Gold Price – ধনতেরাসের আগে নিন্মমুখী সোনার দাম! এই বছরের মধ্যে সবচেয়ে কম রেট।

Today Gold Price in Kolkata.

এই সপ্তাহেই সারা ভারত জুড়ে পালিত হবে ধনতেরাস উৎসব। আর কথিত আছে ধনতেরাস উপলক্ষ্যে যদি বাড়িতে সোনা (Gold Price) কিনে আনা হয় তবে মা লক্ষীর আগমন ঘটে। পরিবারে অর্থ ঐশ্বর্য্য এ ভরপুর থাকে। তাই এইদিন বেশিরভাগ মানুষ যার যেমন সাধ্য তেমন সোনা কিনে থাকেন। কিন্ত বর্তমানে সোনার জিনিসে হাত দেওয়া মানে আকাশ ছোঁয়া দাম। আর সোনা এমন জিনিস যার মূল্য ওঠানামা করে। তাই বাজার দর দেখে কম থাকা কালীন ঝটপট কিনে রাখতে হয় সোনা।

Advertisement

আর এই ধনতেরাস উপলক্ষ্যে সোনার দাম (Gold Price) বৃদ্ধি পেল না কমলো সেটা দেখেই কিনতে যাওয়া ভালো। ভারতে ৫ নভেম্বর ২০২৩ পর্যন্ত ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম রয়েছে ৬১,৬৪০ টাকা। এদিকে একই পরিমাণ ২২ ক্যারাট সোনা বর্তমানে ৫৬,৫০০ টাকায় বিক্রি হচ্ছে। শুক্রবার দুপুর ৩.১৪ পর্যন্ত স্পট গোল্ড ০.৪% বেড়ে $১, ৯৯৮.২৮ প্রতি আউন্স হয়েছে।

Advertisement

রেশন ডিলারদের ধর্মঘটে, পশ্চিমবঙ্গে বন্ধ হতে চলেছে ফ্রী রেশন পরিষেবা, এই মাসেই শেষ বার পাবেন।

এবার দেখা যাক বিভিন্ন শহরে সোনার দাম (Gold Price) কতঃ
দিল্লিতে ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ৬১,৭৯০ টাকা। অন্য দিকে, রাজধানীতে ২২ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ৫৬,৬৫০ টাকা। বেঙ্গালুরুতে ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ৬১,৬৪০ টাকা এবং ২২ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ৫৬,৫০০ টাকা। বেঙ্গালুরুতে সোনার হার হায়দারাবাদ, কেরল এবং কলকাতার সোনার দামের সমান।

কলকাতায় প্রতি ২২ ক্যারেট সোনার দাম (Gold Price) কতঃ
১ গ্রাম সোনা– ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ৫,৬৫০ টাকা। গতকাল ১ গ্রাম সোনার দাম ছিল ৫,৬৪০ টাকা। অর্থাৎ একদিনে ১০ টাকা দাম বেড়েছে। ৮ গ্রাম সোনা– আজ ২২ ক্যারেটের ৮ গ্রাম সোনার দাম রয়েছে ৪৫ হাজার ২০০ টাকা। গতকালের তুলনায় ৮০ টাকা বেড়েছে ৮ গ্রাম সোনার দাম। ১০ গ্রাম সোনা– ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৬ হাজার ৫০০ টাকা।

গতকাল এই দাম ছিল ৫৬ হাজার ৪০০ টাকা। অর্থাৎ একদিনে দাম বেড়েছে ১০০ টাকা। ১০০ গ্রাম সোনা– ২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৬৫ হাজার টাকা। গতকাল দাম ছিল ৫ লক্ষ ৬৪ হাজার টাকা। একদিনে দাম বেড়েছে ১ হাজার টাকা।

২৪ ক্যারেট সোনার দামঃ
১ গ্রাম– ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬,১৬৪ টাকায়। গতকাল দাম ছিল ৬১৫৩ টাকা। একদিনে দাম বেড়েছে ১১ টাকা। ৮ গ্রাম– ২৪ ক্যারেটের গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪৯,৩১২ টাকা। গতকালের তুলনায় আজ দাম বেড়েছে ৮৮ টাকা। ১০ গ্রাম– ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৬১ হাজার ৬৪০ টাকা। গতকাল এর দাম ছিল ৬১ হাজার ৫৩০ টাকা। অর্থাৎ একদিনে দাম বেড়েছে ১১০ টাকা। ১০০ গ্রাম– ২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম ৬ লক্ষ ১৬ হাজার ৪০০ টাকা। গতকালের তুলনায় আজ ১০০০ টাকা দাম বেড়েছে

বিভিন্ন কারণে সোনার দাম বৃদ্ধি পায়। এবারও ধনতেরাস উপলক্ষ্যে সোনার মূল্য বেশি থাকছে। মধ্যবিত্তদের পকেটে চাপ পড়বে বোঝাই যাচ্ছে। তবুও নিয়ম রক্ষার্থে অনেকেই এই দিন সোনা কিনবেন তাই মূল্য বৃদ্ধি পাওয়ায় কিছুটা মনখারাপ সোনা ক্রেতাদের।
Written by Shampa Debnath.

কমপক্ষে 2 বছরের পুরনো আধার কার্ড থাকলেই, বিরাট সুবিধা দিচ্ছে মোদী সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button