Holiday – এপ্রিল মাসে থাকছে একাধিক ছুটি! সম্পূর্ণ ছুটির তালিকা দেখে নিন।

প্রত্যেকটি নতুন মাস পড়তেই চোখ চলে (Holiday) যায় ক্যালেন্ডারে। বাচ্চা থেকে বড়ো সবাই ছুটির তারিখগুলো মার্ক করতে পছন্দ করেন। আর প্রত্যেক মাসেই রয়েছে কোন নস কোন অনুষ্ঠান। সেইজন্য মাসের কয়েকটা দিন Holiday বা ছুটিতো পাওয়াই যায়। গত মাসেও ছিল একাধিক উৎসব যেমন শিবরাত্রি থেকে দোল এছাড়া গুড ফ্রাই ডে। এছাড়া ছিল নানা উৎসব। তবে এপ্রিল মাসেও Holiday বা ছুটি রয়েছে অনেক। এপ্রিল মাস নতুন শিক্ষাবর্ষের শুরু।

Advertisement

April Months Holiday List Decleared by Nabanna

তাই নতুন বই খাতা, সিলেবাস যেমন হাতে আসলে ভালো লাগে তেমনি Holiday বা ছুটির কথা বললেও মনটা ভালো হয়ে যায়। ১ লা এপ্রিল থেকে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর নতুন শিক্ষাবর্ষের শুরু হয়। নতুন ক্লাসে উত্তীর্ণ হওয়ার আনন্দ সাথে নিয়ে নতুন ভাবে পথ চলার অঙ্গীকার করা। তবে একঘেয়েমি পড়াশুনার ফাঁকে একটু ছুটি না পেলে পড়াশুনায় ও মন বসতে চায়না।

Advertisement

এমনকি চাকরিজীবীদের ক্ষেত্রেও একঘেয়েমি কাজের থেকে একটু বিরতি না পেলে জীবনটা কেমন যেন মনে হয়। কাজের ফাঁকে অল্প ছুটিতে সামনে থেকে ঘুড়ে আসলেও মনকে বেশ উজ্জীবিত করা যায়। Holiday বা ছুটির ক্ষেত্রে রাজ্য ভেদে কিছু ছুটির তালিকা ভিন্ন হয় তবে বেসিক কিছু ছুটি একই থাকে। এছাড়া কখনো কিছু এক্সট্রা ছুটি তালিকায় যুক্ত হতেই পারে।

ব্যাংকের কর্মীদের ছুটি বাতিল। রবিবারও করতে হবে কাজ। এমনই নির্দেশ দিল রিজার্ভ ব্যাংক।

চলুন দেখে নেওয়া যাক এপ্রিলের আসন্ন স্কুলের Holiday বা ছুটির তালিকা জুড়ে কী কী আছে। এপ্রিল মাসে সবার প্রথমে যেটা চোখ পড়ে সেটা হল পয়লা বৈশাখ। বাঙালিদের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। বাংলা বছরের শুরুর দিনটিকে গণেশ পূজা করে উৎসব পালন করা হয়। সেদিন দোকানে দোকানে হালকাতা হয়। মিষ্টি ও বাংলা ক্যালেন্ডার দেওয়া হয়।

Public Holiday - লোকসভা ভোটের জন্য রাজ্য জুড়ে 7 দিন ছুটি ঘোষণা
  • পয়লা বৈশাখ ছাড়াও রয়েছে গুড়ি পাড়োয়া এবং ইদ-উল-ফিতর।
  • ৯ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪ চৈত্র সুখলদি/উগাদি/গুড়ি পাদওয়া
  • ১১, ২০২৪ শনিবার ইদ-উল-ফিতর (অস্থায়ী)
  • ১৩ এপ্রিল, রবিবার ২০২৪ বৈশাখী
  • ১৪ এপ্রিল ২০২৪ বুধবার পয়লা বৈশাখ ও আম্বেদকর জয়ন্তী
  • ১৭ এপ্রিল, ২০২৪ রাম নবমী
  • ২১ এপ্রিল, ২০২৪ মহাবীর জয়ন্তী

পশ্চিমবঙ্গের সব প্রাথমিক স্কুলে মর্নিং ক্লাস হবে। কতক্ষণ চলবে? কি কি নিয়ম মানতে হবে?

এছাড়াও সময় বিশেষ আরো কিছু Holiday বা ছুটি যুক্ত হতে পারে ছুটির তালিকায়। রাজ্য ভেদে কিছু আরও ছুটি থাকতে পারে। তাই স্কুল ও কলজের ছুটির তালিকা মিলিয়ে নেওয়াটাই শ্রেয়। এই ছোট ছোট ছুটির পরেই আসতে চলেছে গ্রীষ্মের ছুটি। সেই ছুটির জন্য অপেক্ষা করে থাকে সমস্ত স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীরা। লম্বা ছুটির মজা উপভোগ করতে গ্রীষ্মের ছুটি একদমই পছন্দের তালিকায় স্কুল ছাত্র ছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকাদের।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button