DA Hike – সরকারি কর্মীদের DA বাড়ল, সব অপেক্ষার অবসান। জানুয়ারি থেকে কার্যকর?

রাজ্য জুড়ে DA Hike বা বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধিকে কেন্দ্র করে অবস্থান বিক্ষোভ থেকে শুরু করে মিছিল, মিটিং ও সর্বশেষ মামলা চলছে সুপ্রিমকোর্টে। অনেকবার সেই মামলার শুনানি হতে গিয়েও শেষপর্যন্ত হয়নি। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আবার শুনানির ডেট ধার্য হয়েছে। আবার ইতিমধ্যে সেই DA কে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী ও সরকারি কর্মচারী সংগঠনের মধ্যে একটা বাকবিতন্ডার পরিবেশ সৃষ্টি হয়েছে। যেখানে মুখ্যমন্ত্রী নানা কারণ দেখিয়ে DA বৃদ্ধি করার পাশে নেই। অন্যদিকে কর্মচারী সংগঠন ও ছেড়ে দেবার নয়, তারাও এই লড়াই চালিয়ে যাবেন।

DA Hike Latest News.

এই দিকে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কিছু অঙ্গ রাজ্য গুলোতে সেখানকার সরকার মহার্ঘ্য ভাতা বৃদ্ধি (DA Hike) করেছেন শেষ পর্যন্ত। কিন্ত কেন্দ্রের হারে মহার্ঘ্য ভাতা বৃদ্ধির (Dearness Allowance) দাবিতে সোচ্চার এখনও পশ্চিমবঙ্গ সহ অনেক রাজ্য। এদিকে কেন্দ্রীয় সরকার একের পর এক DA বাড়িয়ে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। পুজোর আগেই ৪ শতাংশ DA Hike বা বাড়িয়ে ৪৬ শতাংশ করা হয়েছে।

সেই জন্য সরকারি কর্মচারীদের (Government Employees) খুশির জোয়ার দেখা দিয়েছিল। তবে তারা এটা ৫০ শতাংশ করার জন্য আবেদন করেছিলেন। তখনো কেন্দ্রীয় সরকার মত না দিলেও একটা আভাস পাওয়া যাচ্ছে আবার কি DA Hike পাচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের? ইতিমধ্যেই ৫ রাজ্যে বিধানসভা ভোট হয়ে গেছে, সামনেই ২০২৪ সাল। আর নতুন বছরের জানুয়ারি মাসের জন্য মহার্ঘ্য ভাতা বৃদ্ধির নতুন সংখ্যা ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে।

এতদিন প্রধানমন্ত্রী মার্চের দিকে এই মহার্ঘ্য ভাতা বৃদ্ধি (DA Hike) করার কথা প্রকাশ করেন। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৪৮ লক্ষেরও বেশি কেন্দ্রীয় কর্মচারী (Central Government Employees) এবং ৬৮ লক্ষ পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়। এই বছরও আবার ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন মাসের জন্য কেন্দ্রীয় সরকারের জন্য মহার্ঘ ভাতা বাড়ানোর কথা হচ্ছে। তবে এই বছর একটু ভিন্ন ছবি দেখা যাবে বলে মনে করা হচ্ছে। এই বছর মার্চ মাস অবধি অপেক্ষা করতে হবেনা কর্মীদের।

LPG Gas Booking (রান্নার গ্যাস বুকিং)

জানুয়ারিতেই ঘোষনা হয়ে যেতে পারে বলে মনে হয়। কারণ আগামী বছরের এপ্রিল থেকে মে মাসের মধ্যে লোকসভা নির্বাচন (Loksabha Election 2024) হওয়ার কথা রয়েছে। বর্তমান সময়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা (DA Hike) পাচ্ছেন। এর আগের দুই বছর মার্চ মাসের দিকেই মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করেছিলেন। তাই এবছর লোকসভা নির্বাচন যতদূর মার্চেই হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রত্যেক শনিবার ব্যাংকে ছুটি থাকবে!! সংসদে প্রস্তাব পাস করা হল।

আর লোকসভা ভোটের পর আর মহার্ঘ্য ভাতা বাড়াতে (DA Hike) পারবেন না নরেন্দ্র মোদী। সেই অর্থে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের খুশি করতেই এই জানুয়ারিতেই বাড়ানো হবে ৪ শতাংশ মহার্ঘ্যভাতা। আর ৪ শতাংশ বৃদ্ধি পাওয়া মানেই ৫০ শতাংশ করে এবার থেকে DA পাবেন সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মুখে হাসি আরও চওড়া হলো কিন্ত রাজ্য সরকারি কর্মচারীরা এখনো ভাগ্যের ওপর আশা করেই আছে কবে তাদের অপেক্ষার অবসান ঘটবে!
Written by Shampa Debnath.

জনগনের সুবিধার্থে MyScheme Portal চালু করলো সরকার। কোন সরকারী প্রকল্পটি আপনার

Leave a Comment