Keep India Smiling Scholarship Colgate India র তরফে দেশের সকল গরিব মেধাবী ছাত্র – ছাত্রীদের পড়াশুনার উন্নতির জন্য বার্ষিক ৩০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য প্রদান করা হবে। শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ এই কথা আমরা প্রাচীনকাল থেকে জেনে আসছি। এই কথা অবলম্বন করে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকার সকলেই মেধাবী পড়ুয়াদের জন্য আর্থিক সাহায্যের হাত বারিয়ে দেয়।
Keep India Smiling Scholarship এ কীভাবে আবেদন করবেন দেখুন।
শুধুমাত্র দেশের সরকার নয় অনেক সময় বিশেষ কিছু বেসরকারি সংস্থা এগিয়ে এসেছে। Colgate India র তরফে Keep India Smiling Scholarship এর মাধ্যমে দেওয়া হবে। এই স্কলারশিপের মাধ্যমে দেশের সকল শ্রেণীর পড়ুয়াদের তিনটি শ্রেণিতে ভাগ করে এই আর্থিক সাহায্য করা হবে। এই তিন প্রকার হল – স্নাতক, একাদশ শ্রেণী উত্তীর্ণ এবং ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি কোর্সের জন্য তিন ধরণের বৃত্তি প্রদান করা হবে। এই আলোচনাতে আমরা এই স্কলারশিপে আবেদনের পদ্ধতি, নিয়ম, নথিপত্র নিয়ে আলোচনা করতে চলেছি।
Keep India Smiling Scholarship একাদশ শ্রেণী উত্তীর্ণদের আবেদনের যোগ্যতা ও নথিপত্রঃ-
১. এই আবেদনের জন্য ২০২২ সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে।
২. একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার প্রমানপত্র থাকতে হবে।
৩. দশম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায় ৭৫% নম্বর পেতে হবে।
৪. পরিবারের বার্ষিক আয় ৫ লক্ষের কম হতে হবে।
LIC HFL Vidyadhan Scholarship – 2 বছর পড়াশোনার খরচ দেবে, এখুনি আবেদন করুন।
৫. রঙিন পাসপোর্ট সাইজ এর ফটো থাকতে হবে।
৬. নিজের বৈধ পরিচয়পত্র হিসাবে আধার কার্ড থাকতে হবে।
৭. পরিবারের আয়ের প্রমানপত্র।
৮. দশম শ্রেণীর মার্কসিট।
৯. ২০ হাজার টাকা করে দুই বছরে দেওয়া হবে।
Keep India Smiling Scholarship স্নাতকদের আবেদনের যোগ্যতা ও নথিপত্রঃ-
১. আবেদনকারীকে ২০২২ সালে দ্বাদশ শ্রেণীতে পাঠরত হতে হবে।
২. দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায় ৬০% নম্বর পাওয়া বাধ্যতামূলক।
৩. ৩ বছরের জন্য দেশের যে কোন কলেজে ভর্তি হওয়ার প্রমানপত্র লাগবে।
৪. পরিবারের বার্ষিক আয় ৫ লক্ষ টাকার কম হতে হবে।
৫. ৩০ হাজার টাকা করে ৩ বছর এই টাকা দেওয়া হবে।
৬. এই আবেদনের জন্য আধার কার্ড থাকা বাধ্যতামূলক।
৭. পরিবারের আয়ের প্রমানপত্র।
৮. দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হওয়ার প্রমানপত্র।
Keep India Smiling Scholarship BDS প্রার্থীদের আবেদনের যোগ্যতা ও নথিপত্রঃ-
১. BDS – Bachelor Of Dental Surgery প্রার্থীদের আবেদনের জন্য ২০২১ বা ২০২২ সালে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে।
২. দ্বাদশ শ্রেণীতে ৬০% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
৩. ভারতের যে কোন স্বীকৃতি প্রাপ্ত BDS কলেজে প্রথম বর্ষের পড়ুয়া হতে হবে।
৪. পরিবারের বার্ষিক আয় ৫ লক্ষ টাকার কম হতে হবে।
৫. ৫০ হাজার টাকা করে ৪ বছর এই বৃত্তি প্রদান করা হবে।
৬. পাসপোর্ট সাইজের রঙিন ফটো লাগবে।
৭. দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হওয়ার প্রমানপত্র।
৮. পরিবারের আয়ের প্রমানপত্র।
৯. BDS কলেজে ভর্তি হওয়ার প্রমানপত্র।
Keep India Smiling Scholarship আবেদনের পদ্ধতিঃ-
১. এই আবেদন সম্পূর্ণরূপে অনলাইন এর মাধ্যমে করতে হবে।
২. www.buddy4study.com এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে।
৩. সর্বপ্রথম নিজের মোবাইল নম্বর ও ই মেল দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
৪. এর পরে আপনাকে লগ ইন করে নিতে হবে।
৫. Keep India Smiling Scholarship এই অপশনে ক্লিক করতে হবে।
৬. যেই অনলাইন ফর্ম খুলবে সেখানে আপনাকে নিজেদের যাবতীয় তথ্য দিয়ে দিতে হবে।
৭. নিজের নাম, অভিভাবকের নাম, ঠিকানা, বিদ্যালয় ও কলেজের নাম ইত্যাদি দিয়ে দিতে হবে।
মেয়েরা পাবেন 1 লক্ষ 50 হাজার টাকা, কোটাক Kanya Scholarship এ আবেদন করলেই। জানুন সম্পূর্ণ আবেদন পদ্ধতি।
৮. নির্ভুলভাবে সকল তথ্য দিয়ে দিতে হবে।
৯. সর্বশেষে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে।
১০. আপনার নাম সিলেক্ট হলে আপনার প্রদত্ত মোবাইল বা ই মেল সকল তথ্য পাঠিয়ে দেওয়া হবে।
১১. ৩১ শে মার্চ ২০২৩ পর্যন্ত এই আবেদন করা যাবে।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।