Durga Puja Holiday – জরুরি ভিত্তিতে দুর্গা পূজোর ছুটি বাতিল করলেন মুখ্যমন্ত্রী। কাদের জন্য এই অর্ডার?

বর্ষা বিদায় নিলেও বৃষ্টি যেন পিছু ছাড়ছেনা। আর কিছুদিন পরেই দূর্গাপূজা (Durga Puja Holiday). শরৎকাল পড়েই গেছে অনেকদিন হলো। আকাশে পেজা তুলোর আনাগোনার বদলে বারংবার নিম্নচাপের জেরে আকাশের মুখ ভার। অবিরাম বৃষ্টি হয়েই চলেছে কয়েকদিন ধরে। দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গেও সারা দিনরাত ব্যাপী অবিরাম বৃষ্টির জেরে রাস্তাঘাট প্রায় ডুবে গেছে। নদীর জল উপচে পরে পার্শ্ববর্তী এলাকায় জলমগ্ন করে তুলেছে। অনেকের বাড়িতেই জল ঢুকে অবস্থা খুবই খারাপ। কলকাতার মতন জায়গাও জলে ডুবে আছে।

Advertisement

Durga Puja Holiday 2023

এরইমধ্যে বুধবার সকালে নাগাতার বৃষ্টিতে উত্তর সিকিমের হ্রদ ফেঁটে গিয়ে বন্যা পরিস্তিতির সৃষ্টি হয়েছে। বিপদ দেখে পরিস্তিতি সামাল দিতে বাঁধ ভেঙে জল ছাড়া হয়েছে। ফলে জলের স্রোতে তিস্তা নদীর জলস্তর ১৫ থেকে ২০ ফুট উচুতে উঠে গেছে। আশঙ্কা করা হচ্ছে তিস্তা নদীর পার্শ্ববর্তী জেলাগুলো বন্যায় ভেসে যেতে পারে। এদিকে রাজ্য জুড়ে নিম্নচাপের জেরেও অবিরাম বৃষ্টিতে সব জায়গা জলমগ্ন হতে শুরু করেছে। বিপদ দেখে বাঁধ কে রক্ষা করতে ডি ভি সি থেকে জল ছাড়া হয়েছে। আরও জল ছাড়া হবে বলে শোনা যাচ্ছে। ফলে আরও কতগুলো জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

Advertisement

এদিকে মুখ্যমন্ত্রীর পায়ে আঘাতজনিত কারণে তিনি বাড়ি থেকেই পরিস্তিতি সামলানোর চেষ্টা করছেন। বাড়ি থেকেই ওভার দা টেলিফোন স্পিকারে রেখে নবান্নে বৈঠক করছেন। নবান্নের বিভিন্ন উপদেষ্টা মন্ডলী সহ রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি ও মুখ্যমন্ত্রীর বিশেষ উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে রয়েছেন।

বৈঠকের আলোচ্য বিষয়

রাজ্য জুড়ে নিম্নচাপের বৃষ্টি সাথে উত্তরে সিকিমে হ্রদ ফেঁটে বন্যার পরিস্তিতি। এমন অবস্থায় তিনি বাড়িতে থাকায় বিভিন্ন প্রশাসনিক বিভাগের কর্মীদের ও কিছু মন্ত্রীদের সেই সব বন্যা প্লাবিত অঞ্চলগুলোতে যাওয়ার নির্দেশ দিচ্ছেন। সেখানে দরকারে শিবির ব্যাবস্থা রাখতে বলেন। কোথাও কোনো বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে জলের তলায় আছে কিনা সেটাও নজর দিয়ে দেখতে বলেন।

এছাড়া দুটো কন্ট্রোল রুম খোলার জন্য বলেন। তিনি হরিকৃষ্ণ দ্বিবেদি কে বলেন একটি কন্ট্রোল রুমের নাম্বার তাকেও যেন দেওয়া হয়। এছাড়া আরেকটি কন্ট্রোল রুমের নাম্বার যেন ঘোষনা করে দেওয়া হয় সবাই যাতে বিপদে পড়লে সেই নাম্বারে ফোন করে সমস্যার কথা বলতে পারে। প্রয়োজনে তিনিও যাতে যোগাযোগ করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে বসেই প্রশাসনিক কাজ সামলাবেন।

তিনি আরও বলেন ঘাটাল,মেদিনীপুর এইসব অঞ্চল বেশি প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আরও ডিভিসি থেকে জল ছাড়া হলে মুকুটমণিপুরের বাঁধও ভেঙে যাওয়ার আশঙ্কা আছে। তাই বন্যার আশঙ্কা আছে এমন জায়গায় বিপদ মোকাবিলা দপ্তর ও এনডিআরএফ, এসডিআরএফ এর দল সময়মতো পৌঁছে গিয়েছে। সেখানে তারা শিবিরের ব্যাবস্থা করেছ। এছাড়া খাবার ও জলের পরিষেবা রাখা হয়েছে। যাতে বিপদকালীন সময়ে মানুষদের কোনো সমস্যায় পড়তে না হয়।

Durga Puja Holiday(পূজার ছুটি বাতিল)

রাজ্যবাসীর জন্যও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ তারা যেন জল বাড়ার আগেই বাড়িতে না থেকে কাছের শিবিরে চলে যান। এছাড়া সামনেই দূর্গাপূজা হলেও এতবড়ো একটা প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করার প্রয়োজন সবার ঊর্ধ্বে। তাই আপাতত সব ছুটি বাতিল (Durga Puja Holiday). বিশেষ করে “প্রশাসনিক বিভাগের সবার ছুটি বাতিল। “

আরও পড়ুন, পুজোর আগে ঠিক কতো পার্সেন্ট ডিএ পাবেন সরকারি কর্মীরা, জেনে নিন সঠিক খবর।

কাদের Durga Puja Holiday বা ছুটি বাতিল?

যেসমস্ত কর্মীরা দুর্যোগ ব্যবস্থাপনার কাজে যুক্ত, দমকল, জরুরী বিভাগ, VRP ও আপদকালীন ও বিদ্যুৎ বিভাগের কর্মীদের পুজোর সময় রোস্টার ভিত্তিতে ডিউটি (Durga Puja Holiday) করতে হবে। এছাড়া প্রতিবছর পুলিশ ও প্রশাসনের কাজে যুক্ত কর্মী ও কর্তাদের ছুটি বাতিল (Durga Puja Holiday) থাকে। মূলত এই সমস্ত কর্মী ও কর্তাদের জন্যই সাধারণ মানুষ নির্বিঘ্নে ও নির্ভয়ে উৎসব পালন করতে পারেন। এছাড়া পুজোর সময়ে (Durga Puja Holiday) নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য ও বিদ্যুৎ কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন, রান্নার গ্যাসের দাম 300 টাকা কমলো। পুজোর মাসে 600 টাকায় রান্নার গ্যাস।

মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে বসেই নবান্নে অবস্থিত বিভিন্ন সচিব ও আধিকারিকদের সাথে বন্যা মোকাবিলা কিভাবে করা যায় সেটা তদারকি করছেন ও রাজ্যবাসীর এমন ভয়াবহ পরিস্থিতিতে পাশে থাকার অঙ্গীকার করেছেন।
Written By Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button