Birth Certificate – জন্ম শংসাপত্র নিয়ে সরকারের নতুন নিয়ম, হয়রানি এরাতে জেনে নিন।
জন্ম শংসাপত্র বা Birth Certificate লাগবেই, সংসদে নয়া ঘোষণা কেন্দ্রের।
জন্মের সার্টিফিকেট বা Birth Certificate নিয়ে নয়া ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এবার থেকে জন্মের সার্টিফিকেট সমস্ত সরকারি কাজেই লাগবে। যথেষ্ট গুরুত্ব দিয়ে জন্মের সার্টিফিকেট তৈরি করে নিতে হবে। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ডকুমেন্ট ভর্তি হওয়ার সময় শিশুর আর লাগবেনা। শুধুমাত্র জন্মের শংসাপত্র (Birth Certificate) দেখিয়েই ভর্তি হওয়া যাবে।
ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করলেও জন্ম সার্টিফিকেট দিয়েই তা করতে পারবেন। আধার কার্ড তৈরি থেকে শুরু করে পাসপোর্ট তৈরি করা, সমস্ত ক্ষেত্রেই বার্থ সার্টিফিকেট গুরুত্বপূর্ণ নথি। যদি ভোটার কার্ড তৈরি না হয়ে থাকে, তাহলে ভোটার লিস্টে আপনাকে নাম তুলতে গেলেও এই জন্ম সার্টিফিকেট লাগবে। এমন কি বিয়ের রেজিস্ট্রেশনেও (Marriage Registration) জন্ম সার্টিফিকেট বাধ্যতামূলক হচ্ছে। সরকারি চাকরিতে যোগ দিতে গেলেও দেখাতে হবে জন্মের সার্টিফিকেট (Birth Certificate).
Birth Certificate Rules
আর এবার সেই কারণেই সংসদে পেশ করা হয়েছে বার্থ সার্টিফিকেট নিয়ে নতুন সংশোধনী বিল। সংসদে নতুন যে বিল পেশ করা হয়েছে, সেটি হল রেজিস্ট্রেশন অফ বার্থ এন্ড ডেথ (আমেন্ডমেন্ট) বিল ২০২৩ Registration Of Birth and Death (Amendment) Bill 2023 কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই লোকসভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধন বিল ২০২৩ পেশ করেছেন।
এই নতুন জন্ম এবং মৃত্যু সার্টিফিকেটের জন্য সংশোধনী বিল পেশ করার ফলে এই বিলের অধীনে Registrar সম্পূর্ণ বিনামূল্যে জন্ম এবং মৃত্যুর সার্টিফিকেট রেজিস্ট্রেশন করতে পারবেন। সার্টিফিকেট সাতদিনের মধ্যেই ওই ব্যক্তিকে দিয়ে দিতে হবে। তাছাড়া যদি রেজিস্ট্রারের কাজ নিয়ে কোনো অভিযোগ থাকে, তাহলে ৩০ দিনের মধ্যে অভিযোগ জানাতে হবে।
আরও পড়ুন, বাতিল হতে পারে 500 টাকার নোট, জানুন কি জানালেন গভর্নর।
আর অভিযোগ জানানোর তারিখ থেকে ৯০ দিনের মধ্যে ওই রেজিস্টারকে তার জবাব দাখিল করতে হবে। নতুন এই সংশোধনী বিলে আরও বেশ কিছু সমস্যার সমাধানের কথা বলা হয়েছে। জন্মের তারিখ সংশোধন করার জন্য বা জন্মের স্থান প্রমাণ করার জন্য আগে বহু ডকুমেন্টস এর প্রয়োজন হতো। এই নতুন সংশোধনী বিলে সেগুলো আর লাগবে না।
আরও পড়ুন, পশ্চিমবঙ্গে বাতিল 2 কোটি রেশন কার্ড, নিজের কার্ড চালু আছে কিনা চেক করে নিন।
এর আগে জন্ম এবং মৃত্যু সার্টিফিকেটের যে আইন ছিল সেটি হল, রেজিস্ট্রেশন অফ বার্থ এন্ড ডেথ অ্যাক্ট 1969 সংসদে এবার সেই বিলের সংশোধনী পেশ করা হলো। Registration of Birth and Death (Amendment) Bill 2023 এই বিলের অধীনে জন্ম সার্টিফিকেট খুব সহজেই রেজিস্টার করা যাবে।