Gold storage Limit – সরকারি নির্দেশ অনুযায়ী বাড়িতে কতটুকু সোনা রাখার নিয়ম আছে জানেন কি? জেনে নিন নইলে আপনিও বিপদে পড়তে পারেন।
Gold storage Limit – পুরো খবর জানতে পড়ুন বিস্তারিত।
মহিলাদের পছন্দ অলংকার। আর অলংকার মানেই নারী। তবে নারী ছাড়াও পুরুষরাও সোনার গয়না (Gold storage Limit) পড়তে অনেকেই পছন্দ করেন। তাই বেশিরভাগ মানুষের বাড়িতেই কিছুনা কিছু সোনার গয়না থাকেই। অনেকে এই সোনার অলংকার কে ভবিষ্যতের রক্ষা কবচ মনে করে।
কিছুদিন আগেই ২০০০ টাকার নোট ব্যান্ড করা হয়েছিল। তাই সেই সময় যাদের কাছে ২০০০ টাকা ছিল অনেক তারা ভেবেছিলেন সোনার গয়না (Gold storage Limit) কিনে রাখবে সেই টাকা দিয়ে। তাতে ঘরেই টাকা টা একরকম ভাবে থাকলো এবং তখন সোনার দোকানে অনেক ভিড় জমেছিল। শোনা যায় সোনার গহনায় দাম ও বৃদ্ধি পেয়েছিল।
কিন্তু আপনি কি জানেন সরকারি নির্দেশ অনুযায়ী ট্যাক্সের যাচাই বাছাই মেনে কত গ্রাম সোনা আপনার বাড়িতে রাখতে পারেন? এছাড়া সরকার এই সোনার গয়নার (Gold storage Limit) উপর কেমন আয় কর ধার্য করে। আপনার বাড়িতে আপনি নিজের অর্থে কেনা সোনার গয়না রাখতেই পারেন। কিংবা কোন আত্মীয় থেকে উপহার পাওয়া সোনাও থাকতেই পারে।
কিন্তু আপনার কেনা গয়নার সাথে আপনার আয়ের উৎস মিল থাকতে হবে। অর্থাৎ আপনি যে পরিমাণ আয় করেন তার চেয়ে বেশি অর্থের সোনা যদি আপনার ঘরে রাখেন সেটা বেহিসেবী। সরকার থেকে কখনো যদি আপনার কেনা গয়নার আয়ের উৎস জানতে চায় সেটার যথাযথ উত্তর দেওয়া আপনার অবগত থাকতে হবে।
সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স এর কিছু মতামত রয়েছে। তারা বলেন আপনার বাড়িতে একটা পরিমাণ অবধি সোনার গয়না আপনি রাখতে পারেন নিশ্চিন্তে। সেখানে সরকারকে সেই সোনা কেনার আয়ের কোনো প্রমাণ দেখাতে হয়না। কিন্তু সেই পরিমাণ টুকু কতটা সেটা জানা দরকার। তাহলে জেনে নিন সেই সম্পর্কে।
একজন বিবাহিত মহিলা ৫০০ গ্রাম সোনা (Gold storage Limit) নিজের কাছে রাখতে পারেন।একজন অবিবাহিত মহিলা ২৫০ গ্রাম সোনা নিজের কাছে রাখতে পারেন। একজন পুরুষ ১০০ গ্রাম সোনা নিজের কাছে রাখতে পারেন। এই পরিমাণ সোনা যদি নিজের কাছে থাকে তাহলে সরকার থেকে সেই সোনা বাজেয়াপ্ত করতে পারবেনা। কিন্ত এই পরিমাণ থেকে বেশি হলে সেক্ষেত্রে সরকার বিভিন্ন স্টেপ নিতে পারে। তাই সোনা রাখতে এই পরিমাণ গুলো দেখে নেবেন। নাহলে বিপদে পড়তে পারেন।
আপনি যদি কোনো অনুষ্ঠানে বা এমনই উপহার স্বরূপ কোনো আত্মীয় বা বন্ধুর কাছ থেকে সোনা পেয়ে থাকেন তবে সেটি করযোগ্য বলে বিবেচিত হবে না। তবে এই উপহার স্বরূপ সোনা যখন আপনি বিক্রয় করার সিদ্ধান্ত নেবেন তখন এর উপর মূলধন লাভ কর প্রযোজ্য হবে। আপনি যদি তিন বছরের কম সময় ধরে সোনা রাখেন তবে এসটিসিজি ট্যাক্স প্রযোজ্য হবে।
তবে আপনি যদি তিন বছরের বেশি সময় ধরে রাখার পরে এটি বিক্রি করতে চান তবে এলটিসিজি ট্যাক্স প্রযোজ্য হবে। আর আপনি সোনা বিক্রির পর যে লাভ টুকু পাবেন সেটাতেও কর যুক্ত থাকবে। তাই সোনা রাখবেন নিশ্চই আপনার নিকট তবে সেক্ষেত্রে সরকারের নির্দেশ মেনে সেই পরিমাণ টুকু রাখুন। নইলে আপনিও বিপদে সম্মুখীন হতেই পারেন
Written by Shampa Debnath
জরুরী ভিত্তিতে 50000 গ্রামীন ডাক সেবক ও পোস্ট মাস্টার নিয়োগ। অনলাইনে আবেদন করুন।