Mobile Recharge – যাদের 2টি SIM আছে, তাদের এবার দ্বিগুন খরচ দিতে হবে।

বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনে অনেকেই দুটো করে সিম ব্যবহার করেন (Mobile Recharge). আগে একটি ফোনে একটি সিম কার্ড ব্যবহার করা যেত। তারপরে কারোর যদি দুটো সিম কার্ড ব্যবহার করতে হতো তাহলে দুটো ফোন রাখতে হতো। কিন্তু বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন গুলোতে একের অধিক সিম কার্ড ব্যবহার করা যায় বলে একটি ফোনই ব্যবহার করলেই সমস্ত সমস্যা সমাধান হয়ে যায়। যার ফলে দুটো ফোন ক্যারি করার প্রয়োজন পড়ে না। দুটো সিম কার্ড অনেকেই রেখে থাকেন যেমন একটি অফিশিয়াল কল আসার জন্য আরেকটি ব্যক্তিগত প্রয়োজনে।

Mobile Recharge Is Increasing Almost As Much

দুটো সিম কার্ড থাকার জন্য দুটোতে আলাদা আলাদা ভাবে রিচার্জ বা Mobile Recharge করতে হয়। কিন্তু দিন দিন যে হারে রিচার্জ প্ল্যানগুলোর দাম বাড়ছে তাতে দুটো সিম চালানো মধ্যবিত্ত পরিবারের পক্ষে অসম্ভব হয়ে উঠেছে। জানা যাচ্ছে লোক সভা নির্বাচন শেষ হওয়ার পরেই বিভিন্ন টেলিকম কোম্পানিগুলো রিচার্জ প্ল্যানের দাম আরো বৃদ্ধি করতে পারে। ফোন আমাদের নিত্য সঙ্গী ফোন ছাড়া আজকের দুনিয়ায় এক সেকেন্ডও চলা সম্ভব নয়।

বিশেষ করে বিভিন্ন ব্যক্তির সাথে যোগাযোগ বজায় রাখার জন্য ফোন অত্যাবশ্যকীয় মাধ্যম। এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সব জিনিসের সাথে যদি রিচার্জ প্ল্যান বা Mobile Recharge এর দামও বৃদ্ধি পায় তাহলে সাধারণ মানুষের পকেটে চাপ পড়তে বাধ্য। টেলকম কোম্পানি কত দাম বৃদ্ধি করতে পারে সেই নিয়ে আজকের প্রতিবেদনের আলোচনার মুখ্য বিষয়। জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।

রিচার্জ প্ল্যানের দাম কত টাকা বাড়ানো হবে

এখন মানুষের মনে প্রশ্ন আসতেই পারে কত টাকা বাড়তে পারে রিচার্জ প্ল্যানের বা Mobile Recharge দাম। টেলকম মার্কেটের সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, এখন রিচার্জ প্ল্যান এর দাম যদি ১৫০ টাকা হয়ে থাকে অর্থাৎ কেউ যদি ১৫০ টাকা দিয়ে রিচার্জ করে থাকে তাহলে আর কয়দিন পরে এই রিচার্জ প্ল্যানটির দামই হবে ১৮০ টাকা বা ২০০ টাকা অর্থাৎ ৩০ টাকা থেকে 50 টাকা বৃদ্ধি পেতে পারে রিচার্জ প্ল্যান এর দাম। কিন্তু এতো গেলো শুধুমাত্র বেসিক রিচার্জ প্ল্যানের দাম, যাতে আনলিমিটেড ফোন কল, ডেইলি ডেটা কিংবা আনলিমিটেড এসএমএস -এর সুবিধা যথেষ্ট কম সময়ের জন্য পাওয়া যায়।

জানা যাচ্ছে, জিও, VI এবং এয়ারটেলের অন্যান্য আনলিমিটেড রিচার্জগুলির দাম আরো বেশি হারে দাম বৃদ্ধি পেতে পারে। এক্ষেত্রে আপনি যদি প্রত্যেক মাসে ৩০০ টাকার রিচার্জ করে থাকেন তবে দাম বৃদ্ধির পর এই রিচার্জ প্ল্যানের বা Mobile Recharge জন্য আপনাকে আরও অতিরিক্ত ৭৫ টাকা খরচ করতে হবে। আর যে সমস্ত গ্রাহকরা প্রতি মাসে ৫০০ টাকার রিচার্জ করে থাকেন দাম বৃদ্ধির পর তাদের রিচার্জের জন্য আরও অতিরিক্ত ১২৫ টাকা খরচ করতে হবে।

মাত্র ৩৯৯ টাকায় ৩টে সিমসহ আনলিমিটেড কল, ধনী, গরীব সবার জন্য বাম্পার অফার জিওর।

ডবল সিমের জন্য কত খরচ হতে পারে

একটি সিমের জন্যই যদি এতটা খরচ হয় তাহলে ডবল সিমের জন্য খরচ কত হতে পারে এভাবে অনেকের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বেসিক রিচার্জ প্ল্যান এর জন্য ১৫০ টাকার জায়গায় যদি ১৮০ কিংবা ২০০ টাকা অতিরিক্ত খরচ করতে হয় তাহলে আপনাকে দুটি সিমের জন্য 60 থেকে ১০০ টাকা অতিরিক্ত খরচ করতে হবে। এছাড়া আপনি যদি ৩০০ টাকা কিংবা ৫০০ টাকার রিচার্জ করলে তাহলে ১০০ থেকে ২০০ টাকার অতিরিক্ত খরচ করতে হবে দুটি সিমের জন্য। যেটা সাধারণ মানুষের পক্ষে অনেকটাই ব্যয় সাপেক্ষ হয়ে দাঁড়াবে।

Mobile Recharge - মোবাইল রিচার্জ

আরো জানা যাচ্ছে বন্ধ হতে চলেছে আনলিমিটেড 5G সুবিধা। রিলায়েন্স জিও এবং এয়ারটেল কোম্পানি আনলিমিটেড 5G সুবিধা বন্ধ করতে চলেছে এমনটাই শোনা যাচ্ছে। যার ফলে ফোর জি এবং 5G এই দুই ধরনের সিমের জন্য আলাদা করে রিচার্জ করতে হবে। লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরেই এই সম্পর্কে বিজ্ঞপ্তি দেবে টেলকম কোম্পানিগুলি এমনটাই শোনা যাচ্ছে। যদিও বর্তমানে এই ব্যাপারে কোন ঘোষণা করেননি টেলকম কোম্পানিগুলো।

বিনামূল্যে বিদ্যুৎ পাবেন প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনায়। PM Surya Ghar Yojana প্রকল্পে কিভাবে আবেদন করবেন?

এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে যদি প্রত্যেক মাসে ফোন রিচার্জ বা Mobile Recharge এর জন্যই এতগুলো করে টাকা ব্যয় হয় তাহলে মধ্যবিত্ত মানুষের পকেটে চাপ পড়বে এটাই বলা বাহুল্য। যদি একান্তই দুটো সিম চালাতে না পারেন মানুষজন তাহলে আগামী দিনের একটি করে সিম ব্যবহার বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। এই সমস্ত খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন।
Written by Shampa Debnath

Leave a Comment