Employee Benefits – সরকারি কর্মীদের 18 মাসের বকেয়া DA মিটিয়ে দিলো সরকার! এককালীন টাকা পেতে চলেছে সমস্ত কর্মীরা।

নির্বাচন প্রায় এসে গেল আর কয়েকটা দিনের অপেক্ষা। আর নির্বাচনের আগেই Employee Benefits রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধানের চেষ্টায় রয়েছেন। কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা অনেকবারই বাড়িয়েছেন কিছুদিন আগেও চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়িয়ে এখন কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মহার্ঘ পাতার পরিমাণ। ৫০ শতাংশ হয়ে দাঁড়িয়েছে।

Advertisement

Govt Employee Benefits 18 Months DA Release

তবে সে করোনা মহামারী সময় থেকে কেন্দ্রীয় সরকারের (Employee Benefits) পেনশন ভোগীদের ১৮ মাসের বকেয়া DA পাওয়ার জন্য আন্দোলন অব্যাহত রেখেছিলেন। সেই অপেক্ষায় অবসর হতে চলেছে কারণ লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকার সেই ১৮ মাসের বকেয়া DA দিয়ে দেওয়ার কথা চিন্তা-ভাবনা করছেন। জন্য বিভিন্ন প্রকল্পের টাকা দিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

Advertisement

এই ১৮ মাসের বকে দিয়ে পাওয়ার ফলে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের পকেটের ওজন বেশ ভালোমতোই বাড়তে চলেছে বোঝা যাচ্ছে। এই ১৮ মাসের বকেয়া DA, (Employee Benefits) পাওয়ার ফলে কেন্দ্র সরকার কর্মচারীদের ব্যাংক একাউন্টে প্রায় 2 লাখ 18 হাজার টাকা পর্যন্ত জমা হতে পারে।

অন্যদিকে জল্পনা শোনা যাচ্ছে লোকসভা ভোটের আগে অষ্টম বেতন কমিশন কার্যকর হতে চলেছে। ১৯৪৭ সাল থেকে এখনো অব্দি সপ্তম বেতন কমিশন চলছে। প্রতি ১০ বছর অন্তর এই বেতন কমিশন পরিবর্তন হয়। তাই লোকসভা ভোটের আগে এই অষ্টম বেতন কমিশন (Employee Benefits) কার্যকর করার কথা ভাবা হচ্ছে বলে জানা যাচ্ছে।

DA ছাড়াও আরও 6 টি ভাতা বৃদ্ধি পেলো। বাংলার নতুন বছরে সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষনা।

যদি অষ্টম বেতন কমিশন কার্যকর হয় তাহলে কেন্দ্র সরকারের কর্মচারী ও পেনশনভীদের ব্যাংক ব্যালেন্স অনেকটাই বাড়তে চলেছে কারণ এতে কর্মীদের ট্রিটমেন্ট ফ্যাক্টরি প্রায় ৩.৬৮ গুণ বৃদ্ধি পাবে এছাড়া কর্মীদের মূল বেতন প্রায় ৪৪.৪৪ শতাংশ বাড়তে পারে। তবে এখনো অব্দি সরকার থেকে কোন আনুষ্ঠানিক ঘোষণা করেনি।

Dearness Allowance বা মহার্ঘ ভাতা

যদিও কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার তা শতাংশ মহার্ঘভাতা (Employee Benefits) বাড়ানোর ফলে ৫০ শতাংশ হয়ে দাঁড়িয়েছে এখন মহার্ঘ ভাতের পরিমাণ। এই মহার্ঘ ভাতা কার্যকর হয়েছে পয়লা জানুয়ারি ২০২৪ থেকে। ৫০ পার্সেন্ট মহার্ঘভাতা হয়ে যাওয়ার পরে অন্যান্য ভাতা ও বৃদ্ধি পায় আর তার জন্যই কেন্দ্রীয় সহকারে কর্মচারীর অপেক্ষা করছে কবে অন্যান্য ভাতা গুলো মহার্ঘ পাতার মতোই বৃদ্ধি পাবে।

সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি একধাক্কায়! কবে থেকে এই টাকা একাউন্টে ঢুকবে?

অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীরা এখনো কেন্দ্রীয় হারে DA পাওয়ার জন্য আন্দোলন অব্যাহত রেখেছেন। লোকসভা ভোটের পরে আদৌ কি রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি পাবে সে নিয়ে এখনো সন্দেহ রয়েছে। লোকসভা ভোটের পরেই হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে শুনানির ডেট সেই ডেটে কি হতে চলেছে সেটাই এখন দেখার।

এক দিকে কেন্দ্র সরকারি কর্মচারীদের ব্যাংক ব্যালেন্সে ফুলে ফেঁপে উঠছে অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের পকেট এখন গড়ের মাঠ । কবে তাদের আন্দোলন মর্যাদা পাবে সেটাই সময়ের অপেক্ষা।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button