Holidays – টানা 4 দিন ছুটি! স্কুল, কলেজ, অফিস সব বন্ধ। সরকারি কর্মচারীরা বেশ ভালোই কাটাতে পারবে এই বছরটিকে।
২০২৪ সাল পড়েছে তাও দুটি মাস হতে চললো। ২০২৩ সালে সরকারি কর্মচারীরা বেশ অনেকগুলো ছুটি তথা Holidays পেয়েছিল। তবে এবছরও তার ব্যাতিক্রম নেই। সারাবছর ধরে বেশ অনেকগুলোই ছুটি তথা Holidays রয়েছে। সবেমাত্র সরস্বতী পুজো কাটিয়ে উঠলাম আমরা। সেইজন্য সরকারি অফিস, স্কুল, কলেজ দুইদিন ছুটি ছিলো। অন্যদিকে বসন্তকাল পড়েই গেছে। আর তারমানে একাধিক উৎসব হাতছানি দিয়ে ডাকছে। তারমধ্যে রয়েছে সবার প্রিয় রঙের দোল উৎসব। এছাড়া শিবরাত্রি, চড়ক পূজা তো রয়েছেই।
WB Govt Holidays List in 2024
এখন স্কুলে স্কুলে চলছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেইজন্য অনেক সরকারি স্কুলে ছুটি তথা Holidays চলছে। তাই স্কুল শিক্ষকরা ছুটিতে আছেন। অন্যান্য বছর দোল ও হোলি দুইদিন পড়ে আর তাই দুইদিন ছুটি থাকবে। তবে এবছর ২৫ শে মার্চ দোল উৎসব আর হোলি একইদিনে পড়েছে। দোলযাত্রা পড়েছে সোমবার। সরকারি কর্মচারীদের শনি ও রবিবার সাপ্তাহিক ছুটি তথা Holidays থাকে।
তাই সোমবার ও মঙ্গলবার দুইদিন যদি দোল ও হোলি র জন্য ছুটি দেওয়া হয় তবে পরপর চারদিন ছুটি তথা Holidays পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। একটা দুর্দান্ত ভ্যাকেশন কাটাতেই পারেন। দোল উৎসব মানেই প্রথমেই মনে পড়ে শান্তিনিকেতনের কথা। অনেকেই এই চারদিনের ছুটিতে শান্তিনিকেতন ঘুরে আসতেই পারেন। সেখানকার মনোরম পরিবেশ, সোনাঝুড়ির হাট ও দোল উৎসব উপভোগ করার একটা মোক্ষম সুযোগ।
অন্যদিকে ২৯ শে মার্চ গুড ফ্রাইডে পড়েছে শুক্রবার। ফলে শুক্রবার ও তার পরের শনি ও রবিবার পরপর তিনদিন ছুটি তথা Holidays পাচ্ছেন। এছাড়া ২০২৪ সালের এই ৬৫ দিনের মধ্যে ২৫ দিন রয়েছে পুজোর ছুটি। গরমের ছুটি থাকবে ১০ দিন স্কুল ও কলেজের জন্য। যেহেতু জানুয়ারি মাস চলে গেছে তাই ফেব্রুয়ারি থেকেই ছুটির তালিকা রইলো আপনাদের জন্য। একনজরে দেখে নিং ছুটির তালিকা
- 26th ফেব্রুয়ারি (সোমবার) – সবেবরাত। আগের দুইদিন সাপ্তাহিক ছুটি থাকায় তিনদিনের ছুটি থাকবে।
- 8th মার্চ (শুক্রবার) – শিবরাত্রি
- 25th মার্চ (সোমবার) – দোলযাত্রা। এখানেও আগের দুইদিন সাপ্তাহিক ছুটি রয়েছে তাই তিনদিনের ছুটি থাকবে। এছাড়া মঙ্গলবার হোলির জন্য ছুটি থাকতে পারে তারফলে চারদিনের লম্বা ছুটি পেয়ে যাবেন।
- 29th মার্চ (শুক্রবার) – গুড ফ্রাইডে। এক্ষেত্রেও আগের দুইদিনের সাপ্তাহিক ছুটি থাকায় তিনদিনের ছুটি পাবেন।
- 11th এপ্রিল (বৃহস্পতিবার ) – ঈদ-উল-ফিতর
