LPG Subsidy – এই কাজ না করলে রান্নার গ্যাসের ভর্তুকি পাবেন না। বেশি দামে কিনতে হবে।
প্রধামন্ত্রীর ২০১৬ সালে উজ্জ্বলা যোজনা তথা Ujjwala Yojana সূচনা করেন। দেশের দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলাদের জন্য এই বিনামূল্যে (LPG Subsidy) গ্যাস সিলিন্ডার পাওয়া যায় এই প্রকল্পের মাধ্যমে। এরপর সরকার উজ্জ্বলা যোজনার মহিলাদের জন্য ভর্তুকির ব্যাবস্থা করে। প্রথমে ২০২২ সালে করোনা সময় থেকে প্রথম ২০০ টাকা করে ভর্তুকি দেয় সরকার এরপর ২০২৩ সালে আগস্ট মাস থেকে ৩০০ টাকা করে ভর্তুকি দেওয়া হয়।
If You Not Do This Process Your LPG Subsidy will Close
লোকসভা ভোটের আগেই গ্যাস সিলিন্ডারের দাম ১০০ টাকা কমানো হয়েছে। উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকরা গ্যাস (LPG Subsidy) বুকিং এর সময় ৯২৯ টাকা দিয়েই বুক করতে হতো। বুকিং এর পর সরকার ৩০০ টাকা ভর্তুকি দিয়ে দিতেন। সেই টাকা গ্রাহকের একাউন্টে জমা হয় প্রতিমাসে।
কিছুদিন আগেই ১০০ টাকা দাম কমানোর জন্য এবার থেকে ৮২৯ টাকা দিয়ে বুক করলে ৩০০ টাকা ভর্তুকি পাওয়ায় মাত্র ৫২৯ টাকায় এলপিজি সিলিন্ডার পেয়ে যাচ্ছেন উজ্জ্বলা যোজনার গ্রাহকরা। এছাড়াও মোদী আরও সুখবর দিয়েছেন উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য। এই ভর্তুকি (LPG Subsidy) সময় বাড়িয়ে দেওয়া হয়েছে আরোও একবছর।
২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত উজ্জ্বলা যোজনার গ্রাহকরা এই ভর্তুকি (LPG Subsidy) পেয়ে যাবেন। কিন্ত একটি কাজ না করলে এই ভর্তুকি (LPG Subsidy) বন্ধ হয়ে যেতে পারে। তাই এই কাজটি সেরে রাখুন। খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনকারী কোম্পানিগুলোর তরফে জানানো হয়েছে একটি বিজ্ঞপ্তি।
সেখানে উল্লেখ রয়েছে এলপিজি গৃহস্থ সিলিন্ডারের ক্ষেত্রে কোনো গ্রাহক যদি এই কাজটি না করেন তাহলে বন্ধ হয়ে যাবে (LPG Subsidy) ভর্তুকি। তবে এই বিজ্ঞপ্তি এর আগেও দেওয়া হয়েছে। তখনই বলা হয়েছে LPG সিলিন্ডারের কানেকশনের সাথে গ্রাহকের বায়োমেট্রিক আপডেট করানোর জন্য।
প্রথমে ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হলেও পরবর্তীতে গ্যাস সংযোগে সাথে বায়োমেট্রিক আপডেট প্রক্রিয়ায় সময়সীমা ৩১শে মার্চ, ২০২৪ পর্যন্ত বর্ধিত করে সরকার। সংশ্লিষ্ট তেল কোম্পানিগুলো তাদের গ্রাহকদের উদ্দেশ্যে নোটিশ দিয়ে জানায়, রান্নার গ্যাস ব্যবহার ও গ্যাসের ভর্তুকি পাওয়া সচল রাখতে সকলকেই বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক আপডেট করাতেই হবে।
আপনি কি ফ্রী গ্যাস সিলিন্ডার পেতে চান? কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে এখনই আবেদন করুন।
Bharatgas, Indane সহ HP গ্যাস কোম্পানিগুলো নিজেদের মতন করে অ্যাপ লঞ্চ করে গ্রাহকদের জানান দিয়েছে জীবনী তথ্য আপডেট করার জন্য। অনেকে বায়োমেট্রিক আপডেট করলেও এখনো অধিকাংশ গ্রাহক বায়োমেট্রিক আপডেট করেননি। তাই তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে দ্রুত সেই প্রক্রিয়া সম্পন্ন না করলে ভর্তুকি (LPG Subsidy) পাওয়া বন্ধ হয়ে যাবে।
বায়োমেট্রিক আপডেট করতে হলে (LPG Subsidy) নিকটবর্তী এলপিজি গ্যাস কানেকশন অফিসে গিয়ে বায়োমেট্রিক আপডেট করুন। বায়োমেট্রিক আপডেট এর ক্ষেত্রে, চোখের মনি, হাতের আঙুলের ছাপ ও মুখমন্ডল স্ক্যান করার মাধ্যমে এলপিজি কানেকশনের সাথে বায়োমেট্রিক আপডেট করা হয়।
ভোটের আগে পাবেন বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার। কারা পাবেন, কিভাবে পাবেন জেনে নিন।
গ্যাস সংস্থাগুলি জানিয়েছে, ইতিমধ্যেই পঞ্চাশ থেকে সত্তর শতাংশ গ্যাস গ্রাহকদের বায়োমেট্রিক আপডেট প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে।তবুও এখনো অনেক গ্রাহক এই বায়োমেট্রিক আপডেট থেকে বিরত আছেন। আপনিও যদি এই বায়োমেট্রিক আপডেট না করিয়ে থাকেন তাহলে দ্রুত এই কাজ সম্পন্ন করুন। যাতে ২০২৪ ৩১ মার্চ পর্যন্ত আপনি ভর্তুকি সঠিক ভাবে পেতে পারেন তারজন্য এই কাজটি করা খুবই গুরুত্বপূর্ণ।
Written by Shampa Debnath.