Book Fair – কলকাতা 47 তম আন্তর্জাতিক বইমেলা কবে থেকে শুরু? মেলার কোন থিম থাকতে চলেছে?

বইমেলা তথা Book Fair বাঙালীদের এক অন্যতম উৎসব বলা যেতেই পারে। বইপ্রেমী মানুষের অভাব নেই বললেই চলে। বিনোদন জগতের পাশাপাশি অনেক ব্যক্তি আছে যারা এখনো অবসর সময়ে বইকে আকড়ে ধরে থাকতে ভালবাসেন। বই একজন মানুষের খুশি ও দুঃখের সাথী। ছোট্ট শিশু থেকে একজন বৃদ্ধের জন্য বই একটা আলাদা আনন্দ এনে দেয়। আর জানুয়ারি এসে যাওয়া মানেই বিভিন্ন জায়গায় মেলার সমারোহ। তারমধ্যে উল্ল্যেখযোগ্য হল কলকাতার বই মেলা। এই বইমেলার জন্য অপেক্ষা করে থাকে বইপ্রেমীরা।

Advertisement

47th Kolkata Book Fair in 2024

কলকাতার বইমেলা তথা Book Fair এত বড়ো আকারের হয় আর সেটা শুধু বই কেনার মধ্যে সীমাবদ্ধ থাকেনা। তাতে রয়েছে কোনো মানুষের নতুন বই প্রকাশের আনন্দ, কারোর নতুন দেওয়া বুক স্টল সাথে অনেকের সাথে মেলবন্ধন এমনকি বিশিষ্ট কবিদের সাথে দেখা হওয়ার মোক্ষম সুযোগ। তাইতো কলকাতার আন্তর্জাতিক বইমেলা এতটা নাম করেছে।

Advertisement

করোনা বছর বাদ দিয়ে প্রায় প্রত্যেকবার বইমেলা অনুষ্ঠিত হয়ে এসছে। এইবছর কবে বইমেলা হবে তার তারিখ অনেক আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল। এবছর অনেকটাই আগে শুরু হতে চলেছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এটা 47 তম বছর।

শুভারম্ভ

আগামী 18th জানুয়ারি থেকে শুরু হচ্ছে 47 তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা বা Book Fair. উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড এর তরফ থেকে বইমেলার দিন ঘোষণা করা হয়েছে। কলকাতার এক পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ব্রিটিশ উপরাষ্ট্রদূত অ্যান্ড্রু ফ্লেমিং। গিল্ড এর সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় ও গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দের উপস্থিতিতে এদিন দিনক্ষণ ঘোষণা করা হয়েছে।

এইসময়টাতেই বইমেলা বা Book Fair এর উপযুক্ত সময় বলে ভাবা হয় কারণ ফেব্রুয়ারিতে রাজ্যের স্কুলগুলিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। তাই অনেক ছাত্রছাত্রী আছে যারা পাঠ্য পুস্তকের পাশাপাশি গল্পের বইপ্রেমী হয় তাদের এই মেলায় এসে বই কেনার জন্য নিজেদের পড়ায় যাতে কোনো ক্ষতি না হয় সেটা দেখেই সবকিছু বিবেচনা করে জানুয়ারির মাঝামাঝি সময়ে বইমেলা শুরু করা হচ্ছে।

এ বছরের থিম

এই বছরের বইমেলার ‘থিম কান্ট্রি’ ব্রিটেন। বইমেলা বা Book Fair বিশেষ আকর্ষণ এবার ভারতের বিভিন্ন রাজ্যের প্রকাশনা সংস্থার সঙ্গে বিভিন্ন দেশের প্রকাশনা সংস্থাও এবার অংশগ্রহণ করছে বইমেলায়। ফ্রান্স, ইতালি, স্পেন, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পেরু ও কলম্বিয়ার মতো দেশও প্রায় 12 বছর পর এবার আসছে জার্মানি।

নতুন বছরে অতিরিক্ত ছুটির ঘোষণা নবান্নের! কোন কোন দিন ছুটি থাকছে সরকারি অফিস ও স্কুল?

শীতের সকাল হোক কিংবা সন্ধ্যে সব মিলিয়ে ভিড় তো হবেই অনেক বোঝা যাচ্ছে। যেমন গতবছর বইমেলায় 26 লাখ মানুষের সমাগম হয়েছিল। আর বই বিক্রি হয়েছিল প্রায় 25 কোটি টাকার মতন। যেটা অনেকটাই খুশির বই বিক্রেতাদের ও পাবলিশারদের জন্য। তবে এখন সোশ্যাল মিডিয়ার যুগে অনেক বই প্রেমী গ্রুপ হয়েছে, অনেক নতুন প্রজন্মের লেখার গ্রুপ হয়েছে সেখান থেকে অনেকেই এই বইমেলায় আসার উৎসাহ পাবে।

সোনার দাম তথা Gold Price

ফলে এবার আগেরবারের ভিড়ের রেকর্ড ছাপিয়ে যাবে বলে আশা রাখছেন কর্মকর্তারা। এবছরের বইমেলায় দু’টি শনি এবং রবিবার পড়েছে। 23 এবং 26 জানুয়ারি। আর সেইদিন গুলো সরকারি বেসিরকারি ছুটির দিন। তাই ওইদিন গুলোতে তুলনামূলক ভাবে ভিড় হবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

কলকাতার ফটাফট খেলার গোপন টিপস! একবার জানলেই বাজিমাত।

সব মিলিয়ে জানুয়ারি মাস এই কলকাতা আন্তর্জাতিক বইমেলার জন্য অপেক্ষারত মানুষদের অপেক্ষার অবসান হতে চলেছে আর কিছুদিনের মধ্যে। বই হলো সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। তাই বইয়ের সাথে থাকুন। বই পড়ুন আর অন্যকেও বই উপহার দিন। বই পড়তে উৎসাহ দিন। এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য আনাদের সাথে থাকুন এবং আমাদের প্রজটি ফলো করুন।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button