Free Ration – আগামী 5 বছরের জন্য সবাই পাবেন বিনামূল্যে রেশন পরিষেবা! লোকসভা ভোটের আগে বড় ঘোষণা মোদীর।

Free Ration Scheme In West Bengal.

রেশন (Free Ration) ব্যাবস্থা এমন একটি প্রকল্প যেটি দরিদ্র থেকে নিম্ন মধ্যবিত্ত পরিবারের আর্থিক সহায়তা দেয়। এবং এই রেশন নিয়ে একাধিক পরিবার দু বেলা দু মুঠো খেয়ে বেচে আছে। তাই এই রেশন ব্যাবস্থার মাধ্যমে বেচেঁ আছে অনেকগুলো পরিবার। বাংলার মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত ও দরিদ্র শ্রেণীর মানুষদের জন্য এই রেশনকার্ড বিশেষ ভূমিকা পালন করে।

Advertisement

সরকার থেকে বিভিন্ন মানুষের অর্থনৈতিক অবস্থার ওপর নির্ভর করে নানা ক্যাটাগরির রেশনকার্ড (Free Ration) বানিয়েছেন। একেকটি রেশনকার্ড উপভোক্তাদের জন্য খাদ্য সামগ্রীর পরিমাণও ভিন্ন। কিছু রেশিনকার্ড উপভোক্তারা নির্দিষ্ট খাদ্য সামগ্রীর হাফ দামে খাবার পায় আবার কিছু ক্যাটাগরির রেশিংকার্ড হোল্ডাররা বিনামূল্যে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন।

Advertisement

বিশেষ করে করোনা কালীন সময় থেকে মোদী সরকার এই বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া চালু করেন। পূজার আগেই সেই বিনা মূল্যে খাদ্য (Free Ration) দেওয়া বন্ধ হয়ে যাবার কথা থাকলেও আসন্ন পূজার জন্য সেই সময় বাড়িয়ে ডিসেম্বর অবধি করা হয়েছিল। অনেক দরিদ্র শ্রেণীর পরিবারের কাছে এটাই অনেকটাই অখুশির কারণ হয়ে দাঁড়িয়েছিল।

রেশন (Free Ration) ব্যবস্থায় অন্ত্যোদয় অন্ন যোজনা প্রকল্পের আওতায় যে সকল উপভোক্তারা রয়েছেন তারা প্রতিমাসে ৩৫ কেজি করে খাদ্য সামগ্রী বিনামূল্যে পেয়ে থাকেন। এই প্রকল্পের আওতায় রয়েছেন একেবারেই নিম্নবিত্ত মানুষেরা। এছাড়া ২০২০ সালে করোনা কালীন সময় থেকে বিনামূল্যে ৫ কেজি করে খাদ্য সামগ্রী দেওয়া শুরু করেন নরেন্দ্র মোদী।

Primary Tet (প্রাইমারী টেট)

তবে এই সুযোগ এই ডিসেম্বরে শেষ হয়ে যাবার কথা থাকলেও খুশির খবর যেটা এখনই শেষ হচ্ছে না বিনামূল্যে রেশন পরিষেবা। আরও আগামী ৫ বছর এই সুযোগ পাবেন জনসাধারণ। আরও জানা যাচ্ছে, ৮১ কোটি ৩৫ লক্ষ উপভোক্তা এবার কেন্দ্র সরকারের এই প্রকল্পে অংশগ্রহণ করতে পারবেন। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন আগামী পাঁচ বছরের জন্য এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করার ফলে কেন্দ্র সরকারের ১১.৮ লক্ষ কোটি টাকা খরচ হবে।

নরেন্দ্র মোদী ভোটের একটি সভায় প্রচারের সময় একবার যদিও এই রেশন নিয়ে সময় বৃদ্ধির কথা জানলেও তখনো সম্পূর্ণ সম্মতি দেয়নি তাই একটি ধোঁয়াশা ছিল। কিন্ত এখন একবারের বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এটাই হতে চলেছে আগামী পাঁচ বছরের জন্য।

স্কুলে স্কুলে মিড ডে মিলে শুরু হল ব্রেকফাস্ট প্রকল্প। পড়ুয়াদের সুখবর। শিক্ষকদের কি করণীয়।

এইদিকে এই খবর শুনে সাধারণ জনসাধারণের মধ্যে খুশি ছড়িয়ে পড়েছে। তাদের জীবনে এই রেশন কতটা ভূমিকা গ্রহণ করে সেটা সবারই জানা। তাই এই বিনামূল্যে রেশন আগামী ৫ বছরের জন্য অনেকটাই আর্থিক সহায়তা দান করবে সেইসব দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button