Government Employees Salary: দারুন খবর! পুজোর আগেই সরকারি কর্মী ও পেনশনারদের অ্যাকাউন্টে ঢুকবে মোটা অঙ্কের টাকা।

সরকারি কর্মীদের (Government Employees) জন্য পূজোর আগেই দারুন খবর। সরকারের অধীনস্থ কর্মী ও পেনশনার একাউন্টে ঢুকবে মোটা অংকের টাকা (Salary Hike). পুজোর আগেই এডভান্স স্যালারি (Advance Salary) পাবেন সরকারের অধীনে কর্মরত ব্যক্তিরা। ভাবছেন কিসের টাকা? বোনাস বাড়লো নাকি অন্য কিছু? আসুন দেখে নেওয়া যাক এই বিষয়ে বিস্তারিত।

Government Employees Salary Hike

উৎসবের মরশুমে কর্মীদের জন্য একটি দুর্দান্ত খবর। পুজোর আগেই তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেপ্টেম্বর মাসের বেতন। ইতিমধ্যে এই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার (Central Government). আর এই ঘোষণায় মুখে হাসি ফুটেছে কর্মীদের। বেতন সংক্রান্ত বিষয়ে সাম্প্রতিক সিদ্ধান্তটি জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী তথা রাজ্যের সাংসদ সুকান্ত মজুমদার।

সরকারের তরফে কি বলা হয়েছে?

সুকান্ত মজুমদার বেতন সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকারের জারি করা আদেশ সামনে এনেছেন। তিনি জানিয়েছেন, চলতি সেপ্টেম্বরের ২৬ তারিখ নাগাদ রাজ্যে কর্মরত কেন্দ্রীয় সরকারের কর্মীরা তাঁদের বেতন পেয়ে যাবেন। অর্থাৎকর্মীদের সেপ্টেম্বর মাসের বেতন ‘অ্যাডভান্স’ হিসেবে দেওয়া হবে।

কারা পাবেন এই অর্থ?

কর্মীদের মতো উপকৃত হবেন সমস্ত পেনশনভোগীরাও। সূত্রের খবর, অগ্রিম অর্থের আংশিক অর্থ প্রদান করা হবে। প্রকৃত বেতন এবং পেনশনের সম্পূর্ণ হিসাব করার পরে গিয়ে যা কিছু অবশিষ্ট থাকবে তা পরিশোধ করে দেওয়া হবে। আদেশ প্রযোজ্য হবে, সমস্ত কেন্দ্রীয় মন্ত্রক, বিভাগ, প্রতিরক্ষা বিভাগ, আর সেই সঙ্গে ডাক ও টেলিযোগাযোগ পরিষেবার ক্ষেত্রে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলার অর্ডার কপি প্রকাশ। কত টাকা ডিএ পাবেন দেখুন

কর্মীরা যাতে সঠিক সময়ে টাকা পেয়ে যান, তাই এই বিষয়ে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ককে রাজ্যের সমস্ত ব্যাঙ্ক শাখায় এই নির্দেশ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কর্মীরা যাতে উৎসবের মরশুমে সুন্দরভাবে জীবন যাপন করতে পারেন তার জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: DA মামলা আবহে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের পুজোর উপহার দিলো নবান্ন। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশ

উপসংহার

এবছর দুর্গাপুজো শুরু হচ্ছে ২৯ তারিখ থেকে। সেদিন সপ্তমী। সাধারণভাবেই, পুজোয় সবার অতিরিক্ত খরচ হয়। কর্মীরা যাতে কোনও অসুবিধেয় না পড়েন তাই মোদি সরকার সিদ্ধান্ত নিয়েছে,আগাম বেতন দেওয়ার। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেল (সিজিএ)-এর দফতরের তরফে আদেশ জারি হয়েছে।