ডিসেম্বরে ব্যাংক বন্ধ থাকবে দিনের পর দিন, সমস্যায় গ্রাহকেরা।
বাঙালির বারো মাসে তেরো পার্বণ। নিজের পার্বণ ছাড়াও অন্যান্য ধর্মের উৎসব ও পালন করতে পিছ পা হয় না বাঙালিরা। অক্টোবরে পুজোর শেষ হতে না হতেই শীতের আমেজ নিয়ে ডিসেম্বর এসে হাজির। গোটা শীতকাল জুড়ে চলতে থাকে পিকনিক, ঘুরতে যাওয়া। বড়দিন, নিউ ইয়ার এইসব উৎসবে আরও বেশি করে পিকনিক চলে। এই দিন গুলিতে বন্ধ থাকবে ব্যাংক। তবে দেশের সবকটি ব্যাংক একসাথে কখনো ছুটি থাকে না। জাতীয় ছুটি, রাজ্য বা এলাকার কোন উৎসবে ছুটি থাকে।
কবে কবে ব্যাংক বন্ধ থাকছে জেনেনিন।
তেমনি এ বছর ডিসেম্বরে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাংক। এই সবকটি ব্যাংকে ছুটি ঘোষণা করে রিসার্ভ ব্যাংক। রিজার্ভ ব্যাংকের তরফ থেকে এই মাসের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। কোন এক মাসের ছুটির তালিকা তার আগের মাসে জানিয়ে দেয় RBI. এই তালিকা থেকে ব্যাংকের কর্মচারী এবং গ্রাহকেরা বুঝতে পারেন সেই মাসে কবে ছুটি থাকছে। চলুন তবে জেনে নিন ডিসেম্বর মাসে কবে কোথায় থাকছে।
তারিখ কোন ব্যাঙ্ক উৎসব
3/12/22 গোয়া সেন্ট জেভিয়ার ফিস্ট
4/12/22 দেশে সব ব্যাংক রবিবার
10/12/22 দেশে সব ব্যাংক দ্বিতীয় শনিবার
11/12/22 দেশে সব ব্যাংক রবিবার
12/12/22 মেঘালয় পা তাগান নেংমিংজা সঙ্গম
18/12/22 দেশে সব ব্যাংক রবিবার
19/12/22 গোয়া গোয়া লিবারেশন ডে
24/12/22 দেশে সব ব্যাংক চতুর্থ শনিবার
25/12/22 দেশে সব ব্যাংক বড়দিন
29/12/22 চণ্ডীগড় গুরু গোবিন্দ সিং এর জন্মদিন
30/12/22 মেঘালয় ইউ কি ইয়াং নারওয়াহর জন্মদিন
31/12/22 মিজোরাম নিউ ইয়ার এভ
তবে জানিয়ে রাখি ব্যাংক বন্ধের ফলে নেট ব্যাঙ্কিং ইউপিআই বা এটিএমে কোন রকম অসুবিধা হবে না। এগুলি নিজের মতনই কাজ করবে। শুধুমাত্র যেই সব অঞ্চলে উৎসব সেই অঞ্চলের ব্যাংক বন্ধ থাকবে সেই উৎসবে।