CRPF – Central Reserve Police Force কেন্দ্রীয় সরকারের অধীনস্ত পুলিশ বাহিনী। ২৭ শে জুলাই ১৯৩৯ সালে তৎকালীন ব্রিটিশ ইন্ডিয়ার সময় স্থাপনা করা হয়েছিল। ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পরে ২৮ শে ডিসেম্বর ১৯৪৯ সালে কেন্দ্রীয় সরকারের তরফে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বল অর্থাৎ CRPF কে নিয়ে নেওয়া হয়। তারপর দীর্ঘ ৭৩ বছর ধরে এই সৈনিকেরা দেশ সেবায় নিযুক্ত আছেন।
CRPF Recruitment আবেদন করবেন কিভাবে দেখুন।
বর্তমানে এক সরকারি তথ্য অনুসারে CRPF এ ৩ লক্ষ ১৩ হাজার ৬৩৪ জন অফিসাররা কর্মরত আছেন। কেন্দ্রীয় সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে ২০২৩ সালে CRPF নতুন করে কর্মী নিয়োগ করার ঘোষণা করা হয়েছে। এই বারের নিয়োগে দুই পদের জন্য আবেদন করা যাবে – Head Constable ও Assistant Sub Inspector পদের জন্য আবেদন করতে পারবেন।
CRPF এর এই দুই পদের জন্য আবেদনের বয়স ১৮ – ২৫ বছরের মধ্যে হতে হবে। Head Constable এর জন্য মাইনে ২৫,৫০০ – ৮১,১০০ টাকা আর Assistant Sub Inspector এর জন্য ২৯,২০০ – ৯২,৩০০ টাকা পর্যন্ত বেতন হতে চলেছে। চলতি জানুয়ারি মাসের ২৫ শে জানুয়ারি ২০২৩ পর্যন্ত আবেদন করা যাবে। এই আলোচনাতে আবেদনের পদ্ধতি, যোগ্যতা নিয়ে আলোচনা করতে চলেছি।
CRPF Recruitment 2023 আবেদনের নথিপত্রঃ-
১. সকল শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র।
২. জন্মের প্রমানপত্র।
৩. আবেদনের জন্য আধার কার্ড, প্যান কার্ড ও ভোটার কার্ড থেকে বাধ্যতামূলক।
৪. জাতিগত প্রমানপত্র থাকলে তার কপি।
৫. আগে কোন কাজের অভিজ্ঞতা থাকলে তার প্রমানপত্র।
CRPF Recruitment 2023 আবেদনের পদ্ধতিঃ-
১. এই আবেদন সম্পূর্ণরূপে অনলাইনের মাধ্যমে করতে হবে।
২. www.crpf.nic.in এই ওয়েবসাইটে যেতে হবে।
৩. এর পরে আপনাকে নিজের মোবাইল নম্বর দিয়ে নিজের রেজিস্ট্রেশন করে নিতে হবে।
৪. আপনার দ্বারা প্রদত্ত মোবাইল নম্বর বা ই – মেল আইডিতে নিয়োগ প্রক্রিয়ার সকল তথ্য পাঠিয়ে দেওয়া হবে।
৫. আপনাকে নিজের সকল নথিপত্র অনলাইনে স্ক্যান করে রাখতে হবে।
৬. CRPF Recruitment 2023 এই অপশন সিলেক্ট করে নিতে হবে।
৭. একটি অনলাইন ফর্ম খুলবে।
৮. এই অনলাইন ফর্মে আপনাকে নিজের সকল তথ্য দিয়ে দিতে হবে।
৯. নির্ভুলভাবে এই সকল তথ্য দিতে হবে। কোন ভুল থাকলে আপনার আবেদন বাতিল করা হতে পারে।
১০. এর পরে সাবমিট বাটনে ক্লিক করে দিলে আপনার আবেদন গ্রহণ করা হবে।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভলেন্টিয়ার পদে নিয়োগ, বেতন কত? বিস্তারিত জানুন।
CRPF Recruitment 2023 আরও কিছু তথ্যঃ-
১. সকল আবেদনকারীকে এর জন্য ১০০ টাকা আবেদন মুল্য দিতে হবে।
২. কিন্তু SC, ST বা মহিলা প্রার্থীদের কোন ধরণের টাকা দিতে হবে না।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।