পুরাতন নোট বিক্রয় করে প্রচুর টাকা পাওয়ার সেরা সুযোগ! আপনার কাছে যদি পুরোনো পাঁচ টাকার নোট (Old Note Sell) বা কয়েন থাকে তাহলে, আপনি সেই টাকা জমা দিয়ে পেয়ে যেতে পারেন ৩০ হাজার টাকা। কি ভাবছেন? সত্যিই কিনা! একদম সত্যি। এই সমন্ধে আরও বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটা মনোযোগ সহকারে পড়ুন।
পুরাতন নোট বিক্রয়
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে অনেক সময় কিছু পুরাতন নোট বাতিল করেন, ঠিক সেই সময় আমজনতার অনেকটাই সমস্যা হয়ে যায় এই ভেবে যে, পুরনো নোট বা কয়েন যেগুলো নিজেদের কাছে রয়েছে সেগুলো কোথায় এবং কিভাবে কাজে লাগাবেন। বর্তমানে পাঁচ টাকার কয়েন দুই রকম দেখতে পাওয়া যায়। একটা মোটা ও ভারী ধাতুর তৈরি পুরোনো ধরনের পাঁচ টাকার কয়েন এবং একটি চকচকে এবং পাতলা ধরনের পাঁচ টাকার কয়েন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) থেকে ভারী ধাতব পাঁচ টাকার কয়েন ব্যাংকে জমা করলে আপনাকে নতুন পাঁচ টাকার কয়েন দিয়ে থাকে।
পুরাতন নোটের দাম
সম্প্রতি জানা গেছে, আপনার কাছে যদি ৫ টাকার একটি বিশেষ পুরোনো নোট থাকে, তাহলে আপনি তা বিক্রি করে উপার্জন করতে পারবেন ৩০ হাজার টাকা। এবার জানতে হবে কোথায় এবং কিভাবে বিক্রি করবেন পুরনো নোট বা কয়েন? সেই সম্পর্কিত তথ্যই থাকছে এই প্রতিবেদনে।
এই পুরনো নোট বা কয়েন বিক্রি করার জন্য অনলাইনে বেশ কিছু প্লাটফর্ম রয়েছে। বিশেষ করে কয়েন বাজার ডট কম এবং ইন্ডিয়া মার্ট সবথেকে জনপ্রিয় প্ল্যাটফর্ম।
পুরাতন নোট কিভাবে বিক্রয় করবেন?
কিভাবে আপনি অনলাইন প্লাটফর্মগুলোতে পুরনো নোট বা কয়েন বিক্রি করবেন:-
- সবার প্রথমে আপনাকে coinbazzar বা IndiaMart-এ লগইন করে নিতে হবে।
- এরপর আপনার নাম এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- এরপর আপনি যে কয়েন বা নোট বিক্রি করবেন তার একটি ছবি তুলে আপলোড করতে হবে।
- যারা এই নোট বা কয়েন ক্রয় করবেন তারা নিজের থেকেই আপনার দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবে।
- আপনার সাথে দরদাম ঠিক হয়ে গেলে সরাসরি ক্রেতার কাছে এটি বিক্রি করে দিতে পারবেন।
যত বিরলতম নোট বা কয়েন হবে তার বিক্রয় মূল্য ততই বেশি হবে। দেখে নেওয়া যাক কত টাকার পুরনো নোটের বা কয়েনের দাম কত দিয়ে বিক্রি হচ্ছে
৫ টাকার নোট: ৫ টাকার একটি বিশেষ পুরনো নোট, যা বর্তমানে বিরল, একদম দেখা যায়না বললেই চলে। সেই নোটের মূল্য ৩০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
১০ টাকার কয়েন: যদি আপনার কাছে মাতা বৈষ্ণবদেবীর ছবি দেওয়া ১০ টাকার কয়েন থাকে, তাহলে অনেক দাম পাবেন। আপনি লাখপতি হওয়ার সুযোগ থাকছে।
১ টাকার নোট: আপনার কাছে যদি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের সই থাকা ১ টাকার কয়েন থাকে, তাহলে সেটির দাম ৪৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
২৫ পয়সার কয়েন: ২৫ পয়সার বিরল কয়েন বর্তমানে বিরল। এই একটি কয়েন ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিক্রি হতে পারে।
সতর্কতা
পুরোনো কয়েন বা নোট বিক্রির আগে যে নিয়মগুলো জেনে রাখা প্রয়োজন :-
১) পুরনো কয়েন বা নোট বিক্রির আগে সম্পূর্ণ নিজের দায়িত্বে বিক্রি করবেন। আপনার আর ক্রেতা ছাড়া এই লেনদেনের ব্যাপারে কোন তৃতীয় পক্ষ দায়িত্ব নেবে না।
২) ভারতীয় রিজার্ভ ব্যাংক এই ধরনের লেনদেনকে আনুষ্ঠানিকভাবে কোন স্বীকৃতি দেয়নি। এক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে সব সময় সতর্ক থেকে লেনদেন করা উচিত।
আরও পড়ুন, হঠাৎ টাকার দরকার হলে কোথায় আবেদন করবেন? সরকারি সাহায্য কোথায় পাবেন?
৩) ক্রেতার সামনে দরদাম করে আগে ঠিক করে নিন দাম তারপরে বিক্রয় করুন।
৪) সব সময় পুরনো নোট বা কয়েন বিক্রয় করার জন্য জনপ্রিয় প্লাটফর্ম গুলি বেছে নিন যেগুলোতে আপনি কোটিপতি হওয়ার সম্ভাবনা থাকবে।
খুব অল্প সময়ের মধ্যে আপনাকে কোটিপতি হতে গেলে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা উচিত নয়। আপনার কাছে পুরানো কয়েন বা নোট থাকলে যা বর্তমান সময় বিরল, তাহলে এই জনপ্রিন্ট প্ল্যাটফর্ম গুলিতে বিক্রয়ের জন্য চেষ্টা করতে পারেন, তবে সতর্ক থেকে নিরাপত্তা দেখে বিক্রয় করবেন, পরবর্তী সময়ে কোন ঝুঁকি পোহাতে না হয়।