এবার থেকে সপ্তাহে ৫ দিন করে কি খোলা থাকবে ব্যাংক? শনিবার করে Bank Holiday বা ছুটি থাকবে ব্যাংকে? কি বলছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক? ৫ দিন খোলা থাকলে গ্রাহকদেরও সেই ৫ দিনের মধ্যেই সমস্ত কাজ সেরে ফেলতে হবে। কি জানাচ্ছে অর্থমন্ত্রক ? জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন। সরকারি কাজ হোক বা বেসরকারি সপ্তাহের একটি দিন রবিবার ছুটি থাকে। তবে কিছু বেসরকারি স্কুল বা অফিস ও ব্যাংক রবিবার ছাড়াও সেকেন্ড ও ফোর্থ শনিবার ছুটি দেওয়া হয়।
Bank Holiday Breaking News.
কিন্ত সমস্ত ব্যাংকিং সংগঠন IBA থেকে সমবায় ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, গ্রামীণ ব্যাংক একটি প্রস্তাব রাখেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের কাছে। তাদের প্রস্তাব অনুযায়ী তারা চাইছেন রোববারের মতনই সপ্তাহের শনিবারও ব্যাংকিং হলিডে (Bank Holiday) করা হোক অর্থাৎ সপ্তাহে ৫ দিন কাজ করতে চাইছেন তারা, আর দুটো দিন সম্পূর্ণ ছুটি নিতে চাইছেন। মঙ্গলবার সংসদে এই প্রস্তাব দিয়েছেন IBA সংগঠন।
শনিবারকে Bank Holiday করার বিষয়ে ব্যাংক গুলির এই প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।২০১৫ সাল থেকে ভারতে ব্যাংক গুলিতে প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার করে সরকারি ছুটি দেওয়া হতো। ভারতের সব ব্যাংকেই সেই দুদিন ব্যাংকের সমস্ত কাজ বন্ধ থাকতো। কিন্ত অনেকদিন ধরেই ব্যাংক সংগঠন গুলো সপ্তাহে ৫ দিন কাজ করে দুই দিন ছুটি (Bank Holiday) দেবার কথা বলে আসছিলেন।
কিন্ত সেই প্রস্তাব এতদিন অবধি কোনোভাবে গৃহীত হয়নি। এবার আবার সেই নিয়ে প্রস্তাব উঠল। যেহেতু IBA এর সদস্যের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক নেই, এদের সংগঠনের মধ্যে রয়েছেন বেসরকারি ব্যাংক, সমস্ত সমবায় ব্যাঙ্ক, আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক এবং সমস্ত ভারতীয় আর্থিক প্রতিষ্ঠান গুলিও রয়েছে। তাই তাদের একত্র ভাবে প্রস্তাবে কিছুটা নড়েচড়ে বসেছে অর্থমন্ত্রক (Bank Holiday).
ব্যাংক প্রতিষ্ঠান যেহেতু একটি বড়ো কর্মস্থল। এই প্রতিষ্ঠানে নিযুক্ত রয়েছেন দেশের প্রায় ১৫ লক্ষ মানুষ। আর ওতপ্রোতভাবে এই কর্মী ও ব্যাংক গুলোর (Bank Holiday) সাথে জড়িয়ে আছেন দেশের আমজনতা। তাই ব্যাংকের মতন কোনো প্রতিষ্ঠানের সংগঠনের সদস্যের একটা দাবি উঠলে সেটাকে শেষ পর্যন্ত মান্যতা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রক। কিন্তু দাবিটি গৃহীত হয়েছে কিনা বা অদূর ভবিষ্যতে তা হতে পারে কিনা সেই বিষয়ে কোনও কিছু এখনো অবধি বলেননি অর্থমন্ত্রক।
তবে মনে করা হচ্ছে, এখনিই না হলেও ভবিষ্যতে এই প্রস্তাবে সিলমোহর পড়তে পারে। তখন সপ্তাহে ৫ দিন করে কাজ করার সুবিধা পাবেন ব্যাংক কর্মীরা। তবে শনিবারের ছুটির (Bank Holiday) জন্য যে কাজ অব্যাহত থাকবে মনে করা হচ্ছে সেটার কিছুটা পুষিয়ে দিতে হতে পারে সপ্তাহের আর ৫ টি দিন কিছুটা সময় বেশি কাজ করার মাধ্যমে। যদিও সেটা হয় তবে আশা করা যাচ্ছে ব্যাংক কর্মীদের কোনো আপত্তি থাকবেনা বলেই।
পশ্চিমবঙ্গে আবার টানা ছুটি 3 দিনের জন্য, তারিখ জানালো সরকার।
কয়েক ঘন্টা কাজ বেশি করে একটা মাসের আরও দুটো দিন এক্সট্রা ছুটি পেতে কারোই না ভালো লাগে। দেখা যাক কেন্দ্রীয় অর্থ মন্ত্রক কবে থেকে ব্যাংক সংগঠনের শনিবারকে Bank Holiday করার প্রস্তাব কার্যকর করে তাহলে সকলকে এই ৫ দিনের মধ্যেই সকল কাজ সম্পন্ন করে নিতে হবে। এছাড়াও অনেকেই মনে করছেন কে ব্যাংকে কাজের সময় বাড়িয়ে দেওয়া হতে পারে।
Written by Shampa Debnath.
জেলায় জেলায় প্রাইমারি স্কুলে কর্মী নিয়োগ। বেতন 22000 টাকা, প্রশিক্ষণ