Ration – রেশন নিয়ে বড় খবর। এবার থেকে চাল, গমের পাশাপাশি রেশনে পাবেন নতুন নতুন জিনিস।
Ration – কি কি পাবেন জানতে হলে পড়ুন বিস্তারিত।
আর বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় রকমারি জিনিস কেনার জন্য সেই সমস্ত দোকান খুঁজে বেড়াতে হবে না। এবার থেকে রেশন (Ration) দোকানেই জীবন যাপনের জন্য সমস্ত ধরনের জিনিস হাতের মুঠোয় (All Important Item Can Buy From Ration Shop) পাওয়া যাবে। খাবারদাবার থেকে শুরু করে বাচ্চাদের কাপড়জামা, বেবি প্রোডাক্ট, ইলেকট্রনিক্স আইটেম, ইলেকট্রিক্যাল গুডস, বিউটি প্রোডাক্ট, সবকিছুই পেয়ে যাবেন রেশন দোকানে। শুনে একটু অবাক লাগছে? না, অবাক হওয়ার কিছু নেই। এরকমটাই ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার।
ভারতবর্ষের অধিকাংশ মানুষ এখনো পর্যন্ত আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন। তার বহু কারণ রয়েছে। অধিকাংশ দেশবাসীকে আর্থিকভাবে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের সরকারের তরফে এখনো পর্যন্ত কোনো সদর্থক পদক্ষেপ করতে দেখা যায় না। ভোট আসে ভোট যায়। শুধুমাত্র কিছু প্রতিশ্রুতি দিয়ে থাকে সরকার। আবার আসছে একটি লোকসভা নির্বাচন (General Election) আবার কিছু প্রতিশ্রুতি, আর কেন্দ্রের ক্ষমতায় আসীন হওয়ার পরেই আর কার্যকর করতে দেখা যায় না।
বাড়িতে বসেই অনলাইনে রোজগার করার সেরা 4টি উপায়, মাসে প্রায় 30000 টাকা পর্যন্ত ইনকাম গ্যারান্টি।
দেশজুড়ে বর্তমানে কাজের অভাব প্রচুর, লাগাম ছাড়া জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, অথচ কেন্দ্রীয় সরকারের তরফে কোনো পদক্ষেপ নেই। আর এই পরিস্থিতির কারণে দেশের অধিকাংশ মানুষ রেশন (Ration) ব্যবস্থার উপরে নির্ভর করেন। যাদের রেশন কার্ড রয়েছে, তারা রেশন দোকান থেকে নিয়মিত চাল, গম, ডাল, চিনির মতো খাদ্যশস্য সংগ্রহ করে থাকেন। তবে এবার জানা যাচ্ছে, কেন্দ্র ও রাজ্য সরকার যেভাবে রেশন দোকানের মাধ্যমে সাধারণ মানুষকে খাদ্যশস্য সরবরাহ করেন, সেই জায়গায় দাঁড়িয়ে উত্তরপ্রদেশ সরকার শুধুমাত্র খাদ্যশস্য নয়, রেশন দোকানকে একটা ডিপার্টমেন্টাল স্টোরে (Departmental Store) পরিণত করতে চলেছে।
যাতে রাজ্যের যে কোনো মানুষ যা কিছু দরকার হবে, সবকিছু রেশন (Ration) দোকান থেকে পেয়ে যাবেন। আসলে উত্তরপ্রদেশের রেশন দোকানগুলির আয় বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত যা জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বরেলিতে ৫২ টি এইরকম দোকান চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটি এখন পাইলট প্রজেক্ট (Pilot Project) হিসেবে শুরু করা হচ্ছে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে অন্নপূর্ণা প্রকল্প (Annapurna Prakalpa) যদি বরেলিতে চালু হওয়া পাইলট প্রজেক্টের এই দোকানগুলি সফলভাবে চলতে থাকে, তাহলে আগামী দিনে সারা উত্তরপ্রদেশ জুড়ে এই ধরনের রেশন দোকান খোলা হবে।
একবার দেখে নেওয়া যাক, উত্তরপ্রদেশের রেশন দোকানগুলি থেকে কি কি পণ্য সংগ্রহ করতে পারবেন সেই রাজ্যের বাসিন্দারা:
১. খাদ্যশস্য– চাল, ডাল, গম, চিনি, মশলা, গুঁড়ো দুধ, আটা, রুটি সহ আরো অনেক কিছু।
২. দৈনন্দিন ব্যবহার্য জিনিস– ছাতা, টর্চ, প্লাস্টিকের জলের মগ, বালতি, নাইলনের দড়ি, পাটের দড়ি, জগ, চালনি সহ অন্যান্য সামগ্রী।
৩. ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল আইটেম।
৪. অন্যান্য খাদ্যদ্রব্য– ঘি, গুড়, প্যাকেজড মিষ্টি, ড্রাই ফ্রুটস, শিশুদের জামাকাপড় ইত্যাদি।
৫. বিউটি প্রোডাক্টস– সাবান, শ্যাম্পু, ফেসওয়াশ, বডি লোশন, মেকআপ কিটস সহ অন্যান্য বিউটি আইটেম।
রেশন দোকানে জমা দিতে হবে রেশন কার্ড। আগে নিয়ম কানুন জেনে নিন।
ফলে উত্তরপ্রদেশের রাজ্যের রেশন দোকানগুলির মাধ্যমে সরকারি পাইলট প্রজেক্ট শুরু করে রেশন দোকানের আয় বাড়ানোর পদক্ষেপ নিয়েছে সরকার। পাইলট প্রজেক্ট সফল হলে সারা উত্তর প্রদেশ জুড়েই এই ধরনের রেশন দোকান চালু করা হবে বলেই জানানো হয়েছে।