DA বাড়তে চলেছে সরকারী কর্মচারীদের।

বিগত সেপ্টেম্বর মাসে ৪ শতাংশ DA বাড়ানো হয়েছিল সরকারের তরফে। কারা পেতে চলেছেন এই সুবিধা দেখে নিন। দেশের সকল কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের নিয়ম মেনে বেতন পেয়ে থাকেন। এই কমিশনের নিয়ম অনুসারে প্রতি বছরে দুই বার করে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়। DA ঠিক কত পরিমানে বাড়ানো হবে সেই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে AICPI – All India Consumar Prize Index এর সিফারিশ অনুসারে হয়ে থাকে।

কত শতাংশ বাড়ছে DA দেখুন।

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে আগামী দিনে দেশ সহ দুনিয়াতে মুল্যবৃদ্ধিতে লাগাম টানা সম্ভব হবে না বলে মনে করা হচ্ছে। AICPI দেশের মুল্যবৃদ্ধির ওপরে নজর রেখে কেন্দ্রীয় সরকারকে সিফারিশ করে বেতন বৃদ্ধির জন্য। এই আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির জন্য আগামী বছরে মহার্ঘ ভাতা বাড়তে পারে বলে মনে করছে অনেক আর্থিক বিশেষজ্ঞরা।

চলতি বছরের সেপ্টেম্বরে চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে। ২০২৩ সালে জানুয়ারি মাসে Da নিয়ে নিয়ম পরিবর্তন করা হতে পারে। মহার্ঘ ভাতা বৃদ্ধি হলে ৪২% হতে পারে। কিন্তু এই ভাতা ৫০% পৌঁছলে এটি পুনরায় শূন্যে নামিয়ে আনা হবে বলে জানা যাচ্ছে। মহার্ঘ ভাতার নিয়ম অনুসারে যখন ২০১৬ সালে যখন সপ্তম বেতন কমিশনের গঠন করা হয় তখন এই ভাতার পরিমাণ শূন্যে নামিয়ে আনা হয়েছিল।

জানুয়ারি থেকে রাজ্য সরকারী কর্মীদের DA নিয়ে বড় আপডেট, আর জল্পনা নয়, অপেক্ষার অবসান।

এই ঘোষণা সামনে আসার পরেই সকলের মনে একটা প্রশ্ন উঠছে যেই পরিমাণ মহার্ঘ ভাতা পেয়েছিলাম সেই টাকা কি পাওয়া বন্ধ হয়ে যাবে? এই নিয়ে কেন্দ্রীয় সরকারী আধিকারিকদের প্রশ্ন করা হলে তাদের উত্তর অনুসারে – ধরা যাক যাদের মহার্ঘ ভাতা ৫০% বেড়েছিল তারা তাদের মূল বেতনের সঙ্গে এই টাকা ফেরত পেয়ে যাবেন।

এক উদাহরণ অনুসারে কারোর মূল বেতন ১০,০০০ টাকা হলে তার সঙ্গে ৫০% মানে ৫,০০০ টাকা যোগ হয়ে মোট ১৫,০০০ টাকা পাবেন। এর অতিরিক্ত কর্মচারীদের HRA – House Rent Allowence এর পরিমাণ ২৭% থেকে বারিয়ে ৩০% করা হয়েছে। Dearness Allowanc এর নিয়ম অনুযায়ী ডি এ ৫০% হয়ে গেলে এই HRA কমে ২০% বা ১০% হতে পারে। বাড়ি ভাড়া কর্মচারীরা কত পাবে সেটা তার পোস্টিং এরিয়ার ওপর নির্ভর করছে।

HRA – House Rent Allowence এর মধ্যে তিন শ্রেণিতে শহর গুলিকে ভাগ করেছে X, Y, Z. এই বিষয়ে কিছু তথ্য জেনে নেওয়া প্রয়োজন।
• X শহর – ৫০ লাখের বেশি জনসংখ্যার শহর গুলিকে X ক্যাটাগরির মধ্যে ধরা হয়ে থাকে।
• Y শহর – ৫ লক্ষ থেকে ৫০ লক্ষ পর্যন্ত জনসংখ্যার শহর গুলি Y ক্যাটাগরির মধ্যে গণনা করা হয়।
• Z শহর – ৫ লক্ষের কম জনসংখ্যার শহর গুলি Z ক্যাটাগরির মধ্যে পড়বে।

রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর (DEO) পদে প্রচুর স্থায়ী কর্মী নিয়োগ, জানুন আবেদনের শেষ তারিখ।

এই সকল কিছুর ওপর ভিত্তি করে একজন কেন্দ্রীয় সরকারী কর্মচারীর মহার্ঘ ভাতার পরিমাণ নির্দিষ্ট করা হয়ে থাকে। এবার সকল কর্মচারীর নজর ২০২৩ এর দিকে, নতুন বছর পড়লে কি হতে চলেছে এটাই এখন দেখার অপেক্ষা।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট বক্সে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরনের আরও খবরের জন্য।

Leave a Comment