Bank Holidays – ডিসেম্বর মাসে 18 দিন বন্ধ থাকবে ব্যাংক, দেখে নিন সম্পূর্ণ ছুটির তালিকা।

Bank Holidays In December 2023.

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর প্রত্যেক মাসেই রয়েছে (Bank Holidays) কোনো না কোনো উৎসব। যদিও সেপ্টেম্বর আর অক্টোবর মাসেই সবচেয়ে বেশি ছুটি থাকে তবুও ডিসেম্বর মাসেও কম যায়না। ডিসেম্বর মাসেও রয়েছে একাধিক উৎসব। ডিসেম্বর মাস মানেই একটা বছরের শেষ আর নতুন বছরের শুরুর সূচনা। তার মধ্যেই রয়েছে বড়ো দিন, 31st ডিসেম্বর এবং আরও নানান কিছু। আর উৎসব মানেই স্কুল, কলেজ ও অফিস সেই সাথে ব্যাংকে ও ছুটি। তবে ব্যাংকের ছুটির ক্ষেত্রে রিজার্ভ ব্যাংক কিছু আলাদা নিয়ম জারি করেন।

Advertisement

সব রাজ্যে একই দিনে সব ব্যাংক ছুটি (Bank Holidays) থাকেনা। যে রাজ্যে যে দিন কোনো উৎসব পালিত হয় সেই রাজ্যে সেই দিন ওই অনুষ্ঠান উপলক্ষ্যে ছুটি থাকে। এছাড়া সেকেন্ড আর ফোর্থ স্যাটারডে আর রোববার গুলো আছেই হলিডে হিসাবে। চলুন দেখে নেওয়া যাক এই ডিসেম্বরে কোন দিন কোন রাজ্যে ছুটি থাকছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ডিসেম্বরে ছুটির তালিকা।

Advertisement

ডিসেম্বর, ২০২৩ – রাজ্য উদ্বোধন দিবসের কারণে এই দিনে অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের ব্যাঙ্ক ছুটি থাকবে ৷
৩ ডিসেম্বর ২০২৩ – রবিবারের কারণে এই দিনে সর্বত্র ব্যাঙ্ক ছুটি থাকবে ৷
৪ ডিসেম্বর ২০২৩ – সেন্ট ফ্রান্সিস জেভিয়ার উৎসবের কারণে গোয়াতে ব্যাঙ্ক ছুটি থাকবে।

৯ ডিসেম্বর ২০২৩ – দ্বিতীয় শনিবারের কারণে সবজায়গায় ব্যাংক ছুটি (Bank Holidays) থাকবে।
১০ ডিসেম্বর ২০২৩ – রবিবারের কারণে এই দিনে সবজায়গায় ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।
১২ ডিসেম্বর ২০২৩ – মেঘালয়ে পা-টোগান নেংমিঞ্জা সাংমার কারণে ব্যাঙ্ক ছুটি থাকবে ৷

১৩ ডিসেম্বর ২০২৩ – লোসুং/নামসুং-এর কারণে সিকিমে ব্যাঙ্ক ছুটি থাকবে।
১৪ ডিসেম্বর ২০২৩ – লোসুং/নামসুং-এর কারণে সিকিমে ব্যাঙ্ক ছুটি থাকবে।
১৭ ডিসেম্বর ২০২৩ – রবিবারের কারনে সবজায়গায় ব্যাংক ছুটি থাকবে।

১৮ ডিসেম্বর ২০২৩ – মেঘালয়ে ইউ সোসো থামের মৃত্যুবার্ষিকীর কারণে ব্যাঙ্ক ছুটি (Bank Holidays) থাকবে।
১৯ ডিসেম্বর ২০২৩ – গোয়া মুক্তি দিবসের কারণে গোয়াতে ব্যাঙ্কগুলির জন্য ছুটি থাকবে ৷
২৩ ডিসেম্বর২০২৩ – চতুর্থ শনিবারের কারণে ব্যাংক ছুটি থাকবে।
২৪ ডিসেম্বর ২০২৩ – রবিবারের কারণে সবজায়গায় ব্যাংক ছুটি থাকবে।
২৫ ডিসেম্বর ২০২৩ – ক্রিসমাসের কারণে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে।

বিয়ের মরসুম শুরু হতেই অবিশ্বাস্য হারে কমে গেলো সোনার দাম, পশ্চিমবঙ্গে কতটা কমলো দাম?

২৬ ডিসেম্বর ২০২৩ – মিজোরাম, নাগাল্যান্ড এবং মেঘালয়ে ক্রিসমাস উদযাপনের কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
২৭ ডিসেম্বর ২০২৩ – ক্রিসমাসের কারণে নাগাল্যান্ডে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
৩০ ডিসেম্বর ২০২৩ – U Kiang Nangbah-এর কারণে মেঘালয়ে ব্যাংক বন্ধ থাকবে।
৩১ ডিসেম্বর ২০২৩ – রবিবারের কারণে সবজায়গায় ব্যাংক ছুটি থাকবে।

ডিসেম্বর মাসে মোট 18 দিন ব্যাংক বন্ধ থাকবে। চলেছে! কোন কোন দিন ছুটি থাকবে তালিকা দেখুন।

সব রাজ্য মিলিয়ে ডিসেম্বরে মোট ১৮ দিন ব্যাংক বন্ধ থাকবে। তাই আপনাদের যদি কোনো প্রয়োজনীয় কাজ ব্যাংকে থেকে থাকে তাহলে উক্ত দিনগুলো বাদ দিয়ে ব্যাংকে যাবেন। নাহলে ঘুরে আসা ছাড়া কোনো উপায় নেই। আমাদের পেজে আগাম মাসের জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার দেওয়া ব্যাংকের ছুটির তালিকা দিয়ে দেওয়া হয় একটাই কারণে যাতে আপনাদের আগের থেকে জানানো যায় কোন দিন ব্যাংক কি কারণে বন্ধ থাকবে। তাহলে আপনাদেরই সুবিধা হবে সেই অনুযায়ী ব্যাংকে গিয়ে প্রয়োজনীয় কাজ মেটাতে।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button