পশ্চিমবঙ্গে ক্লাস 10th থেকেই AI Courses পড়ানো হবে। বাংলার পড়ুয়াদের উচ্চ শিক্ষার সুবর্ণ সুযোগ।
আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা AI Courses ও সাইবার সিকিউরিটির গুরুত্ব দিনে দিনে বাড়ছে কারণ এখন সমস্ত কাজের জন্যই এই AI প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে। এছাড়া বিভিন্ন অপরাধমূলক কাজ কর্ম রুখতে এই বিশেষ বিষয়ে সাম্যক জ্ঞান থাকা জরুরি। আর তার পড়াশুনার সিলেবাসে এই বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এই বিষয় নিয়ে পড়াশোনা করার জন্য নতুন কোর্স শুরু হবে সেইসাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন ও কম্পিউটার সায়েন্স নিয়ে সিলেবাসে যে বিষয়গুলি আগে থেকেই ছিলো সেগুলো আরও নতুনভাবে আপডেট করা হবে।
AI Courses in West Bengal School
বর্তমানে AI বিষয়টি অনেকের অজানা। নাম শুনলেও তেমন বোধগম্য হয়না। তবে বর্তমান সময়ে এর গুরুত্ব অনেক। AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন হয়ে উঠেছে একটি একাডেমিক শিক্ষার (AI Courses) ক্ষেত্র, যেখানে পড়ানো হয় কীভাবে কম্পিউটার এবং সফটওয়্যার তৈরি করতে হয় যা বুদ্ধিমত্তা প্রদর্শন করবে।
একটি কম্পিউটার মানুষের মতন কাজ করবে। কম্পিউটারকে কৃত্তিম বুদ্ধিমত্তায় রূপান্তরিত করা হবে, যাতে করে কম্পিউটার মানুষের মতো ভাবতে পারে। যেমন, শিক্ষা গ্রহণ এবং সমস্যার সমাধান। বিভিন্ন কর্মক্ষেত্রে এই AI প্রযুক্তি গুরুত্তপূর্ণ ভূমিকা রাখে। অনেক ছাত্রছাত্রী এই AI Courses প্রযুক্তি সম্পর্কে জানতে আগ্রহী।
তাদের কথা মাথায় রেখেই স্কুলে এই কোর্স অর্থাৎ AI Courses চালু করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর। দশম শ্রেণির পড়ুয়া যাদের এই কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে আগ্রহ রয়েছে তারা এনিয়ে একটা কোর্স স্কুলস্তরেই করতে পারে। উচ্চমাধ্যমিক স্তরে গিয়ে যাতে ফলিত আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ও সাইবার সিকিউরিটি নিয়ে পড়া যায় সেক্ষেত্রে তারা দশম শ্রেণিতেই একটা প্রাথমিক ধারনা পেতে পারে।
সারা বিশ্বে এই AI প্রযুক্তি নিয়ে চর্চা রয়েছে। ভবিষ্যতে সমস্ত কিছুই AI নির্ভর হতে চলেছে। তাই এই বিষয়ে জ্ঞান না থাকলে সমস্যার মধ্যে পড়তে হবে। সেকারণে পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যাবস্থায় স্কুল স্তর থেকেই এই AI প্রযুক্তি নিয়ে পড়াশুনা করার সুযোগ করে দিচ্ছে। উচ্চ শিক্ষায় যারা এই AI Courses নিয়েই এগিয়ে যেতে চায় তাদের জন্য এই স্কুলে প্রাথমিক ধারণা পেয়ে অনেকটাই সহজ হবে।
তীব্র গরমে রাজ্যে আরো বাড়লো গরমের ছুটি। কবে স্কুল বন্ধ হবে জেনে নিন।
পর্ষদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের মতে, হায়ার সেকেন্ডারি স্তরে যারা মডার্ন কম্পিউটার অ্যাপলিকেশন, কম্পিউটার সায়েন্স, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, অ্য়াপলায়েড আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, ডেটা সায়েন্স,সাইবার সিকিউরিটি নিয়ে যারা পড়তে চান তারা এই AI Courses করে রাখতে পারেন।
পর্ষদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষকরা। অন্যদিকে এই খবরে ছাত্র ছাত্রী থেকে অভিভাবকরাও খুব খুশি। একঘেয়ে সিলেবাসের বাইরে নতুন প্রযুক্তির সাথে পরিচিতি ঘটা খুবই প্রয়োজন। সময়ের সাথে তাল মিলিয়ে সিলেবাসের মধ্যেও নতুন প্রযুক্তি বিষয়গুলোকে না নিয়ে আসলে নতুন প্রজন্ম কি করে এই যুগের সাথে তাল মিলিয়ে চলবে। তাই স্কুলে AI Courses কে স্বাগত জানিয়েছে সবাই।
এপ্রিলের তৃতীয় সপ্তাহ থেকে স্কুল ছুটি থাকবে রাজ্যে। টানা ছুটি থাকবে? আবার কবে খুলবে?
তবে এই AI Courses অপশনাল। যে ছাত্র ছাত্রী চাইবেনা করতে সে নাও করতে পারে। অন্যদিকে কোনো স্কুল যদি এই কোর্স না করাতে চায় তাহলে এই সমন্ধে কিছু বই সেই স্কুলের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে পর্ষদ থেকে পাঠানো হবে। মূলত সার্বিকভাবে নতুন প্রযুক্তির সাথে ছাত্র ছাত্রীদের পরিচয় করার জন্যই এই AI Courses কে পাঠ্যবইয়ের সাথে রাখতে চাইছে পর্ষদ।
Written by Shampa Debnath