Aadhaar Card নিয়ে নতুন নির্দেশিকা কেন্দ্রীয় সরকারের, বাঁধা হল কড়া নিয়মে ।
Aadhaar Card নিয়ে কি নিয়ম করল কেন্দ্র?
Aadhaar Card নিয়ে নতুন নির্দেশিকা আনা হল কেন্দ্রীয় সরকারের তরফে।
Aadhaar Card হল আমাদের দেশের সবচেয়ে বেশি মান্যতা প্রাপ্ত সরকারী পরিচয়পত্র। মোবাইলের সিম কার্ড কেনা থেকে শুরু করে সরকারী প্রকল্প, ব্যাংক অ্যাকাউণ্ট, পাসপোর্ট যে কোন কাজের জন্য আজকের দিনে আধার কার্ড থাকা বাধ্যতামূলক।
UIDAI – Unique Identification Authority Of India র তরফে ২৮ শে জানুয়ারি ২০০৯ সালে আধার কার্ড ব্যবস্থার সূচনা করা হয়। আধার কার্ডে ১২ সংখ্যার নাম্বার দেওয়া থাকে এই নাম্বার সকল প্রকার সরকারী ও বেসরকারি সকল কাজের ক্ষেত্রে এর ব্যবহার অসীম। এই Aadhaar Card নিয়ে আসার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের মূল উদ্দেশ্য ছিল অনলাইন ও অফলাইন সারা দেশে মান্য এক পরিচয় পত্র তৈরি করা। যেই পরিচয় পত্রে কোন ধরণের প্রকারভেদ থাকবে না।
এক সরকারী পরিসংখ্যান অনুসারে দেশের প্রায় ১৩০ কোটি লোকের এই আধার কার্ড তৈরি করা সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় সরকারের মূল লক্ষ্য দেশের প্রত্যেক নাগরিকদের এই এক দেশ, এক পরিচয় পত্র তৈরি করা। আধার কার্ড যত বেশি জনপ্রিয় হয়েছে ততো বেড়েছে এই নিয়ে দুর্নীতি। কারণ আধার কার্ড নাম্বার আমাদের জীবনের সকল কিছুর সঙ্গে জড়িয়ে আছে।
এই সকল কিছু মাথায় রেখে UIDAI এর তরফে সকল আধার কার্ড গ্রাহকদের কিছু বিষয় নজর দিতে বলা হয়েছে। জেনে নিনঃ-
১. ব্যাংক অ্যাকাউণ্ট বা মোবাইল নম্বর যেমন আমরা সুরক্ষিত ভাবে রাখার চেষ্টা করি। আধার নম্বরও সাবধানে রাখতে হবে।
২. কোন ডিজিটাল মাধ্যমে এই নম্বর ব্যবহার করতে হলে সতর্কতা অবলম্বন করে ব্যবহার করতে হবে।
৩. অনলাইন সকল প্ল্যাটফর্ম এর ক্ষেত্রে আপনারা VID – Virtual Identification নম্বর তৈরি করতে পারবেন। My Aadhaar অ্যাপ এর মাধ্যমে করতে পারবেন।
৪. UIDAI ওয়েবসাইট ও My Aadhaar এর মাধ্যমে আপনি নিজেদের আধার কার্ড লক করে রাখতে পারবেন। যদি আপনার প্রয়োজন না থাকে।
নতুন বছরে স্বাস্থ্যসাথী কার্ডে যুক্ত হল নতুন নিয়ম, না মানলে বাতিল হবে কার্ড।
৫. কোন ধরণের ভুয়ো মেসেজ বা লিঙ্কে ক্লিক না করতে বলা হয়েছে। কোন ধরণের আধার আপডেট এর মেসেজ আসলে কোন ধরণের উত্তর না দেওয়া ইত্যাদি।
আধার কার্ড নিয়ে এই নতুন নিয়ম নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।