Jio Recharge Plan – রিচার্জের দাম বৃদ্ধির পর, লিমিটেড ও আনলিমিটেড নতুন রিচার্জ প্ল্যান এর তালিকা।

জিওর গ্রাহকদের মাথায় হাত কত হল রিচার্জ প্ল্যান বা Recharge Plan. প্রত্যেকটি ব্যক্তির কাছেই ফোন হলো নিত্য সঙ্গী। এন্ড্রয়েড ফোনে নেট ছাড়া এক মুহূর্ত চলে না কোন ব্যক্তির। প্রয়োজনে কিংবা অবসর সময়ের সবচেয়ে আনন্দদায়ক বস্তু এই একমাত্র ফোন। তবে সম্প্রতি জিও টেলকম কোম্পানি রিচার্জ প্ল্যানের দাম অনেকটাই বাড়িয়ে দিয়েছেন।

Get JIO New Unlimited 5G Recharge Plan

আর তার ফলে মধ্যবিত্ত মানুষের পকেটে অনেকটাই চাপ পড়তে চলেছে এই মাস থেকে। কিছুদিন আগেই বিজ্ঞপ্তি তে জানানো হয়েছে ৩ জুলাই থেকে জিওর টেলকমের প্রত্যেকটি রিচার্জ প্ল্যানে বা Recharge Plan দাম অনেকটাই বৃদ্ধি পাবে। আর তারপর থেকেই জল্পনা শুরু হয়েছে সাধারণ মানুষের মধ্যে। দাম বৃদ্ধি পাওয়ার ফলে আগে যে টাকায় সুবিধাগুলো পাওয়া।

যেত সেগুলো পেতে হলে অনেকটাই বেশি টাকা খরচ করতে হচ্ছে। আগের জিও কোম্পানিতে সমস্ত প্ল্যানেই আনলিমিটেড 5G ডেটা পাওয়া যেত কিন্তু এখন তা স্বপ্ন। এখন থেকে শুধুমাত্র জিও- র সেই সমস্ত রিচার্জ প্ল্যানেই বা Recharge Plan আনলিমিটেড 5G ডেটা পাওয়া যাবে যেখানে দৈনিক ২ জিবি ডেটা বা তার থেকে বেশি পরিমাণ ডেটা পাওয়ার সুবিধা থাকছে।

তাহলে জেনে নেওয়া যাক জিওর কোন কোন রিচার্জ প্ল্যানে বা Recharge Plan আনলিমিটেড 5G যে ডেটা পাওয়া যাচ্ছে
আগে, ২৯৯ টাকায় প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যেত। প্ল্যানের বৈধতা ছিল ২৮ দিন। এই প্ল্যানের দাম বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৩৪৯ টাকা। তাই আগের থেকে ৫০ টাকা অতিরিক্ত খরচ করতে লাগবে এই প্ল্যানের ক্ষেত্রে।

৩৪৯ টাকায় প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাওয়া যেত। প্ল্যানের মেয়াদ ছিল ২৮ দিন। এই প্ল্যানের বর্তমান দাম হয়েছে ৩৯৯ টাকা। এই প্ল্যানের ক্ষেত্রেও অতিরিক্ত খরচ বেড়েছে ৫০ টাকা।
৩৯৯ টাকায় দৈনিক ৩ জিবি ডেটা পাওয়া যেত। প্ল্যানের মেয়াদ ছিল ২৮ দিনের জন্য। এই রিচার্জ প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ৪৪৯ টাকা। এই রিচার্জ প্ল্যানের বা Recharge Plan ক্ষেত্রেও অতিরিক্ত দিতে হবে অতিরিক্ত ৫০ টাকা।

৫৩৩ টাকায় প্রতিদিন ২ জিবি করে ডেটা পেতেন গ্রাহকরা। এই প্ল্যানের মেয়াদ ছিল ৫৬ দিন। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ৬২৯ টাকা। এই রিচার্জ প্ল্যানের বা Recharge Plan জন্য অতিরিক্ত ৯৬ টাকা খরচ বেড়েছে।
৭১৯ টাকার রিচার্জ প্ল্যানে ২ জিবি ডেটা পেতেন প্রতিদিন, মোট ৮৪ দিনের জন্য। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ৮৫৯ টাকা। এক্ষেত্রে খরচ বেড়েছে ১৪০ টাকা।

৯৯৯ টাকায় প্রতিদিন ৩ জিবি করে ডেটা পাওয়া যেত ৮৪ দিনের জন্য। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ১১৯৯ টাকা। এই রিচার্জ প্ল্যানে বা Recharge Plan ২০০ টাকা খরচ বেড়েছে গ্রাহকদের।
২৯৯৯ টাকায় এতদিন গ্রাহকরা প্রতিদিন ২.৫ জিবি করে ডেটা পেতেন ৩৬৫ দিনের জন্য। এই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে ৩৫৯৯ টাকা। এই রিচার্জ প্ল্যানের খরচ একলাফে বেড়েছে ৬০০ টাকা।

আরও পড়ুন, জিও নাকি এয়ারটেল বর্তমানে কোন রিচার্জ প্ল্যানের দাম বেশি, 2 GB ডেটার জন্য কত টাকা দিতে হবে?

এই টাকা দিয়ে রিচার্জ করলেই একমাত্র গ্রাহকরা দৈনিক আনলিমিটেড 5G ডেটা পাবেন এছাড়া এর কমে কোন রিচার্জ করলে এই সুবিধা পাওয়া যাবে না। বর্তমানে এই প্ল্যানের বা Recharge Plan তালিকা দেখার পরেই সাধারণ মানুষের চক্ষু চড়কগাছ অবস্থা যেন। তবু ফোন অত্যন্ত কার্যকরী একটি বস্তু তাই যতই দাম বাড়ুক না কেন নেট না ভরালে কোনো উপায় নেই। তবে মধ্যবিত্তদের এই নেট খরচ বাবদ অনেকটাই আর্থিক চাপ বাড়তে চলেছে।
Written by Shampa Debnath.

Leave a Comment