FD Interest – ফিক্সড ডিপোজিটে SBI, HDFC এর থেকেও বেশি সুদ দিচ্ছে জনপ্রিয় এই ব্যাংক, জেনে নিন সুদের হার কত।

FD Interest – কোন ব্যাংক ফিক্সড ডিপোজিটে বেশি সুদ দিচ্ছে? SBI, HDFC তে সুদের হার কত?

কোনো ব্যক্তি তার উপার্জনের কিছুটা অর্থ সঞ্চিত (FD Interest) করে রাখে কোনো আর্থিক প্রতিষ্ঠানে। যেখান থেকে ফিক্সড ডিপোজিট করলে সুদ পাওয়া যায়। দেশের সমস্ত ব্যাংকইকম বেশি সুদ প্রদান করে ফিক্সড ডিপোজিটের ওপর। এর ফলে কোনো ব্যক্তি বিবেচনা করে কোন ব্যাংক বেশি সুদ দিচ্ছে সেই দিকেই লক্ষ্য রাখেন।
রেপো রেটের ওপর ব্যাংকের সুদের কম বেশি হওয়া নির্ভর করে। সম্প্রতি রিজার্ভ ব্যাংকের একটি বৈঠকে রেপো রেট অপরিবর্তিত রাখা কথা বলা হয়েছে। শেষ ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস নাগাদ একবার রেপো রেট চেঞ্জ করা হয়। আর রেপো রেট কম থাকা মানে ফিক্সড ডিপোজিটের ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না। তবুও অনেক ব্যাংক ভালো হারেই সুদ দিচ্ছে।

Advertisement

রাতারাতি বদলে গেলো রাজ্যের 3টি অতি পরিচিত রেল স্টেশনের নাম, জানুন নতুন নাম।

স্মল ফাইন্যান্স সেক্টরের ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এফডি-তে অনেক প্রায় ৯.১৫ শতাংশ বার্ষিক সুদ দিচ্ছে। এই মুহূর্তে স্টেট ব্যাঙ্ক ও HDFC ব্যাঙ্কের সুদের হার থেকে যা অনেকটাই বেশি ৷
ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক থেকে ৭ থেকে ১৪ দিনের এফডি-তে ৩ শতাংশ সুদ দিচ্ছে। ১৫ দিন থেকে ৩০ দিনের এফডি-তে মিলবে ৪.৫০ শতাংশ সুদ।

Advertisement

৩১ থেকে ৪৫ দিনের ফিক্সড ডিপোজিটে (FD Interest) পাবেন ৪.৭৫ শতাংশ সুদ ৷ ৪৬ দিন থেকে ৯০ দিনের এফডি-তে গ্রাহকরা পেয়ে যাবেন ৫.২৫ শতাংশ সুদ, ৯১ থেকে ১৮০ দিনের এফডি-তে মিলবে ৫.৭৫ শতাংশ সুদ ও ১৮১ থেকে ১ বছরের এফডি-তে পেয়ে যাবেন ৬.৫০ শতাংশ সুদ ৷

একই ভাবে ৩০ মাস ১ দিন থেকে ৯৯৯ দিনের এফডি-তে পাবেন ৮ শতাংশ সুদ ৷ ৩৬ মাস ১দিন থেকে ৪২ মাসের এফডিতে মিলবে ৮.৫১ শতাংশ সুদ ৷ ৪২ মাস থেকে ৫৯ মাসের ফিক্সড ডিপোজিটে মিলবে ৭.৫০ শতাংশ সুদ ৷ প্রবীণ নাগরিকরা সাধারণ গ্রাহকদের থেকে ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ পাবেন।

আপনি যদি আপনার বিনিয়োগের ওপর বেশি সুদ চান তাহলে এই ব্যাংকের দিকে মনোনিবেশ করতে পারেন। আর আপনি যদি প্রবীণ নাগরিক হন তাহলে তো কথাই নেই। আপনার করা ফিক্সড ডিপোজিটের (FD Interest) ওপর সুদের পরিমাণ আপনাকে অনেকটাই লাভের অঙ্ক দেখাবে আশা করি। তাই ফিক্সড ডিপোজিট করার আগে দেখে নিন কোন ব্যাংক বেশি সুদ দিচ্ছে। সেইভাবে নিজের উপার্জিত অর্থ বিনিয়োগ করুন।
Written by Shampa Debnath

টেট পরীক্ষা নিয়ে জরুরী বিজ্ঞপ্তি। এই ভুল করলে পরীক্ষায় বসতে দেওয়া হবেনা। সবাই এটাই চাইছিলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button