Rupashree Prakalpa – সরকারের এই প্রকল্পে এককালীন 25 হাজার টাকা করে পাবে। কারা আবেদন যোগ্য?

রাজ্য সরকার কর্তৃক বিভিন্ন প্রকল্প রয়েছে যেগুলো করা হয়েছে জনসাধারণের আর্থিক সহায়তার জন্য। এর মধ্যে অন্যতম হল Rupashree Prakalpa বা রূপশ্রী প্রকল্প। এছাড়াও আরও অনেক প্রকল্প আছে সেগুলো হলো লক্ষ্মীর ভান্ডার, যুবশ্রী, কন্যাশ্রী, বার্ধক্য ও বিধবা ভাতা এছাড়া আরও অনেক। একেককি প্রকল্পের ভাতা দেওয়া হয় একেক কারণের জন্য। তেমনই মেয়েদের বিয়ের অনুষ্ঠানের জন্য কোনো মেয়ের বাবার যদি আর্থিক অক্ষমতা থাকে তাহলে সেই মেয়ের বিয়ের জন্য সরকার থেকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য একটি প্রকল্প ব্যাবস্থা করা হয়েছে। সেই প্রকল্পের নাম রূপশ্রী।

Advertisement

Get One Time 25000 RS on Rupashree Prakalpa

১৮ বছরের পর যে কোনো মেয়ের বিয়েতে এবং ২১ বছরের ছেলের বিয়েতে পরিবারের আর্থিক অসংগতি থাকলেই তিনি উপযুক্ত প্রমাণ দেখিয়ে আবেদন করতে পারবেন এই Rupashree Prakalpa বা রূপশ্রী প্রকল্পে। মুখ্যমন্ত্রী ১ এপ্রিল, ২০১৮ থেকে এই প্রকল্প উদ্বোধন করেন। তবে যে কেউ এই প্রকল্পে আবেদন করলেই টাকা পাবেন না তার জন্য রয়েছে কিছু শর্ত।

Advertisement

শর্তগুলো হলো
১) একমাত্র প্রথম বিয়ের জন্যই এই Rupashree Prakalpa বা রূপশ্রী প্রকল্পে আবেদন করা যাবে। কেউ যদি দ্বিতীয় বিয়ের জন্য আবেদন করেন সেটা গ্রহণযোগ্য হবেনা।
২) এই প্রকল্পে এককালীন ২৫ হাজার টাকা পাওয়া যাবে। যেটা দিয়ে বিয়ের কিছুটা খরচ করতে পারবে পরিবারের লোক তাদের সন্তানের বিয়েতে।

৩) এই Rupashree Prakalpa বা রূপশ্রী প্রকল্পে আবেদন করতে হলে ছেলে বা মেয়ের পারিবারিক আয় বছরে দেড় লক্ষ টাকার কম হতে হবে। অর্থাৎ এই প্রকল্প করাই হয়েছে দরিদ্র থেকে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিয়েতে আর্থিক অনুদানের জন্য।
৪) এই প্রকল্পে আবেদনের জন্য মেয়ের বয়স অবশ্যই ১৮ বছর হতে হবে। ছেলের বয়স ২১ হতে হবে।

মহিলাদের জন্য বিশেষ সুযোগ! প্রতিদিন 87 টাকা করে জমিয়ে এককালীন পেয়ে যান 11 লক্ষ টাকা।

৫) আবেদনকারীকে জন্মসূত্রে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে অথবা গত ৫ বছর বাংলায় বসবাস করতে হবে, অথবা তার বাবা মাকে এ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
৬) এই Rupashree Prakalpa বা রূপশ্রী প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীর নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে যেখানে টাকা দেওয়া হবে।
৭) বিয়ের ডেট এর এক থেকে দুই মাস আগে এই আবেদন করা যাবে। আপনার একাউন্টে টাকা বিয়ের চার থেকে পাঁচ দিন আগে ঢুকে যাবে।

Blue Aadhaar Card বা নীল আধার কার্ড

প্রয়োজনীয় নথি
আবেদন করতে যে সকলকেই কিছু প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।

  • পারিবারিক আয়ের প্রমাণপত্র
  • আবেদনকারীর বয়সের প্রমাণপত্র (জন্মের শংসাপত্র বা ভোটার কার্ড বা প্যান কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আধার কার্ড বা সমতুল নথি),
  • আবেদনকারীর বৈবাহিক অবস্থার প্রমাণ হিসেবে বিয়ের কার্ডের কপি
  • আবেদনকারীর রঙিন পাশপোর্ট সাইজ ফটো, পাত্রের রঙিন পাশপোর্ট সাইজ ফটো
  • ব্যাংক পাশ বইয়ের কপি

1.40 লক্ষ টাকা পাবে দেশবাসী। ভোটের আগে বড় ঘোষণা মোদী সরকারের। আচ্ছে দিন এসে গেল।

আপনিও যদি এমনই একটি Rupashree Prakalpa বা রূপশ্রী প্রকল্পের জন্য অপেক্ষা করে থাকেন তাহলে উপরিউক্ত পদ্ধতিতে আবেদন করুন। এটি অনলাইন আবেদন যোগ্য নয়। উপরিউক্ত শর্তগুলো আপনার পক্ষে সঠিক হয় তাহলে সমস্ত নথি নিয়ে আপনার নিকটবর্তী বিডিও/এসডিও অথবা পৌরসভায় কমিশনার কাছে গিয়ে আবেদন পত্র জমা দিন। এমন আরও সরকারি প্রকল্পের খোঁজ পেতে এই পেজ নিয়মিত ফলো করুন।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button