কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক (Free Gas Cylinder) কর্মসূচি চালু করেছেন। যেগুলো সাধারণ মানুষের অনেকটাই আর্থিক সহায়তা দিয়েছে। তেমনই একটি প্রকল্প হলো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা বা PM Ujjwala Yojana. এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলারা বিনামূল্যে গ্যাস সিলিন্ডার (Free Gas Cylinder) পেয়ে যাবেন। বিশেষত এটা করা হয়েছে যাতে দেশের প্রত্যেকটি পরিবার গ্যাস সিলিন্ডার ব্যাবহারের সুযোগ পায়।
Apply PM Ujjwala Yojana Get Free Gas Cylinder
কাঠ, কয়কাজাত সামগ্রী দিয়ে রান্না করলে পরিবেশ দূষণ হয় এদিকে দরিদ্র বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে Gas Cylinder তথা গ্যাস সিলিন্ডার কেনা সম্ভব নয় বলে কেন্দ্রীয় সরকার ২০১৬ সালে এই উজ্জ্বলা যোজনা চালু করেন। তো চলুন জেনে নেওয়া যাক এই ফ্রী সিলিন্ডারের আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় নথি, বয়স সীমা প্রভৃতি তথ্য সম্পর্কে।
- বয়সসীমা
- প্রয়োজনীয় নথি
- আবেদন যোগ্যতা
- আবেদন পদ্ধতি
বয়সসীমা
১৮ বছর বয়স হলেই এই Free Gas Cylinder তথা ফ্রী গ্যাস সিলিন্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তবে এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা বা PM Ujjwala Yojana প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে বি পি এলের তালিকায় নাম নথিভুক্ত থাকতে হবে।
প্রয়োজনীয় নথি
নিম্ন লিখিত নথিপত্র থাকলেই একজন প্রাপ্ত বয়স্ক মহিলা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা তথা PM Ujjwala Yojana প্রকল্পের Free Gas Cylinder তথা ফ্রী গ্যাস সিলিন্ডারের জন্য আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় নথিগুলি হলো-
- আধার কার্ড
- বি পি এল কার্ড
- রেশন কার্ড
- পাসপোর্ট সাইজ ফটো
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট
- জন্ম প্রমাণপত্র
- মোবাইল নম্বর প্রয়োজন হবে।
দোল উপলক্ষ্যে মা বোনেদের ফ্রি এলপিজি সিলিন্ডার উপহার দিলো রাজ্য সরকার।
আবেদন যোগ্যতা
একটি পরিবার একবারই এই Free Gas Cylinder তথা ফ্রী গ্যাস সিলিন্ডার প্রকল্পে আবেদন জানাতে পারবে। অর্থাৎ বাড়ির মধ্যে আগে থেকে কোনো গ্যাস কানেকশন থাকলে ওই পরিবারের কোনো ব্যক্তি আর এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। শুধুমাত্র তপাশিল জাতি, উপজাতি, খুবই অনগ্রসর শ্রেণী, উপজাতি বা দরিদ্র শ্রেণীর মহিলারাই আবেদনের যোগ্য।
আবেদন পদ্ধতি
আপনি বাড়িতে বসেই খুব সহজেই Free Gas Cylinder তথা ফ্রী গ্যাস সিলিন্ডার অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতিটি হলো –
- প্রথমে www.pmuy.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর উজ্জ্বলা যোজনা ২.০’ বিকল্পে ক্লিক করুন।
- নেক্সট আপনার গ্যাস বিতরণ সংস্থা বেছে নিয়ে আপনার ডিটেইলস তথ্য দিন।
- এরপর আপনি একটা রেফারেন্স নম্বর পাবেন।
- আবেদন সম্পন্ন হওয়ার পর আপনার কাছে কল আসবে।
ভোটের আগে পাবেন বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার। কারা পাবেন, কিভাবে পাবেন জেনে নিন।
আবেদন করার পর প্রথম ৩ টি গ্যাস সিলিন্ডার ও আপনি বিনামূল্যে (Free Gas Cylinder) পেয়ে যাবেন। এছাড়া সাধারণ গ্রাহকদের চেয়ে ৩০০ টাকা ভর্তুকি দিয়ে গ্যাস সিলিন্ডার দেওয়া হয় উজ্জ্বলা যোজনার গ্রাহকদের। আপনি আবেদন করলে এই সুবিধাও পাবেন। তাই এখনও এই প্রকল্পের সুবিধা না পেয়ে থাকলে দ্রুত আবেদন করে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করুন।
Written by Shampa Debnath.