কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেছেন। তারমধ্যে কৃষকদের জন্য করা PM Kisan বা কিষাণ মানধন যোজনা খুবই উল্লেখযোগ্য। দেশের কৃষকদের অবস্থা খুব একটা উন্নত নয়, তারা নিরলস পরিশ্রম করে দেশের মানুষের জন্য ফসল ফলালেও তাদের অর্থনৈতিক অবস্থা তেমন একটা উন্নত নয়। তাই প্রধানমন্ত্রী কৃষকদের এই অবস্থার একটু উন্নতি সাধনের জন্য কিষান মানধন যোজনা শুরু করেন। এই প্রকল্পে অন্তর্গত কৃষকরা প্রতিমাসে ৩০০০ টাকা করে পাবেন।
Get 3000 rs Per Month on PM Kisan Mandhan Yojana
এই প্রকল্প করার একমাত্র উদ্দেশ্য হলো (PM Kisan) কৃষকদের অর্থনৈতিক মান উন্নয়ন ঘটানো। যাতে তাদের আর্থিক দুরবস্থা একটু হলেও দুর হয়। বিশেষ করে কৃষকদের বয়স হলে তারা যখন কাজ করার ক্ষমতা থাকবেনা তখন যেন ঘরে বসেই ৩০০০ টাকা করে প্রতিমাসে পেয়ে যায় যেই অর্থে তাদের অসুস্থতা, খাওয়া ও আনুষঙ্গিক ব্যাপারে খরচ করতে পারে।
কিছুটা পেনশন দেওয়ার মতন ব্যাপার। এই (PM Kisan) প্রকল্পে আবেদন করলে কৃষকের ৬০ বছর পর থেকে টাকা পাবেন। ৬০ বছর পর যদি কৃষক মারা যান তাহলে সেই টাকা তার স্ত্রী পাওয়ার যোগ্য। আবেদনের বয়স ৬০ বছর পর থেকে আর্থিক অনুদান পেতে থাকলেও কৃষককে আবেদন করতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
কারা এই (PM Kisan) প্রকল্পে আবেদন করতে পারবে? আমাদের দেশের যেসব কৃষকদের শুধুমাত্র ২ হেক্টর বা তার কম পরিমাণ জমি রয়েছে তারা আবেদন করতে পারবে। এর বেশি জমি থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
সরকারি চাকরির সঙ্গে যুক্ত কৃষক বা যারা আয় করেন তারা এই প্রকল্পে আবেদন করতে পারবে না।
আজ থেকেই কৃষকদের একাউন্টে টাকা ঢুকছে! কারা পাবেন? কীভাবে ব্যালেন্স চেক করবেন? জেনে নিন।
প্রয়োজনীয় নথিপত্র
এই (PM Kisan) প্রকল্পে আবেদন করতে হলে যেসব নথি প্রয়োজন সেগুলো হলো
- আধার কার্ড
- আয়ের শংসাপত্র
- বয়সের প্রমাণ পত্র
- ব্যাংকের পাস বই
- খামার সংক্রান্ত যাবতীয় তথ্য
- আবেদনকারীর বৈধ ফোন নম্বর
- আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি
আবেদন পদ্ধতি
এই (PM Kisan) প্রকল্পে আবেদন করতে হলে সর্বপ্রথম কৃষককে এই প্রকল্পে কিছু টাকা বিনিয়োগ করতে হবে। তবে সেই টাকা মার যাবেনা। বরং তার চেয়ে বেশি টাকা আপনি রিটার্ন পাবেন। আবেদনের সময় থেকে ৬০ বছর পর্যন্ত আপনাকে প্রতি মাসে ৫৫ টাকা করে রাখতে হবে । এরপর ৬০ বছর পর থেকে প্রতিমাসে আপনি ৩০০০ টাকা করে পাবেন।
রাজ্য সরকারের নয়া উদ্যোগে APL কার্ডকে BPL কার্ডে পরিবর্তন করা হচ্ছে। এই সুবর্ণ
- প্রধানমন্ত্রী শ্রম যোজনার জন্য আবেদন করতে আগ্রহী নাগরিকরা নিকটস্থ জনসেবা কেন্দ্রে যেতে পারেন সমস্ত প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে।
- CSC অফিসারের কাছে সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিন।
- আপনি CSC অফিসারের কাছে নথি জমা দেওয়ার পরে, তিনি আপনার ফর্মটি পূরণ করবেন, আবেদনপত্রের প্রিন্ট আউট করে আপনাকে দেবেন। এই আবেদনপত্রের প্রিন্টটি পরবর্তীতে ব্যবহারের জন্য এটিকে সুরক্ষিত রাখুন।
Written by Shampa Debnath