FD Interest Rate – কোন ব্যাংক কেমন সুদ দিচ্ছে জানেন কি? না দেখেই ফিক্সড ডিপোজিট করছেন, না জানলে জেনে নিন এই প্রতিবেদনে।
প্রত্যেকটি ব্যক্তি তার ইনকামের (FD Interest Rate) পাওয়া অর্থের কিছুটা অংশ সঞ্চিত করে রাখেন ভবিষ্যতের জন্য। আর এই সঞ্চয়ের ক্ষেত্রে তারা দেখেন কোন ব্যাংক কেমন সুদ দিচ্ছে। এছাড়া কোন ব্যাংকে অর্থ সঞ্চিত করলে লোকসানের ভয় নেই। বিভিন্ন ব্যাংকে সুদের পরিমাণ নানা রকম হয়। এছাড়া সুদের পরিমাণ ওঠা নামা করে। আপনি যদি এখন ফিক্সড ডিপোজিট করতে চান তাহলে এই মুহূর্তে কোন ব্যাংক কেমন সুদ প্রদান করছে তার একটা লিস্ট আপনাকে আমরা দিতেই পারি।
আসুন জেনে নেওয়া যাক বিভিন্ন ব্যাংকে সুদের পরিমাণ।
SBI ব্যাংকে সুদের পরিমাণঃ
এস বি আই ব্যাংক হলো ভারতের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত ব্যাংক। এখানে বেশিরভাগ মানুষ টাকা জমান। আর এখানে সঞ্চিত অর্থের (FD Interest Rate) উপর ভালই সুদ প্রদান করে। তাই এই ব্যাংকের প্রতি মানুষের ভরসা বেশি বরাবরই। এখন দেখা যাক বর্তমানে কেমন সুদ দিচ্ছে। SBI ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে সাধারণ জনগণের জন্য ৩ থেকে ৭.১০ শতাংশ সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকদের জন্য ৩.৫০ থেকে ৭.৬০ শতাংশ সুদ প্রদান করছে।
সরকারি লটারি কেটে রাতারাতি কোটিপতি হবার নিনজা টেকনিক, এর আগে কোথাও দেখেন নি।
কোটাক মহেন্দ্র ব্যাংকঃ
কিছু বছর ধরে কোটাক মহেন্দ্র ব্যাংকের নাম খুব শোনা যায়। অনেক মানুষই এখানে টাকা বিনিয়োগ (FD Interest Rate) করেন। বর্তমানে এই ব্যাংক ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে সাধারণ নাগরিকদের জন্য ২.৭৫ থেকে ৬.২০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.২৫ থেকে ৬.৭০ শতাংশ সুদ দিচ্ছে।
HDFC ব্যাংকঃ
এই ব্যাংকটি একটি নামকরা ব্যাংক নামে পরিচিত। এরা ও ভালই সুদ প্রদান করে বিনিয়োগের (FD Interest Rate) ওপর। এখন HDFC ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে সাধারণ নাগরিকদের জন্য ৩ থেকে ৭.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.৫০ থেকে ৭.৭৫ শতাংশ সুদ প্রদান করছে।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকঃ
এই ব্যাংকে ও আপনি চাইলে বিনিয়োগ করতেই পারেন। এটি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান বর্তমানে ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে সাধারণ নাগরিকদের জন্য ৩.৫০ থেকে ৭.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৪.০০ থেকে ৭.৭৫ শতাংশ সুদ দিচ্ছে l
ICICI ব্যাংকঃ
৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে সাধারণ নাগরিকদের জন্য ৩ থেকে ৭.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.৫০ থেকে ৭.৬০ শতাংশ সুদ দিচ্ছে।
Axis ব্যাংকঃ
৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে সাধারণ নাগরিকদের জন্য ৩.৫০ থেকে ৭.২০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.৫০ থেকে ৭.৯৫ শতাংশ সুদ দিচ্ছে।
বন্ধন ব্যাংকঃ
৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে সাধারণ নাগরিকদের জন্য ৩ থেকে ৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.৭৫ থেকে ৫.৭৫ শতাংশ সুদ প্রদান করছে। ইতিমধ্যে এই ব্যাংক অনেক সুনাম অর্জন করেছে।
ব্যাংক অফ বরোদা:- ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে সাধারণ নাগরিকদের (FD Interest Rate) জন্য ৩ থেকে ৫.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.৫০ থেকে ৫.৬০ শতাংশ সুদ দিচ্ছে।
ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াঃ
৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে সাধারণ নাগরিকদের জন্য ৩ থেকে ৫.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.৭৫ থেকে ৫.৭৫ শতাংশ সুদ দিচ্ছে।
Yes ব্যাংক:- ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে সাধারণ নাগরিকদের জন্য ৩.২৫ থেকে ৭.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.৭৫ থেকে ৭.৭৫ শতাংশ সুদ দিচ্ছে ।
কানাড়া ব্যাংকঃ
৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে সাধারণ নাগরিকদের জন্য ২.৯৩ থেকে ৬.৪০ শতাংশ সুদ দিয়ে থাকে। প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুবিধা এরা দেয় না।
ইন্ডিয়ান ব্যাংক:-৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে সাধারণ নাগরিকদের জন্য ২.৯০ থেকে ৫.১৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.৪০ থেকে ৫.৬৫ শতাংশ সুদ দিচ্ছে।
Indusind ব্যাংকঃ
৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে সাধারণ নাগরিকদের জন্য ২.৭৫ থেকে ৬.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.২৫ থেকে ৬.৫০ শতাংশ সুদ দিচ্ছে ।
প্রত্যেকটি ব্যাংকের সুদের পরিমাণ সম্পর্কে আপনাদের একটা সম্যক ধারণা আশা করি দিতে পেরেছি। এই প্রতিবেদন পড়ে আপনি সহজেই আপনার পছন্দ মতন ও আপনার বিনিয়োগের ওপর সুদের লাভের পরিমাণ দেখে যে কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিট (FD Interest Rate) করতেই পারেন।
Written by Shampa Debnath
পুজোর আগে সোনা কেনায় বাম্পার ছাড়। বুক করলেই সর্বনিম্ন দাম ও 3টি সুবিধা।