Court Group D Recruitment – জেলা আদালতে ক্লার্ক, গ্রুপ ডি সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি। যোগ্যতা, বেতন, শূন্যপদ ও আবেদন প্রক্রিয়া

রাজ্যে আবারও নতুন করে নিয়োগের (Court Group D Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ হলো। যে সমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য সুখবর। শুধুমাত্র অষ্টম শ্রেনী পাশ করলেই এই চাকরি পরীক্ষায় বসতে পারবেন। জেলা আদালতে ক্লার্ক, গ্রুপ ডি সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে। আপনিও যদি এই পদে আবেদন করতে আগ্রহী হন তাহলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। জেনে নিন যোগ্যতা, বয়স, মাসিক বেতন ও আবেদন প্রক্রিয়া সমন্ধে বিস্তারিত তথ্য।

Advertisement

District Court Group D Recruitment 2024 Apply Online

  • পদের নাম ও শূন্যপদ
  • বয়সসীমা
  • মাসিক বেতন
  • শিক্ষাগত যোগ্যতা
  • নিয়োগ প্রক্রিয়া
  • আবেদন পদ্ধতি
  • আবেদনের সময়সীমা

পদের নাম ও শূন্যপদ

উক্ত যে পদে আবেদনের কথা বলা হয়েছে তার নাম হলো Court Group D Recruitment বা কোর্টে গ্রুপ ডি পদে নিয়োগ। এখানে সব পদ মিলিয়ে মোট ৩৭ জনকে নিয়োগ করা হবে। বিভিন্ন পদে জন্য ভিন্ন ভিন্ন যোগ্যতায় নিয়োগ করা হবে। যেমন –

Advertisement
  • English Stenographer,
  • Lower Division Clerk,
  • Process Server,
  • Orderly/Office Peon/Farash,
  • Night Guard,
  • Sweeper (Karma Bandhu).

বয়সসীমা

উক্ত Court Group D Recruitment বা কোর্টে গ্রুপ ডি পদে নিয়োগের সকল পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে নুন্যতম ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। প্রার্থীকে অবশ্যই ০১-০১-২০২৪ তারিখ অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে। তবে সরকারি নিয়মানুসারে SC/ST/OBC কাস্টের প্রার্থীরা ৫ বছর এবং ৩ বছর বয়সের ছাড় পাবেন।

মাধ্যমিক পাশে পোস্ট অফিসে গ্রুপ C পদে প্রচুর কর্মী নিয়োগ। আবেদন পদ্ধতি সহ জেনে নিন।

মাসিক বেতন

Court Group D Recruitment বা কোর্টে গ্রুপ ডি পদে নিয়োগে বিভিন্ন পদের জন্য মাসিক বেতনও দেওয়া হবে ভিন্ন। তবে আপনি প্রতিমাসে ১৭,০০০/- টাকা থেকে ৮২,৯০০/- টাকার মধ্যে বেতন পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

  • English Stenographer, Lower Division Clerk পদের ক্ষেত্রে মাধ্যমিক পাশ হতে হবে।
  • Process Server, Orderly/Office Peon/Farash, Night Guard, Sweeper (Karma Bandhu) পদের ক্ষেত্রে অষ্টম শ্রেনী পাশ করতে হবে। নাইট গার্ড পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
DA Hike বা ডিএ বৃদ্ধি

নিয়োগ প্রক্রিয়া

Court Group D Recruitment বা কোর্টে গ্রুপ ডি পদে চাকরির জন্য আবেদনকারীদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় পাশ করলে পরে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদন পদ্ধতি

Court Group D Recruitment বা কোর্টে গ্রুপ ডি পদে নিয়োগের জন্য অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। তারজন্য সংস্থার অফিশিয়াল পোর্টালে গিয়ে ফ্রম ফিলাপ করে নথি আপলোড করে আবেদন ফি পেমেন্ট করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

পশ্চিমবঙ্গে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার তারিখ ও অ্যাডমিট কার্ড কবে দেবে?

আবেদনের সময়সীমা

Court Group D Recruitment বা কোর্টে গ্রুপ ডি পদে নিয়োগের আবেদন শুরু হয়েছে ১৭/০৪/২০২৪ তারিখ থেকে এবং আবেদন শেষ হচ্ছে ১৭/০৫/২০২৪ তারিখে।

এছাড়া পরীক্ষা সংক্রান্ত আরও তথ্য জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি জানতে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন।
আরও অন্যান্য পরীক্ষা সংক্রান্ত খবরের জন্য এই পেজ ফলো করুন।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button