Free Ration – বিনামূল্যে রেশন বন্ধ হয়ে গেল। উৎসবের মরশুমে কপাল পুড়লো মধ্যবিত্তের।
রেশন কার্ড প্রতিটি মানুষের একটি গুরুত্বপূর্ণ নথি। বাংলার মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত ও দরিদ্র শ্রেণীর মানুষদের জন্য (Free Ration Card) এই রেশন কার্ড বিশেষ ভূমিকা পালন করে। সরকার থেকে বিভিন্ন মানুষের অর্থনৈতিক অবস্থার ওপর নির্ভর করে নানা ক্যাটাগরির রেশন কার্ড বিভিন্ন শ্রেণীর নাগরিকদের প্রদান করেছে। একেকটি রেশন কার্ড উপভোক্তাদের জন্য খাদ্য সামগ্রীর পরিমাণও ভিন্ন।
Free Ration scheme in India
কিছু রেশন কার্ড উপভোক্তারা নির্দিষ্ট খাদ্য সামগ্রীর হাফ দামে খাবার পায় আবার কিছু ক্যাটাগরির রেশন কার্ড হোল্ডাররা বিনামূল্যে (Free Ration) খাদ্য সামগ্রী পেয়ে থাকেন। বিশেষ করে অতিমারী কালীন সময় থেকে মোদী সরকার এই বিনামূল্যে খাদ্য সামগ্রী (Free Ration) দেওয়া চালু করেন। পূজার আগেই সেই বিনা মূল্যে খাদ্য দেওয়া বন্ধ হয়ে যাবার কথা থাকলেও আসন্ন পূজার জন্য সেই সময় বাড়িয়ে ডিসেম্বর অবধি করা হয়েছে।
কিন্তু মোদী সরকার বা খাদ্য দপ্তরের অধিকারিকেরা কিছু সংস্থা মারফত জানতে পেরেছেন এই রেশন কার্ড নিয়েও জালিয়াতি হচ্ছে। বর্তমানে এখনও বহু মানুষের দুটো করে রেশন কার্ড নিয়ে রেখেছেন, বা মৃত্যুর পর ও রেশন কার্ড হস্তান্তর (Hand Over) করেননি, তার পরিবারের লোকেরা। এছাড়া যারা আর্থিক দিক দিয়েও স্বচ্ছল তাদেরও বিনামূল্যে রেশন কার্ড (Free Ration Card) রয়েছে। অথচ দেশে দরিদ্র মানুষের সংখ্যাটাই অধিক। তাদের দুবেলা দুমুঠো খাবার সংস্থান করতেই জীবনে অন্ধকার নেমে আসে। তাদের জন্যই মূলত এই বিনামূল্যে রেশন পরিষেবা দেওয়া হয়।
পুজোর ছুটিতে কাটছাঁট। পুজোর মরশুমে কোন স্কুল কতদিন ছুটি থাকবে, জেনে নিন।
আর সেই সুযোগ কাজে লাগিয়ে অর্থনৈতিক দিক দিয়ে স্বচ্ছল পরিবারও একই সুবিধা গ্রহণ করছেন। এই জন্যই আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিংক করানোর কথা সরকার থেকে বাধ্যতামূলক করা হয়েছিল। নির্দিষ্ট সময় শেষ হয়ে গেছে সেই লিংক করানোর তবুও সেই সময় আরেকটু বর্ধিত করা হলো। আগামী ৩১ অক্টোবর অবধি আপনি লিংক করতে পারবেন।
কাদের রেশন বন্ধ হতে পারে?
সরকারের তরফে এই লিংকের প্রয়োজনীয়তা হলো জালিয়াতি বন্ধ করার জন্য একটি পদ্ধতি। এই লিংকের মাধ্যমেই সরকার বুঝতে পারবেন কোন কোন ব্যক্তি দুটি রেশন কার্ড দিয়েছে। তাই তাদের এই পদ্ধতিতে রেশন কার্ড বাতিল করবেন। এছাড়া আসল দরিদ্র শ্রেণীর মানুষদের কাছে বিনামূল্যে রেশন পৌঁছে (Free Ration) দেওয়ার জন্য এই ব্যাবস্থা। মোদী সরকারের এই সিদ্ধান্ত অনেক রেশন গ্রাহকদের চাপের মধ্যে ফেলে দেবে মনে করা হচ্ছে। তাই আপনি যদি এখনও রেশন কার্ডের সাথে আধার কার্ড লিংক (Ration Card Aadhaar Card Link) না করিয়ে থাকেন তাহলে তারাতারি করে নিন সময়ের মধ্যে।
কিভাবে করবেন লিংকঃ
প্রথমত, আপনাকে food.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
দ্বিতীয়, আপনাকে রেশন কার্ড নম্বর, আধার নম্বর এবং নিবন্ধিত রেজিস্টারড মোবাইল নম্বরের মতো সমস্ত প্রয়োজনীয় তথ্য এখানে প্রবেশ করতে হবে। এখন Continue এ ক্লিক করুন।
এর পরে আপনার রেজিস্টার্ড ফোন নম্বরে ওটিপি আসবে, এটি প্রবেশ করার পরে আপনাকে লিঙ্কটিতে ক্লিক করতে হবে। এইভাবে, আপনার রেশন কার্ড আধারের সাথে লিঙ্ক করা হবে।
মনে রাখবেন নির্দিষ্ট সময় পেরোনোর পর ও যারা রেশন ও আধার লিংক করবেন না, তাদের Free Ration বন্ধ হয়ে যাবে।
এই সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন।
নিয়মিত খবর পেতে বাংলার চোখ ফলো করুন।
Written by Shampa Debnath.
জনধন একাউন্ট থাকলে কেন্দ্র সরকার দিচ্ছে 10,000 টাকা। কিভাবে পাবেন জেনে নিন।