Ad Hoc Bonus – 6000 টাকা বোনাস পাবে রাজ্যের সমস্ত সরকারি কর্মীরা। ভোটের আগেই মুখ্যমন্ত্রীর ঘোষণা।

শিয়রে লোকসভা নির্বাচন। আর তার আগে কেন্দ্রীয় সরকার হোক কিংবা রাজ্য সরকার জনগণের খুশির জন্য একের পর এক প্রকল্প বা চাকরির Ad Hoc Bonus বা বেতন বৃদ্ধি সম্পর্কিত খবর দিয়ে চলছে। তেমনটাই মুখ্যমন্ত্রী এবার লোকসভা ভোটের ঠিক আগেই রাজ্যের সরকারি কর্মীদের Ad Hoc Bonus বা হ্যাডহক বোনাস বা উৎসব ভাতার পরিমাণ বাড়িয়ে ছয় হাজার টাকা করে দিলো। এই সুবিধা পাবেন একমাত্র যে সরকারি কর্মীদের বেতন ৪২ হাজার টাকার মধ্যে থাকে।

Ad Hoc Bonus Hike 6000rs for Govt Employees

সরকারি কর্মীরা এতদিন Ad Hoc Bonus বা অ্যাডহক বোনাস বা উৎসব ভাতা বাবদ ৫,৩০০ টাকা পেতেন। মুখ্যমন্ত্রী আরও ৭০০ টাকা বৃদ্ধি করায় এবার থেকে ৬,০০০ টাকা করে পাবেন। রাজ্য সরকার ঘোষনা করেছেন ১৩.২ শতাংশ উৎসব ভাতা বৃদ্ধি করা হলো। অর্থাৎ বৃদ্ধির রাজ্য সরকারি কর্মচারীদের উৎসব ভাতা ৭০০ টাকা বাড়ানো হয়েছে।

এ যেন লোকসভা ভোটের আগে রাজ্য সরকারি কর্মচারীদের খুশি করার মতোই পদক্ষেপ গ্রহণ সরকারের। তবে মুখ্যমন্ত্রীর এই ঘোষনা সব রাজ্য সরকারি কর্মীদের জন্য নয়। নবান্ন থেকে যে বিজ্ঞপ্তি ঘোষনা হয়েছে তাতে বলা হয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ৪২,০০০ টাকার কম তারাই একমাত্র এই Ad Hoc Bonus বা উৎসব ভাতা পাবেন।

অন্যান্য রাজ্য সরকারি কর্মীরা এই Ad Hoc Bonus বা উৎসব ভাতা পাবেন না। বর্তমানে গ্রুপ এ কর্মীরা বোনাস পান না। অন্যদিকে, যে সব গ্রুপ বি এবং সি কর্মীরা অনেকদিন ধরে চাকরি করছেন এবং যাঁদের মাইনে ৪২,০০০ টাকার বেশি, তাঁরাও এই অ্যাডহক বোনাসের জন্য যোগ্য নন।

সূত্র মারফত জানা গেছে, রাজ্য সরকারি কর্মীদের উৎসব ভাতা ২০১৭ সালে ৩,৬০০ টাকা ছিল। সেটা এখন হয়ে দাড়ালো ৭০০ টাকা বাড়ানোর ফলে ৬,০০০ টাকা। অর্থাৎ এই সাত বছরে ৬৭ শতাংশ উৎসব ভাতা বাড়িয়েছে মুখ্যমন্ত্রী। হিসাব অনুযায়ী এই ৭ বছরে মোট বোনাস বৃদ্ধি পেয়েছে ২,৪০০ টাকা।

চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের জন্য সুখবর! এখন থেকে সমকাজে সমবেতন মিলবে।

স্বভাবতই এই Ad Hoc Bonus বা উৎসব ভাতা নিয়ে কোনো অসুবিধা নেই রাজ্য সরকারি কর্মীদের। মুখ্যমন্ত্রীর এই উৎসব ভাতা বৃদ্ধি বেশ প্রশংসার ঝড় তুলেছে রাজ্য সরকারি কর্মী মহলে। রাজ্য সরকারের বোনাস বাড়ানোর সিদ্ধান্তে সরকারি কর্মীদের মধ্যে খুশি দেখা গিয়েছে। যদিও রাজ্য সরকারি কর্মীদের একাংশ কেন্দ্রীয় হারে DA বৃদ্ধি নিয়ে এখনো আন্দোলনের পথেই হাঁটছেন।

Dearness Allowance বা মহার্ঘ ভাতা

যদিও গত বছর বড়দিনের সময় রাজ্যের সরকারি কর্মীদের DA চার শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। অন্যদিকে, বাজেটে পেশ করার সময়ও DA এর পরিমাণ আরও ৪ শতাংশ বাড়ানো হয়েছিল। আর এই DA ইতিমধ্যেই হাতে পাচ্ছেন সরকারি কর্মীরা। তবুও কেন্দ্রীয় হারে DA না পাওয়া পর্যন্ত তাদের খুশি করা যাবেনা।

LIC এর লক্ষাধিক কর্মীর বেতন বৃদ্ধির ঘোষণা। কাদের বাড়লো? সর্বোচ্চ কত টাকা বাড়ানো হল?

তবে এরমধ্যেই আবার ৪২ হাজার বেতনের কম সরকারি চাকরিজীবীদের জন্য Ad Hoc Bonus বা উৎসব ভাতা নিয়ে এই খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটের আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য এই খুশির বার্তা মুখ্যমন্ত্রীর জয়লাভের দিকে একধাপ কি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। অন্যদিকে সরকারি কর্মীদের উল্লাস চোখে পড়ার মতন।
Written by Shampa Debnath.

Leave a Comment