- 14th এপ্রিল (রবিবার পয়লা) – ১লা বৈশাখ। একইসাথে 14 এপ্রিল (রবিবার) আম্বেদকর জয়ন্তী
- 21th এপ্রিল ( রবিবার)- মহাবীর জয়ন্তী
- 1st মে (বুধবার ) – শ্রমদিবস
- 8th মে (বুধবার ) – রবীন্দ্রজয়ন্তী
- 23rd মে (বৃহস্পতিবার) – বুদ্ধ পূর্ণিমা
- 17th জুন (সোমবার) – বকরি ঈদ / ঈদ-উল-জোহা। এক্ষেত্রেও আগের দুইদিন সাপ্তাহিক ছুটি থাকায় তিনদিনের ছুটি রয়েছে।
100 দিনের কাজের বকেয়া টাকা মেটানোর বিজ্ঞপ্তি দিলো রাজ্য সরকার। সেই সাথে করা হবে তালিকা প্রদর্শন।
- 7th জুলাই (রবিবার ) – রথযাত্রা
- 17th জুলাই ( বুধবার) – মহরম
- 15th অগাস্ট (বৃহস্পতিবার ) – স্বাধীনতা দিবস
- 19th অগাস্ট (সোমবার) – রাখি বন্ধন। এক্ষেত্রেও আগের দুইদিন সাপ্তাহিক ছুটি থাকায় তিনদিনের ছুটি রয়েছে।
- 26th অগাস্ট (সোমবার) – জন্মাষ্টমী। এক্ষেত্রেও আগের দুইদিন সাপ্তাহিক ছুটি থাকায় তিনদিনের ছুটি রয়েছে।
- 16th সেপ্টেম্বর (সোমবার ) – ফতেহা দেহাজ দাহাম। এক্ষেত্রেও আগের দুইদিন সাপ্তাহিক ছুটি থাকায় তিনদিনের ছুটি রয়েছে।
- 2nd অক্টোবর ( বুধবার ) – মহালয়া
- 2nd অক্টোবর ( বুধবার ) – গান্ধী জয়ন্তী
- 10th অক্টোবর ( বৃহস্পতিবার ) – মহাসপ্তমী
- 11th অক্টোবর ( শুক্রবার) – মহাঅষ্টমী ও মহানবমী
- 13th অক্টোবর (রবিবার) – বিজয়া দশমী
- 16th অক্টোবর ( বুধবার ) – লক্ষ্মীপুজো
- 31st অক্টোবর (বৃহস্পতিবার) – কালীপুজো
- 3rd নভেম্বর (রবিবার) – ভাতৃদ্বিতীয়া
- 7th নভেম্বর (বৃহস্পতিবার) – ছট পুজো
- 15th নভেম্বর (শুক্রবার) – গুরুনানক জয়ন্তী
- 25th ডিসেম্বর (বুধবার ) – বড়দিন
দোলপূর্ণিমা ও হোলি উপলক্ষ্যে টানা 4 দিন ছুটি ঘোষণা। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ।
আগামী বছর বেশ কিছু উৎসব রবিবার পড়ায় সেই দিনের পরিবর্তে অপর দিনে ছুটি তথা Holidays এর বন্দোবস্ত করেছে রাজ্য সরকার। ফলে খানিক খুশি সরকারি কর্মী মহল। এছাড়া বেশ কিছু ছুটি তথা Holidays এর দিন বিবেচনার পর্যায়ে রয়েছে। যা নিয়ে আপাতত চিন্তাভাবনা চলছে। এছাড়া আরও কিছু বাড়তি ছুটি গত বছর থেকে দেওয়া হয়।
সেগুলো যুক্ত হবে ছুটি তথা Holidays তালিকায় যেমন বিরসা মুন্ডার জন্মদিন ও পঞ্চানন বর্মার জন্মদিন, করম পূজা, বিশ্বকর্মা পূজা প্রভৃতি। এবছর বেশ কিছু অনুষ্ঠান শুক্রবার ও সোমবার পড়ায় আগে পরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে ২ থেকে ৩ দিনের টানা ছুটি তথা Holidays থাকবে।
এমন আরও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নিয়মিত ফলো রাখুন এই পেজে।
Written by Shampa Debnath.