পশ্চিমবঙ্গের সকল পড়ুয়াদের জন্য সেরা 5 টি স্কলারশিপ, একবার আবেদন করলেই পেয়ে যাবেন সারা জীবনের পড়াশুনার খরচা।

জানুন এই স্কলারশিপে আবেদন করবেন কীভাবে?

পশ্চিমবঙ্গ সরকার প্রতি বছর ছাত্র ছাত্রিদের জন্য কিছু না কিছু স্কলারশিপ চালু করে থাকে। গত কয়েক মাস আগেই প্রকাশিত হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। একজন পরীক্ষার্থীর জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা এই দুটি। বিশেষত মাধ্যমিকের পর স্ট্রিম বাছাইয়ের সুযোগ থাকে শিক্ষার্থীদের কাছে। আর উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষে স্নাতক স্তরে পছন্দের সাবজেক্ট নিয়ে ডিগ্রি অর্জনের সুযোগ পাওয়া যায়। তাতে কী? রাজ্যে অনেক পড়ুয়া রয়েছেন, মেধাবী হওয়া সত্বেও যারা কেবলমাত্র আর্থিক অস্বছলতার কারণে পড়াশোনার সুযোগ পান না। তাদের উচ্চশিক্ষার জন্য সরকারের তরফে চালু করা হয়েছে একাধিক Scholarship। আজকে এই প্রতিবেদনে 5 টি স্কলারশিপের সম্পর্কে জানানো হয়েছে।

Advertisement

১) স্বামী বিবেকানন্দ স্কলারশিপ-
পশ্চিমবঙ্গ সরকারের তরফে চালু করা হয়েছে এই Scholarship. যেখানে মাধ্যমিক পাশেই করা যাবে আবেদন। উচ্চমাধ্যমিক স্তর থেকে গবেষনামূলক স্তর পর্যন্ত পাওয়া যাবে বৃত্তি।সেক্ষেত্রে আবেদনকারীদের রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
বৃত্তির পরিমান-
মাসে 1,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত আর্থিক সুবিধা মিলবে। অর্থাৎ বার্ষিক বৃত্তির পরিমান 12,000 টাকা থেকে 60,000 টাকা পর্যন্ত।
আবেদন পদ্ধতি- অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

রাজ্য সরকারের নতুন প্রকল্পে আবেদন করলেই মিলবে নগদ 30000 টাকা, আগে এলে আগে পাবেন।

২) নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপ-
মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলের পক্ষ থেকে রাজ্যের সমস্ত দুঃস্থ ও মেধাবী পড়ুয়াদের এই Scholarship এর মাধ্যমে বৃত্তি প্রদান করা হয়ে থাকে। মাধ্যমিক পাশের পর থেকে কলেজের পরীক্ষা পর্যন্ত আবেদন জানানো যাবে।
বৃত্তির পরিমান-
বার্ষিক 10,000 টাকা পর্যন্ত পাওয়া যাবে। কোর্স ফি বা পড়াশোনার খরচ অনুসারে বৃত্তির পরিমান বাড়তে পারে।
আবেদন পদ্ধতি-
অফলাইনে আবেদন জানাতে হবে। এরজন্য অফিশিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করতে হবে।

৩) ওয়েসিস স্কলারশিপ-
এই Scholarship এ আবেদন জানাতে গেলে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে। সঙ্গে আবেদনকারীকে SC/ST/OBC ক্যাটাগরীর অন্তর্ভুক্ত হতে হবে।
বৃত্তির পরিমান-
পড়ুয়াদের বার্ষিক 3,000 টাকা থেকে 10,000 টাকা প্রদান করা হয়।
আবেদন পদ্ধতি-
শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে।

৪) ঐক্যশ্রী Scholarship-
পশ্চিমবঙ্গের সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়াদের জন্য এই Scholarship চালু করা হয়েছে। যেখানে প্রথম শ্রেণী থেকে স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা, এমনকি কারিগরি ও পেশাদারী শিক্ষার জন্যও আবেদন জানানো যাবে।
বৃত্তির পরিমান-
এই স্কলারশিপে আবেদনের মাধ্যমে 1,100 টাকা থেকে 16,500 টাকা পর্যন্ত প্রদান করা হয়ে থাকে।

আজ থেকে চালু হলো লোকাল ট্রেনে চড়ার নতুন নিয়ম, ঘর থেকে বেরোনোর আগে জেনে নিন।

৫) ন্যাশনাল Scholarship পোর্টাল(NSP)-
এটি কেন্দ্রীয় সরকারের চালু করা একটি স্কলারশিপ পোর্টাল।
যেখানে মেধাবী অথচ দুস্থ পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে। প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক, মেরিট কাম মিনস এই 3 টি স্তরের উপর ভিত্তি করে Scholarship প্রদান করা হয়। আরো বিশদে জানতে হলে NSP এর পোর্টাল ওপেন করে চেক করতে পারেন।
স্কলারশিপ সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button