দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) জনস্বার্থে বিভিন্ন ঘোষণা করে থাকেন। সরকারি তরফে বিভিন্ন প্রকল্পের সূচনা করা হয়। আর এবার মোদি সরকার দেশবাসীর চিকিৎসা স্বার্থে একটি বিরাট ঘোষণা করেছে। নিজের জন্মদিনে দেশের মানুষকে খুশির খবর শুনিয়েছেন মোদি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, এবার দেশের ৪ কোটি মানুষ ফ্রিতে চিকিৎসা (Free Treatment) পাবেন। কবে, কিভাবে মিলবে সুবিধা? আসুন জেনে নেওয়া যাক।
Narendra Modi Announced Free Treatment For Womens
সরকারি প্রকল্পগুলি দেশের দরিদ্র সাধারণ মানুষদের দৈনন্দিন জীবনে সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। প্রধানমন্ত্রী মোদির উদ্যোগে চালু হওয়া বিভিন্ন প্রকল্প বর্তমানে সারা দেশে জনপ্রিয় হয়েছে। ঠিক যেমন আয়ুষ্মান ভারত কার্ড দেশের প্রচুর মানুষকে কম খরচে চিকিৎসার সুবিধা দেয়। আর এবার ফ্রি চিকিৎসার ঘোষণা করেছেন মোদি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ৭৫তম জন্মদিনে সারা দেশজুড়ে উপকৃত হবেন সাধারণ মানুষ। বুধবার মধ্যপ্রদেশের এক সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন বিশেষ স্বাস্থ্য অভিযান (Health Misson), “সুস্থ নারী, শক্তিশালী পরিবার”। এই নতুন উদ্যোগে সারা দেশের চার কোটিরও বেশি মহিলা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
কী কী সুবিধা পাবেন?
কেন্দ্রের (Central Government) তরফে ঘোষিত এই স্বাস্থ্য মিশনে জনসাধারণ কী কী সুবিধা পাবেন? মহিলাদের জন্য ফ্রিতে ওষুধ, পরীক্ষা ও চিকিৎসার সুবিধা দেওয়া হবে বলে জানা যাচ্ছে এই স্বাস্থ্য শিবিরের মাধ্যমে। এর পাশাপাশি, মহিলাদের মানসিক স্বাস্থ্য, অ্যানিমিয়া, তাঁদের লাইফস্টাইল-জনিত সমস্যারও চিকিৎসা করা হবে। একটি নতুন স্বাস্থ্যকেন্দ্র খোলা হবে যার নাম আয়ুষ্মান আরোগ্য মন্দির। এই প্রকল্পের অধীনে, যা মহিলাদের জন্য নির্দিষ্টভাবে স্বাস্থ্যসেবা দেবে।
আরও পড়ুন: দারুন খবর! পুজোর আগেই সরকারি কর্মী ও পেনশনারদের অ্যাকাউন্টে ঢুকবে মোটা অঙ্কের টাকা।
মহিলারা পাবেন ফ্রিতে চিকিৎসা!
নরেন্দ্র মোদি (Narendra Modi) জানান, ভারতের কোটি কোটি মা-বোনের আশীর্বাদ তাঁকে শক্তি জুগিয়েছে। এই স্বাস্থ্য অভিযান তাই তাঁদের কল্যাণ স্বার্থে পরিচালিত।মহিলাদের জীবনে স্বস্তি এনে দেবে। মহিলাদের পরিবারকে আরও সুরক্ষিত ও শক্তিশালী করে তুলবে। একই সঙ্গে মোদি দেশের শিল্পক্ষেত্রে নতুন করে দিশা দেওয়ার প্রতিশ্রুতিও দিলেন।
আরও পড়ুন: এবার থেকে প্রত্যেক মহিলাকে প্রতিমাসে ২১০০ টাকা করে দেবে লক্ষ্মী যোজনায়। নতুন আবেদন কিভাবে করবেন?
উপসংহার
অতএব এই ঘোষণার ফলে ভারতের মহিলারা অনেকটাই উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। মানে প্রত্যন্ত অঞ্চলের মহিলারা আছেন যারা সঠিকভাবে চিকিৎসা পান না। তাঁদের কাছে পৌঁছে যাবে চিকিৎসার সহায়তা। আবার শিল্পক্ষেত্র নিয়ে মোদি জানিয়েছেন, দেশের বিভিন্ন রাজ্য যেমন মধ্যপ্রদেশ, তেলঙ্গানা, গুজরাট, কর্নাটক, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশে বিশ্বমানের বস্ত্র উৎপাদন ইউনিট তৈরি হবে। এই প্রকল্প শুধু শিল্পকে নতুন শক্তি দেবে না, তার পাশাপাশি কৃষকরাও তাঁদের পণ্যের জন্য নায্য মূল্য পাবেন।