DA UPDATE – পূজোর আগে DA বৃদ্ধি নিয়ে বড় আপডেট।
পুজোর আগেই সরকারি কর্মচারীরা (DA Update) তৈরি হয়ে যান। এবার আপনাদের জন্য রয়েছে অনেক বড় খবর। মুখের হাসিটা কিছুটা চওড়াই হবে এবার সরকারি কর্মচারীদের। আসলে তাঁদের মহার্ঘভাতা অবশেষে বাড়তে চলেছে। বেশ কয়েক মাস ধরে তাঁরা এই সুখবরটি পাওয়ার জন্যই অপেক্ষা করছিলেন। আর এবার সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। সবকিছু ঠিকঠাক চললে সেপ্টেম্বরেই মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা হয়ে যাবে। মহার্ঘ ভাতা আর পেনশন ভাতা উভয়ই বাড়বে বলে জানা যাচ্ছে।
জানা যাচ্ছে, সরকারি কর্মচারী ও সরকারি (DA Update) পেনশন ভোগীদের যথাক্রমে মহার্ঘ ভাতা আর পেনশন ভাতা ৩ শতাংশ হারে বৃদ্ধি পাবে। অবশ্য এই নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি। তবে বিশেষজ্ঞদের মতে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ -তেই মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করবে কেন্দ্র সরকার। এ আই সি পি আই অনুযায়ী সরকারি কর্মচারী ও পেনশন ভোগীদের ভাতা বৃদ্ধি করা হয়। গত ৬ মাসের মূল্য বৃদ্ধির তথ্যের উপর ভিত্তি করেই এই সূচক তৈরি হয়। এবার ক্রমাগত মূল্য বৃদ্ধির কারণে পুজোর আগেই কেন্দ্র সরকার তাদের কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করবে।
টাকা তোলার ক্ষেত্রে নতুন নিয়ম চালু হলো পোস্ট অফিসে, না জানলে খালি হাতে বাড়ি ফিরবেন।
বেশ কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ -তেই সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে। এ আই সি পি আই -এর জুন মাসের তথ্য অনুসারে প্রায় ৩ শতাংশ হারে বৃদ্ধি পাবে মহার্ঘ ভাতা। কিন্তু অনেকেই দাবি করছেন ৩ শতাংশের বেশি মহার্ঘ ভাতা বাড়তে পারে। যদিও এখনও পর্যন্ত কোনও সঠিক তথ্য জানা যায়নি। আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA Update) ছিল ৪২ শতাংশ। এবার ৩ শতাংশ হারে বেড়ে তার দাঁড়াবে ৪৫ শতাংশে। মহার্ঘ ভাতা আর পেনশন ভাতা বৃদ্ধির এই সুবিধা সরাসরি পাবেন ১ কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী।
প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্র সরকার ১ লা জানুয়ারি ৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল। আগে কেন্দ্র সরকারি কর্মচারীরা ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেত। যা জানুয়ারি মাস থেকে বেড়ে দাঁড়ায় ৪২ শতাংশে। ভোটের আগে কেন্দ্র সরকার তাদের কর্মচারীদের মহার্ঘ ভাতা আর পেনশন ভাতা বৃদ্ধি করলেও, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তাদের কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটায় নি। কবে মেটাবে বা আদতে মেটাবে কিনা সেই সম্পর্কেও কোন তথ্য তারা প্রকাশ করছেন না। উল্টে কেন্দ্র সরকারকে দোষারোপ করছেন।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতে ভোটের আগে মহার্ঘ ভাতা (DA Update) বৃদ্ধি কেবলমাত্র সাধারণ মানুষকে ‘আইওয়াশ’ করার চেষ্টা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, কেন্দ্র সরকারের চাকরির পলিসি আর রাজ্য সরকারের চাকরির পলিসি সম্পূর্ণ আলাদা। কেন্দ্র সরকার রাজ্য সরকারকে স্কলারশিপের টাকা পর্যন্ত দিচ্ছে না। বরং সেই টাকা দিয়েই মহার্ঘ ভাতা বৃদ্ধি করছে আর উপর তলার মানুষদের তোষামোদ করছেন বলে দাবি করেছেন মমতা ব্যানার্জি। এই প্রসঙ্গে আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না।
পশ্চিমবঙ্গের DA মামলার মাঝেই শিক্ষকদের বেতন বৃদ্ধির সুখবর। অবশেষে বাড়তে চলেছে বেতন।