ব্যাংককে এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপে 2 টি সোনা সহ 4টি পদক জিতলেন বাংলার ছেলে সুজয় ঘোষ।
বাংলার মুকুটে নয়া পালক। ব্যাংককে এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপে (Asian Yogasana Campionship) বাংলা তথা ভারতের মুখ উজ্জ্বল করলো বাংলার ছেলে সুজয় ঘোষ। কলকাতার সাউথ দমদমের মধ্যবিত্ত পরিবারের ছেলে সুজয় ঘোষ ৬ বছর বয়স থেকে সে যোগ শিক্ষায় প্রশিক্ষণ নিয়েছে। আর বহু পথ পেরোনোর পর দ্বিতীয়বারের জন্য মিলল বিদেশের মাটিতে আন্তর্জাতিক স্বীকৃতি।
এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপ ২০২৩
ইতিমধ্যেই সে দেশের হয়ে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছে এবং গর্বের সাথে সাফল্য লাভ করেছে তবে বলাবাহুল্য এর জীবনের সম্পূর্ণ তার পরিবারের আশীর্বাদ ও নিজের কঠোর পরিশ্রমের ফল রয়েছে। বর্তমানে সে নিজেও একজন যোগ শিক্ষক হিসেবে পরিচিত। এবং তার নিজেরও অনেক স্টুডেন্ট এবং ইনস্টিটিউশন রয়েছে।
তার ঝুলিতে বেশ কয়েকটা সোনা পদক এবং পাশাপাশি রৌপ পদক ও রয়েছে।
গত ২৪ শে জুন থেকে ২৬ শে জুন ২০২৩, থাইল্যান্ড এর ব্যাংকক শহরে অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপ বা এশিয়ান যোগাসন স্পোর্টস কাপ ২০২৩। সে ভারতের হয়ে অংশগ্রহণ করে । সেখানে মোট পাঁচটি বিভাগে অংশগ্রহণ করে এবং দুটি সোনা এবং দুটি রৌপ্য পদক অর্জন করে। ভারত ছাড়া এই প্রতিযোগিতায় আরো দশটি দেশ অংশগ্রহণ করে।
ছোটবেলা দিয়েছি স্বপ্ন দেখেছিল, একদিন যে এত বড় গেম খেলবে এবং সে সেটা প্রমাণ করে দিয়েছে। আগামী দিনে সে আরো অনেক বড় গেম খেলে দেশের নাম উজ্জ্বল করতে চায়। তার ছোটবেলার শিক্ষাগুরু শ্রদ্ধেয় বিশ্বনাথ চ্যাটার্জি স্যার এর কাছ থেকে সে প্রশিক্ষণ নেয় বর্তমানে সে হুগলি জেলার কোন্নগর শহরের শ্রদ্ধেয় গৌরাঙ্গ সরকার মহাশয় স্যারের কাছ থেকে দীর্ঘ কয়েক বছর যাবৎ প্রশিক্ষণ নিয়ে চলছে।
পশ্চিমবঙ্গের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য ট্যাব দিচ্ছে সরকার, কবে পাবেন জেনে নিন।
তার এই সাফল্যের পিছনে কাদের অবদান রয়েছে, সেই প্রশ্নের উত্তরে সুজয় ঘোষ জানান, মা বাবার পাশাপাশি যাদের ছাড়া আজ এত সম্মান অর্জন করা হয়তো সম্ভব হতো না সেই দুটি মানুষকে ধন্যবাদ জানাতে চাই। প্রথমত, ছোটবেলার শিক্ষাগুরু বিশ্বনাথ চ্যাটার্জি ও দ্বিতীয়ত তার স্যার গৌরাঙ্গ সরকার মহাশয় কে এনাদের সকলের আশীর্বাদের জন্য আজ আমি এতটা সাফল্য অর্জন করতে পেরেছি এবং আগামী দিনে এই মানুষগুলিকে পাশে চাই ও আশীর্বাদ চাই।
আরও পড়ুন, জুলাই মাসে কোন কার্ডে কি পরিমান ফ্রি রেশন পাবেন, তালিকা দেখে নিন।
সুজয় ঘোষ জানিয়েছেন, এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপ তার প্রথম ইন্টারন্যাশনাল গেম থেকে সোনা পদক জয় করা নয় এবং এর আগে সে হরিয়ানা, বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে সোনা, রৌপ্য, ব্রোঞ্জ জয় করেছে। যদিও বাংলায় অনেক মেধাবী ছেলে মেয়ে রয়েছে, যারা আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় পদক জয়ে সক্ষম। তবে বাদ সেধেছে ভালো স্পন্সরসিপ এর। ভালো স্পন্সরশিপ ও সরকারি সাহায্য পেলে আরও অনেক আন্তর্জাতিক পদক ভারতে আসতে পারে।