফাইনাল পরীক্ষায় কোনোভাবে খারাপ হয়ে গেলে আর কিছু করার উপায় থাকতোনা। কিন্ত নতুন নিয়ম অনুযায়ী দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে কোন পড়ুয়া খারাপ ফলাফল করলেও সে দ্বিতীয় সেমিস্টারে ভলো ফলাফল করে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ (HS Exam) করে যাওয়ার সুযোগ পাওয়া যাবে।
সেমিস্টারে সময় সীমা – একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষা হবে নভেম্বর মাসে। আর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা (HS Exam) হবে মার্চে। দ্বাদশ শ্রেণির ক্ষেত্রেও এই সময় সীমা মেনে চলা হবে। প্রশ্নের ক্ষেত্রেও দুটি সেমিস্টারে আলাদা ধরন থাকবে। এতে পড়ুয়াদের ভালই হবে। কারণ এক সাথে ছোট বড়ো সব ধরনের প্রশ্ন মাথায় রাখার চেয়ে যে কোনো একটি ধরন পড়ে মাথায় রাখা বেশি সহজ।
সেই অর্থে প্রথম সেমিস্টারে যাবতীয় প্রশ্ন মাল্টিপল টাইপের (MCQ) হবে।যেটি ঠিক সেটিতে রাইট দিতে হবে বা সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। আর দ্বিতীয় সেমিস্টারে বড় এবং ছোট প্রশ্ন মিলিয়ে প্রশ্নপত্র তৈরি হবে।আগেকার উচ্চ মাধ্যমিক পরীক্ষার (HS Exam) জন্য আলাদা লুজ পেজ দেওয়া হতো। কিন্ত নতুন পদ্ধতির উচ্চ মাধ্যমিক পরীক্ষা OMR Sheet এ নেওয়া হবে।
চাকরির পরীক্ষা বা সর্বভারতীয় কোনও এন্ট্রান্স টেস্টে যেভাবে পরীক্ষা নেওয়া হয় এবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার (HS Exam) ক্ষেত্রেও একই নিয়ম জারি করা হয়েছে। এরফলে পড়ুয়ারা স্কুল জীবন থেকেই চাকরির পরীক্ষা দেওয়ার নিয়মের সাথে আগে থেকেই পরিচিত হয়ে থাকবে। তাহলে চাকরির পরীক্ষায় গিয়ে প্রথম OMR Sheet দেখে হকচকিয়ে যেতে হবেনা।
কিন্ত এটি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে খবর। পর্ষদ থেকে যেমন নিয়মের পরিবর্তন করা হয়েছে তেমন সিলেবাস পরিবর্তন হবে কিনা সে বিষয়ে নির্দিষ্ট কিছু সরকার জানায়নি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার (HS Exam) সিলেবাসের বদল হতে পারে। এছাড়া নতুন এই নিয়মকে অনেক শিক্ষকমহল সহমত জানিয়েছেন কারণ এই পরীক্ষার পদ্ধতি একটি পড়ুয়াকে সারা বছর ধরে পড়াশুনা করার একটা তাগিদ ও নিয়মনাবর্তিতার মধ্যে রাখবে।
এছাড়া এতে নাম্বার ও বেশি উঠবে এছাড়া পড়ুয়াদের মধ্যে একসাথে সম্পূর্ণ বই পড়ে পরীক্ষার দেওয়ার চাপটা অনেকটাই কমবে। কিন্তু এখনও পর্যন্ত HS Exam নিয়ে এই নতুন নিয়ম কবে শুরু করে দেওয়া হবে সেই সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। তবে এবারে দেখার অপেক্ষা যে এই সিদ্ধান্ত শুরু হওয়ার পরে কি সুবিধা হতে পারে সকল পড়ুয়াদের।
Written by Shampa Debnath.
পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সবাই পাশ। ফেল করলেও পাশ করার সুযোগ।