Holidays – নভেম্বর মাসে কত দিন বন্ধ থাকছে স্কুল, কলেজ সহ সকল সরকারি অফিস, জেনে নিন সঠিক খবর।

Holidays – দেখে নিন নভেম্বর মাসের ছুটির তালিকা।

সবেমাত্র দুর্গাপূজার ছুটি শেষ (Holidays) করে আগামীকাল সোমবার সমস্ত স্কুল, কলেজ, সরকারি ও বেসরকারি অফিস খুলছে। এতদিন ছুটির পর স্বভাবতই একটা কর্মবিরতির পরিস্তিতি এসে গিয়েছে সবার অভ্যাসে। এই ছুটি কাটিয়ে আবার ব্যস্ততম জীবন, সেই সকাল ১০ টা থেকে ৫ টার অফিস টাইম। তবে এই রোজকার রোজনামচায় ফিরতে সবারই যেন মুখ ভার। কিন্তু শুধুই অক্টোবর মাস নয়, আগামী নভেম্বর মাসেও রয়েছে একগুচ্ছ ছুটির পাহাড়। তাই কোনো চিন্তা নেই।

আবারও কর্মবিরতি পড়বে অনেকদিনের। তবে সব ছুটি (Holidays) সব রাজ্যে একই দিনে পড়েনা। রাজ্যভেদে ছুটির দিনেও আলাদা হয়। নভেম্বরে রয়েছে দীপাবলি, ভাইফোঁটা ও ছট পূজার মতন উৎসব। আর উৎসব মানেই আড্ডা, খাওয়া আর ঘুরে বেড়ানো। আর তার সাথে স্কুল, কলেজ, সরকারি ও বেসরকারি অফিস বন্ধ। আসুন জেনে নেওয়া যাক কোন রাজ্যে কোন দিন ছুটি থাকছে।

দিওয়ালীর আগে সোনার দামে বিশাল পতন! মাত্র 10 দিন থাকবে এই অফার। জানুন নতুন রেট কত?

১২ নভেম্বর ( রোববার) কালীপূজা
কালীপূজা অর্থাৎ দীপাবলি মানে আলোর উৎসব। আলোর রোশনাই এ সারা শহর থেকে গ্রাম আলোয় আলোকিত হয়। মায়ের আরাধনার জন্য সেইদিন স্কুল, কলেজ, অফিস বন্ধ থাকে। তবে এবছর রোববার পড়ায় ছুটি টি নষ্ট হয়েছে।

১৩ নভেম্বর (সোমবার ) –
এই দিন পালিত হবে গোবর্ধন পুজো। সেই উপলক্ষে সরকারি ছুটি থাকে (Holidays) উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্য প্রদেশ, গুজরাট, বিহার এবং দিল্লিতে। তবে পশ্চিমবঙ্গে এই পূজো উপলক্ষ্যে ছুটি থাকেনা।

১৫ নভেম্বর ( বুধবার) –
এই ডি গোটা দেশজুড়েই পালিত হবে ভাইদুজ বা ভাইফোঁটার উৎসব। ভাইয়ের মঙ্গল কামনায় বোনেরা যম দুয়ারে কাটা দেবে। তাই এইদিন ছুটি থাকে। ২০ নভেম্বর( সোমবার) ছট পূজা উপলক্ষ্যে একাধিক রাজ্যে ছটের ছুটির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন নিয়ম চালু রয়েছে।এই বছর ছটের উৎসব শুরু হচ্ছে আগামী ১৭ নভেম্বর। চলবে সোমবার, ২০ নভেম্বর পর্যন্ত।

চারদিনের এই উৎসবে বিহার, ঝাড়খণ্ডে ২০ নভেম্বর সরকারি ছুটি থাকবে। ওইদিন এই দুই রাজ্যে সমস্ত সরকারি দফতর, স্কুল, কলেজ, আদালত বন্ধ থাকবে। রাঁচি এবং পটনার সমস্ত ব্যাঙ্কও বন্ধ থাকবে ২০ নভেম্বর, সোমবার। ২০২৩ সালে যদিও ছট উপলক্ষে ২০ নভেম্বর, সোমবার ছুটি থাকছে পশ্চিমবঙ্গে।

২৪ নভেম্বর এই দিন গুরু তেগ বাহাদুরের শাহাদত দিবস ২৭ নভেম্বর এই দিন গুরু নানক জয়ন্তী।
ফলে নভেম্বরেই রয়েছে একগুচ্ছ ছুটি। আর ছুটি মানেই দেদার আনন্দ আর হৈ হুল্লোড়। তাহলে আর মনখারাপের কথাই নেই। এই মাঝের নভেম্বরের প্রথম সপ্তাহ টুকু কাজ করলেই আবার লম্বা ছুটি।
Written by Shampa Debnath.

বাড়ি বসে অনলাইনে সরকারি প্রজেক্টে কাজ করে প্রতিদিন 1500 টাকা রোজগারের সুযোগ দিচ্ছে ভারত সরকার।

Leave a Comment