ATM কার্ড থাকলেই পাবেন নগদ 5 লাখ টাকার বিশেষ এই সুবিধা, যে কোন সময় তুলতে পারবেন এই টাকা।
Atm Card Insurance 5 Lakh Rupees Benefit.
আজকালকার সময়ে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে না এমন কোনো ব্যক্তি সচারাচর দেখা যায়না। আর ব্যাংক অ্যাকাউন্ট থাকা ব্যক্তির ATM কার্ড থাকবেই কারণ দেশের যে কোনো প্রান্তে খুব সহজেই অল্প সময়ে টাকা তোলার জন্য ATM এর ভূমিকা অনস্বীকার্য। তবে ATM ব্যবহারকারীদের জন্য সুখবর হতে চলেছে এই প্রতিবেদনটি। এক পরিসংখ্যান অনুসারে ২০২৩ সাল পর্যন্ত আমাদের দেশে সরকারি ব্যাংক ও বেসরকারি ব্যাংক মিলিয়ে প্রায় ৯৫ কোটির কাছাকাছি মানুষের ATM Card আছে।
আর যারা মনে করতেন এই কার্ডের মাধ্যমে শুধুমাত্র টাকা তোলা যায় সেটা নয়, এর মাধ্যমে আরও অনেক ধরণের সুবিধাও আপনারা পাবেন। তার মধ্যে একটি হলো বীমার সুবিধা। আপনি যদি একজন ATM Card ব্যাবহারকারী হন এবং তার সাথে আপনি যদি প্রধানমন্ত্রী জন ধন যোজনা এবং মাস্টার কার্ড ব্যাবহারকারী হন তাহলে বিনামূল্যে পাবেন ৫ লাখ টাকার পর্যন্ত বীমা।
আর আপনি যদি কোনো কারণে দূর্ঘটনার শিকার হন তাহলে এই বীমা থেকে সুবিধাও পাবেন। আপনার কোনো কারণে বীমা চলাকালীন মুত্যু হলে আপনার বীমার টাকা নমীনি করা ব্যক্তি পেয়ে যাবেন। ব্যাংক অ্যাকাউন্ট করার সময় যখন ATM কার্ড আবেদন করা হয় তখনই এই বীমার সুবিধা গ্রহণ করার কথা বলা হয়।
বীমা সংক্রান্ত সুবিধাঃ
আপনি যদি সর্বনিম্ন ৪৫ দিনের জন্য ATM কার্ড ব্যাবহার করেন তাহলেও আপনি এই বীমার পরিষেবা পাবেন।আপনি এখানে সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে ৫ লক্ষ টাকা পেতে পারেন।ATM কার্ড এর ধরন অনুযায়ী এই বীমার কভারেজ ভিন্ন রকম হয়। তাই এর থেকে প্রাপ্ত সুবিধাও ভিন্ন। নিচে আলোচনা করা হলো।
আপনি যদি কোনো ব্যাংকের ক্লাসিক কার্ড ব্যাবহার করেন তাহলে ১ লাখ টাকা এবং প্লাটিনাম কার্ড ব্যাবহার করলে ২ লাখ টাকার বীমা কভারেজ পাবেন। সাধারণ মাস্টার কার্ডে ১ লক্ষ টাকা এবং প্লাটিনাম মাস্টার কার্ড ও ভিসা থাকলে ৫ লক্ষ টাকা পাবেন। ভিসা কার্ড ১.৫ লক্ষ থেকে ২ লক্ষ টাকা এবং প্রধানমন্ত্রী জন-ধন যোজনায় নতিভূক্ত ব্যাক্তিরা তাদের RuPay কার্ডের মাধ্যমে ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকার বীমা কভারেজ পাবেন।
সামনের বছর থেকে সপ্তম বেতন কমিশন অনুযায়ী বেতন পাবেন সকল রাজ্য সরকারি কর্মীরা, বড় ঘোষণা সরকারের।
কোনো গ্রাহক যদি কোনো ব্যাংকের ক্লাসিক কার্ড ব্যাবহার করে থাকেন তাহলে তিনি ১ লাখ টাকা এবং প্লাটিনাম কার্ড ব্যাবহার করলে ২ লাখ টাকা পর্যন্ত বীমা কভারেজ পাবেন। আর সাধারণ মাস্টার কার্ড ব্যবহার করলে ১ লক্ষ টাকা এবং প্লাটিনাম সাধারণ মাস্টার কার্ড ও ভিসা থাকলে ৫ লক্ষ টাকা পর্যন্ত বীমা কভারেজ পাবেন। ভিসা কার্ড ব্যাবহার করলে গ্রাহকরা ১.৫ লক্ষ থেকে ২ লক্ষ টাকা এবং প্রধানমন্ত্রী জন ধন যোজনায় নতিভূক্ত ব্যাক্তিরা তাদের মাস্টার কার্ডের মাধ্যমে ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকার বীমা কভারেজ পাবেন।
আবেদন পদ্ধতিঃ
ATM কার্ড ব্যাবহারকারী যদি কোনো দুর্ঘটনার কারণে একটি হাত বা একটি পা অক্ষম হয়ে যায়, তাহলে তিনি ৫০ হাজার টাকার কভারেজ দাবি করতে পারবেন। এর যদি দুটি হাত বা দুটি পায়েই অক্ষম হয়ে যায়, সেক্ষেত্রে তিনি ১ লক্ষ টাকা কভারেজ দাবি করতে পারবেন। ATM কার্ড ব্যাবহারকারীর মৃত্যু হলে নমিনি ১ থেকে ৫ লক্ষ্য টাকা পাবেন, বীমার টাকার পরিমাণ কার্ডের ধরনের উপর নির্ভর করে।
বেকারদের জন্য 10 লাখ টাকা পর্যন্ত অর্থ দিচ্ছেন কেন্দ্রীয় সরকার। কারা কারা পাবেন দেখে নিন।
ATM বীমা দাবি করার জন্য নমিনিকে ব্যাংকে গিয়ে বীমার জন্য দাবি জানাতে হবে। এর জন্য কিছু জরুরী নথিপত্র ব্যাঙ্কে জমা করতে হবে। যেমন, FIR এর কপি, হাসপাতালের শংসাপত্র ইত্যাদি। ব্যাঙ্কে গিয়ে নমিনি হোল্ডার কে ATM বীমা কার্ড ব্যাবহারকারীর মৃত্যুর প্রমাণপত্র, FIR এর কপি, নির্ভরশীলের শংসাপত্র, মৃত ব্যক্তির শংসাপত্রের মূল কপি ইত্যাদি জমা দিতে হবে।
Written by Shampa Debnath.