Puja Holiday – পুজোর ছুটি আরও 2 দিন বেড়ে গেল। কোন কোন দিন ছুটি থাকবে, নতুন ছুটির তালিকা দেখে নিন।

পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে দুর্গাপূজার ছুটি (Durga Puja Holiday 2023) চলছে। তবে প্রাইমারী ও হাইস্কুলের ছুটি আলাদা রয়েছে। যার জেরে বিভ্রান্তি এড়াতে নতুন করে ছুটির তালিকা (Durga Puja Holiday List 2023) দেখে নিন। শুধু তাই নয় একাধিক রাজ্যে ছুটি বাড়ানো হয়েছে। তাই একাধিক রাজ্যের ছুটির তালিকা আলাদা করে দেওয়া হলো।

Durga Puja Holiday List 2023 PDF Download

পুজোয় দীর্ঘকালীন ছুটির (Puja Holiday) সাথে সাথে ইতিমধ্যেই আবারও ছুটির ঘোষনা একাধিক রাজ্য সরকারের তরফে। এবছর স্কুল কলেজগুলো বেশিরভাগ সময়ই ছুটি পেয়েছে কখনো গরমের ছুটি কিংবা কখনো বর্ষার ছুটি। এরইমধ্যে আরও দুদিন অতিরিক্ত ছুটি ঘোষনা করলো উত্তরপ্রদেশ সরকার। নবরাত্রি বা দূর্গাপূজা কেটে গেলেও UPSSSC PET Exam 2023 এর কারনে 28 ও 29 অক্টোবর ছুটি থাকবে উত্তরপ্রদেশে।

ছুটি বৃদ্ধির কারন

ছুটি বৃদ্ধির কারণ বলতে, ছুটি মূলত উত্তর প্রদেশের তিনটি জেলায় আগামী ২৮ ও ২৯ অক্টোবর দেওয়া হবে। উওরপ্রদেশের বৃহত্তম UPSSC PET 2023 পরীক্ষার কারণে ওই দুই দিন ছুটি থাকবে।
আর এই পরীক্ষা উপলক্ষে রাজ্যের স্কুলগুলোকে পরীক্ষা কেন্দ্র হিসাবে ব্যাবহার করা হবে ফলে স্কুলগুলো ছুটি থাকবে উক্ত দুটো দিন এদিন ঘোষনা করলো উত্তরপ্রদেশ সরকার।

এদিকে সারা দেশ জুড়ে মাতৃ আরাধনা চলছে। আজ বাদে কাল বিজয়া দশমী দিয়ে শেষ হবে দুর্গা পুজো ও নবরাত্রি। সমস্ত অফিস, স্কুল ও কলেজ বন্ধ এসময়। প্রত্যেকে নিজেদের আপনজনের সাথে ঠাকুর দেখা, প্যান্ডেল পরিক্রমা করতে, আড্ডা ও খাওয়া দাওয়াত ব্যতিব্যস্ত

পশ্চিমবঙ্গের ছুটি

এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের হাইস্কুল ও কলেজগুলো সেই পঞ্চমী থেকে ছুটি দেওয়া হয়েছে আর খুলবে ভাইফোঁটার পর। অর্থাৎ একটানা ছুটি (Puja Holiday) থাকবে হাই স্কুল ও কলেজগুলো। তবে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে লক্ষ্মীপূজোর পরদিন স্কুল খুলে যাচ্ছে। এবং ১ সপ্তাহ ক্লাস হয়ে ফের কালীপূজো ও ভাইফোঁটার ছুটি থাকবে।

অন্যান্য রাজ্যে পুজোর ছুটি

অথচ দুর্গা পুজো বাঙ্গালীর প্রধান উৎসব হলেও এই পূজা উপলক্ষ্যে শুধু পশ্চিমবঙ্গই নয় দুর্গা পুজোয় দীর্ঘকালীন ছুটি দিয়েছে দেশের প্রায় সমস্ত রাজ্যই। পাশের রাজ্যগুলো Durga Puja Holiday তে ও উপকৃত হবেন। আসুন দেখে নেওয়া যাক কোন দিন ছুটি থাকছে।

উড়িষ্যাঃ
ভারতের উড়িষ্যা রাজ্য মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক দুর্গা পূজার জন্য ২০ থেকে ২৯ অক্টোবর ছুটি (Durga Puja Holiday 2023) ঘোষণা করেছে। উড়িষ্যার স্কুল গুলি পুনরায় খোলা হবে ৩০ অক্টোবর ২০২৩ তারিখে।

WBBSE

তেলেঙ্গানাঃ
তেলেঙ্গানার স্কুল কলেজগুলো ১৩ দিন ছুটি পাছে।

ছত্রিশগড়ঃ
পূজো উপলক্ষে ছত্রিশগড় রাজ্যে ছয় দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। স্কুলগুলি পুনরায় ২৫ অক্টোবর থেকে শুরু হবে।

আরও পড়ুন, দুর্গাপুজোর মধ্যেই নিন্মচাপ। দেখুন আজ ও কালকে কেমন থাকবে আবহাওয়া।

এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই পুজোর ৪ দিন বাচ্চাদের পড়া পড়া নিয়ে বেশি চাপ দিতে নিষেধ করেছেন অবিভাবকদের। তবে পশ্চিমবঙ্গ রাজ্যে গ্রীষ্মকালীন ছুটি যেহেতু একসময় অধিক পরিমাণে দেওয়া হয়েছে তাই শিক্ষা মহলের একাংশ দাবি করেছে যে উৎসব চলাকালীন যেন তারা আনন্দের পাশাপাশি কিছুটা সময় বই নিয়েও বসে। প্র্যাকটিস করতে বলা হয়েছে অঙ্ক, ইংরেজি। কারণ স্কুল খুললেই পরীক্ষা শুরু। আর তাই বইয়ের দিকে মনোযোগ দেওয়ার কথা বলা হয়েছে।
Written by Shampa Debnath.

আরও পড়ুন, পুজোর নতুন ছুটির তালিকা।

Leave a Comment