LIC HFL Vidyadhan Scholarship – 2 বছর পড়াশোনার খরচ দেবে, এখুনি আবেদন করুন।
LIC – Life Insurance Corporation Of India র তরফে দেশের সকল শ্রেণীর মেধাবি ছাত্র – ছাত্রীর জন্য LIC HFL Vidyadhan Scholarship প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেই স্কলারশিপের মাধ্যমে বার্ষিক ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত সাহায্য প্রদান করা হবে। এই স্কলারশিপ LIC র অধিনস্ত সংস্থা HFL – Housing Finance Limited এর পক্ষ থেকে প্রদান করা হবে। ২ বছরের জন্য এই বৃত্তি প্রদান করা হবে।
LIC HFL Vidyadhan Scholarship এ আবেদন পদ্ধতি দেখে নিন।
১ লা সেপ্টেম্বর ১৯৫৬ সালে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে LIC অর্থাৎ ভারতীয় জীবন বীমা নিগম এর স্থাপনা করা হয়েছিল। দীর্ঘ ৬৬ বছর ধরে দেশের মানুষদের সেবায় এই সংস্থা নিযুক্ত আছে। ২০২২ – ২০২৩ সালের UG – Under Graduate ও PG – Post Graduate ছাত্র – ছাত্রীদের বার্ষিক ২০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করার লক্ষ মাত্রা নিয়েছে। এই বৃত্তি প্রদানের মাধ্যমে দেশের সকল আর্থিক দিক থেকে দুর্বল মেধাবী পড়ুয়াদের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হতে চলেছে।
Nikon Scholarship 2023 এ আবেদন করলেই পেয়ে যান ১ লক্ষ টাকার সুবিধা।
LIC HFL Vidyadhan Scholarship আবেদনের যোগ্যতা ও আর্থিক সুবিধাঃ-
১. যেই সকল শিক্ষার্থীরা প্রথম বর্ষের স্নাতকোত্তর বিভাগে পাঠরত তারা এই বৃত্তির জন্য আবেদনের যোগ্য।
২. বিগত শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায় ৬০% এর বেশি নম্বর পেতে হবে।
৩. আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ৩ লক্ষ ৬০ হাজারা টাকার কম হতে হবে।
৪. এছাড়াও যেই সকল পড়ুয়ারা ২০২০ সালে করোনা মহামারী মধ্যে নিজেদের অভিভাবক বা পরিবারের রোজগারের সদস্যর মৃত্যু ঘটেছে তারাও এর জন্য আবেদন করতে পারবে।
৫. এই স্কলারশিপের মাধ্যমে ২ বছর ২০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
৬. আবেদনকারীকে মূল রূপে ভারতীয় নাগরিক হওয়া বাধ্যতামূলক।
LIC HFL Vidyadhan Scholarship আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ-
১. নিজের সচিত্র পরিচয়পত্র হিসাবে আধার কার্ড থাকতে হবে।
২. বিগত শ্রেণীর চূড়ান্ত পরীক্ষার মার্কসিট লাগবে।
৩. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ের প্রমানপত্র।
৪. স্নাতকোত্তর কোর্সে ভর্তি হওয়ার প্রমানপত্র।
৫. নিজের নামে ব্যাংক অ্যাকাউণ্ট থাকতে হবে।
৬. বিশেষভাবে সক্ষম ছাত্র – ছাত্রী হলে সেই সার্টিফিকেট এর কপি।
LIC HFL Vidyadhan Scholarship আবেদনের পদ্ধতিঃ-
১. www.buddy4study.com এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে।
২. এই ওয়েবসাইটে আপনাকে নিজের মোবাইল বা ই – মেল দিয়ে লগ – ইন করে নিতে হবে।
৩. এর পরে আপনাকে নিজের তৈরি করা লগ – ইন করে নিতে হবে।
৪. LIC HFL Vidyadhan Scholarship এই অপশন আপনাকে সিলেক্ট করে নিতে হবে।
৫. Start Application এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে।
৬. যেই অনলাইন ফর্মটি খুলবে সেখানে আপনার যাবতীয় তথ্য দিয়ে দিতে হবে।
৭. প্রয়োজনীয় নথিপত্র আপনাকে আপলোড করে নিতে হবে।
৮. একসেপ্ট করার আগে সকল নিয়ম ও শর্তাবলি ভাল করে পরে নিতে হবে।
৯. সমস্ত কিছু ভাল করে খতিয়ে দেখে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে।
১০. আরও কিছু বিস্তারিত তথ্য জানার জন্য আপনি LIC_HFL@buddy4study.com এই খানে ইমেল করতে পারেন।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।