Gold Price – সোনার দামে বিরাট পতন! দেরি না করে আজই কিনে ফেলুন পছন্দের গয়না, নহলে পরে পস্তাবেন।

Gold Price – কতটা কমলো দাম, জানুন বিস্তারিত।

বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে নিজের শখের জিনিস কিনা বিলাসিতার সমান হয়ে দাঁড়িয়েছে। বলা হয়ে থাকে, সোনার গয়না (Gold Price) মেয়েদের খুব প্রিয়। শুধু সাজার জন্য নয়, প্রয়োজনের সময় সোনার জিনিস কাজেও লাগে। শুধুমাত্র মেয়েদের নয় এই ধাতু সকলেরই প্রিয়। কিন্তু বর্তমানে এর দাম ক্রমাগত বেড়েই চলেছে। আর বাড়তে বাড়তে তা আকাশ ছোঁয়া হয়ে দাঁড়িয়েছে। উচ্চবিত্ত পরিবারের কাছেও সোনার জিনিস কেনা অসুবিধার হয়ে গেছে। সেখানে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মানুষরা তো এই নিয়ে ভাবতেও পারেন না।

Advertisement

কিন্তু বাঙালি বিয়েতে একটু হলেও সোনার জিনিস দেওয়ার রীতি রয়েছে। তবে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের কাছে এই রীতি মানা প্রায় অসম্ভব। তাই খেটে খাওয়া মানুষদের সম্বল সিটি গোল্ড আর ইমিটেশনের গয়না। তবে এমন মানুষদের জন্য রয়েছে সুখবর। বেশ কয়েক বছর পর অবশেষে সোনার দাম (Gold Price) বেশ কিছুটা কমেছে। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সাধ্যের মধ্যেই এখন সোনার দাম‌। সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। তাই যত দ্রুত সম্ভব সোনার গয়না বানাতে পারেন। অন্যান্য দেশের তুলনায় ভারতীয় বাজারে সোনার গয়নার চাহিদা বেশি। যে কোনো রকম আচার অনুষ্ঠানে মেয়েরা নিজেদের সোনার গয়নায় সাজাতেই বেশি পছন্দ করেন।

Advertisement

এই পাঁচটি ব্যাংকে টাকা রাখলে এক বছরের ফিক্সড ডিপোজিটে পাবেন 8.20% সুদ।

এখন তো এই ব্যাপারে ছেলেরাও পিছিয়ে নেই। সামনেই বিয়ের মরসুম আসতে চলেছে। তাই আর দেরি না করে যত দ্রুত সম্ভব সোনার গয়না (Gold Price) বানিয়ে নিন। কারণ বর্তমানে এই দাম সাধ্যের মধ্যে থাকলেও, হঠাৎ কখন বেড়ে যায় তার ঠিক নেই। অনেকে কিন্তু এর মধ্যে সোনার ও রুপোর গয়না কেনা আরম্ভ করেও দিয়েছেন। আগের থেকে সোনার দাম অনেকটাই কম আছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ রেট বর্তমান সোনার দামের তালিকা প্রকাশ করেছে।

সেই অনুযায়ী আগের তুলনায় সোনার দাম ১ হাজার ৩০০ টাকা কমেছে। এছাড়া রূপোর গয়নার দামও বেশ কিছুটা কমেছে। আগের তুলনায় রুপোর দাম ৫ হাজার ৬০০ টাকা কমেছে।‌ তবে মধ্যবিত্ত মানুষের মুখের হাসি আরও কিছুটা চওড়া হতে চলেছে। কারণ আগামীকাল এই দাম আরও কিছুটা কমতে পারে বলে জানা যাচ্ছে।

রেট চার্ট অনুযায়ী সোনার দাম এক দিনে ১০০ টাকা কমেছে। ফলে ১১ ই আগস্ট ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য ছিল ৬০ হাজার ৬৪০ টাকা। তবে এই দাম সব শহরের জন্য কিন্তু প্রযোজ্য নয়। যেমন চেন্নাইতে সোনার দাম (Gold Price) আরও কিছুটা কম। সেখানে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৫৪ হাজার ৭০০ টাকা। আর এক কেজি রুপোর দাম ৭৩ হাজার ৫০০ টাকা। আসলে শ্রাবণ মাস গোটা দেশে এবার মলমাস ধরা হয়েছে। সেই কারণে কোনও শুভ কাজ হচ্ছে না। আর কেউ সোনাদানাও কেনাকাটা করছেন না। ফলে চাহিদা বেশি না থাকায় সোনা ও রুপোর দাম বেশ খানিকটা কমে গেছে। এটাই মোক্ষম সময় সোনা ও রুপোর জিনিস কেনার।

আগস্ট মাসে সমস্ত স্কুল কলেজ একটানা ছুটি ঘোষণা, দেখুন ছুটির তালিকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button