কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য DA পরিমান বাড়িয়েছিল ৪ শতাংশ এর সাথে ভাতাও তথা Pay Commission বেড়েছে লোকসভা ভোটের আগেই। এই ৪ শতাংশ DA বৃদ্ধি হওয়ার ফলে মোট প্রাপ্ত DA হয়ে দাঁড়ায় ৫০ শতাংশ। এই ৫০ শতাংশ DA কার্যকর করা হয়েছিল ১ লা জানুয়ারি ২০২৪ থেকে। এমনকি মার্চ মাসে বেতনের সঙ্গে বর্ধিত হারে DA পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। কেন্দ্রীয় সরকারি কর্মীদের শুধু DA নয় এরসাথে অন্যান্য ভাতা বৃদ্ধি করেছিল সরকার।
7th Pay Commission Gratuity Cut for Govt Employees
কিন্ত কেন্দ্রীয় সরকার হঠাৎ একটি ঘোষনা করলেন যেটা শুনে রীতিমত হতাশ কেন্দ্রীয় সরকারি কর্মীরা। কিন্ত হঠাৎ এই খুশিতে ছন্দপতন। সম্প্রতি ডিপার্টমেন্ট অফ পেনশন অ্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ পার্সনাল, পাবলিক গ্রিভ্যান্সেস অ্যান্ড পেনশনস, গভর্মেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে (Pay Commission).
কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA যেমন ৪ শতাংশ বৃদ্ধি (Pay Commission) পেয়েছে ঠিক তেমনি রিটায়ারমেন্ট গ্র্যাচুইটি এবং ডেথ গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বলা যায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের পকেট ও ব্যাংক ব্যালেন্স বেশ ফুলে ফেঁপে উঠতে শুরু করেছিল। এমনকি DA সহ আরও ৬ ধরনের ভাতা বৃদ্ধি করা হয়েছিল। যা নিয়ে রীতিমত খুশি ছিল কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
এছাড়া ২ এপ্রিল আরোও কিছু ভাতা বৃদ্ধির বা Pay Commission ঘোষনা করা হলো। যেমন – চিলড্রেন্স এডুকেশন অ্যালাওয়েন্স, চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাওয়েন্স (বিশেষভাবে সক্ষম মহিলাদের জন্য), রিস্ক অ্যালাওয়েন্স, নাইট ডিউটি অ্যালাওয়েন্স, ওভারটাইম অ্যালাওয়েন্স, সংসদীয় অ্যাসিস্টেন্টদের জন্য বিশেষ ভাতা। কিন্তু এরই মধ্যে ৭ই মে মোদি সরকার আবার একটি বিজ্ঞপ্তি জানিয়ে ঘোষণা করলেন যে আপাতত গ্রাজুয়েটের সীমা বৃদ্ধির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা স্থগিত রাখা হচ্ছে।
সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি। ১২ জুন বড় সিদ্ধান্ত, কী জানালেন মুখ্যমন্ত্রী?
কিন্তু কি কারনেস্থগিত রাখা হচ্ছে এই বিষয়ে কোনো কারণ নির্দেশ করা হয়নি বিজ্ঞপ্তিতে। তবে সেই নিয়েই এবার খারাপ খবর। ৭ মে একটি বিজ্ঞপ্তি জারি করে ইপিএফও জনিয়ে দেয়, আপাতত গ্র্যাচুইটির সীমা বৃদ্ধির যে সিদ্ধান্ত তা স্থগিত রাখা হচ্ছে। যদিও নির্দেশিকায় এর কোনও কারণ উল্লেখ করা হয়নি। সম্প্রতি গ্র্যাচুয়েটের সীমা বাড়িয়ে ২৫ লাখ করা হয়েছিল যেটি এতদিন পর্যন্ত ২০ লাখ টাকা ছিল। তবে নরেন্দ্র মোদি আবার বিজ্ঞপ্তি প্রকাশ করে পুনরায় গ্র্যাচুয়েটের সর্বোচ্চ সীমা ২০ লাখ টাকায় নামিয়ে নিয়ে আসা হলো (Pay Commission).
লোকসভা নির্বাচন এখনো চলছে কিন্তু হঠাৎ করে এর মধ্যে সরকারের এমন আচমকা সিদ্ধান্তে কিছুটা হতচকিত কেন্দ্রীয় সরকারি কর্মীরা। কি কারনে এমন সিদ্ধান্ত সেই নিয়েই আলোচনা চলছে সরকারি মহলে। এদিকে কিন্তু সরকার আরেকটি ঘোষণা করেন সেন্ট্রাল সিভিল সার্ভিস রুলস ২০২১ এর ৮ নং বিধিতে সংশোধন করা হয়েছে এবং নতুন নিয়ম অনুযায়ী বলা হয়েছে।
8324 জনের নিয়োগ অবৈধ। সুপ্রীম কোর্টে জানালো কমিশন। সবার চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশের আর্জি।
কোন সরকারি কর্মচারী কর্তব্যরত অবস্থায় যদি কোন গর্হিত অপরাধ করেন তাহলে অবসরের পর তার গ্রাচুইটি বা পেনশন আটকে দেওয়া হতে পারে। এই বিষয়ে সতর্কতা দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। বোঝাই যাচ্ছে খুবই নিয়ম-কানুনে অনেক কড়াকড়ি করা হচ্ছে। সেইসাথে গ্র্যাচুইটি টাকা কমানোর জন্য এবার থেকে বেতনের সাথে ভাতার পরিমাণ অনেকটাই কমে যাবে যেটাতে কিছুটা অখুশি কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
Written by Shampa debnath.