Post Office Scheme – পোস্ট অফিসের নতুন স্কিম গ্রাম সন্তোষ, অল্প কিছু বিনিয়োগ করে মোটা টাকা মেয়াদ

পোস্ট অফিসের নতুন স্কিম বা Post Office Scheme, প্রত্যেকটি ব্যক্তি চায় ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করতে আর এর জন্য সবাই লক্ষ্য রাখে কোন জায়গায় টাকা ইনভেস্ট করলে সুদ সমেত ভালো রিটার্ন পাওয়া যাবে। পোস্ট অফিস হলো অনেক পুরোনো নির্ভরযোগ্য ও বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান। যতই বিভিন্ন ব্যাংক গুলো বিভিন্ন স্কিম লঞ্চ করে থাকুক না কেন পোস্ট অফিস এখনো বহু মানুষের কাছে এক ও অদ্বিতীয় ভূমিকা পালন করে।

Gram Santosh New Post Office Scheme

বর্তমানে পোস্ট অফিস বিভিন্ন স্কিম বা Post Office Scheme বের করছেন যাতে বিনিয়োগ করলে আপনি মোটা অংকের টাকা পাবেন। বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের জন্য আলাদা আলাদা স্কিম রয়েছে। আজকে এমন একটি উল্লেখযোগ্য স্কিম সম্পর্কে আলোচনা করব যেটাতে আপনি মাসে ১,১২৬ হাজার টাকা বিনিয়োগ করলে মেয়াদ শেষে পেয়ে যাবেন ১৩ লক্ষ ৪০ হাজার টাকা।

এই স্কিম সম্পর্কে বিস্তারিত তথ্য

পোস্ট অফিসে একাধিক স্কিমের বা Post Office Scheme সঙ্গে সঙ্গে ইন্সুরেন্স প্ল্যান রয়েছে যেগুলিতে আপনি ইন্সুরেন্স এর সাথে সাথে ম্যাচুরিটিতে ভালো টাকা হাতে পেতে পারেন। পোস্ট অফিসের এমনই একটি স্কিম হল ” পোস্ট অফিস গ্রাম সন্তোষ স্কিম”। পোস্ট অফিসের এই নতুনটি কী? গ্রামীণ ডাক জীবন বীমার অন্তর্গত একটি জনপ্রিয় ইন্সুরেন্স প্ল্যান হল পোস্ট অফিস গ্রাম সন্তোষ স্কিম।

গ্রাম সন্তোষ স্কিমের সুবিধা

১) এই সুবিধা পেতে হলে গ্রাহকের বয়স ন্যূনতম ১৯ বছর এবং সর্বোচ্চ ৫৫ বছরের মধ্যে হতে হবে।
২) এই স্কিমের সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ হলো ১০,০০০ টাকা এবং সর্বোচ্চ কভারেজের পরিমাণ হলো ১০ লক্ষ টাকা।
৩) বীমাকারী ব্যক্তির যদি আকস্মিক মৃত্যু হয় তাহলে তিনি যার নামে নমিনি করেছেন তিনি পরবর্তী সময়ে ইন্সুরেন্সের টাকা পেয়ে যাবেন।

৪) এই স্কিমের বিনিয়োগের সময় যদি তিন বছর পূর্ণ হয়ে যায় তাহলে আপনি এই স্কিমের অধীনে লোনের সুবিধা পেয়ে যাবেন।
৫) আপনি যদি মেয়াদ পূর্ণ হওয়ার আগেই অর্থাৎ তিন বছর পর ইন্সুরেন্স বন্ধ করে দিতে চান তাহলে সেটিও আপনি করতে পারেন এক্ষেত্রে আপনি আপনার জমা করা টাকা পেয়ে যাবেন। তবে আপনি যদি ৫ বছরের আগে আত্মসমর্পণ করেন তাহলে আপনি বোনাসের টাকা পাবেন না।

কিভাবে ইন্সুরেন্স ও ম্যাচুরিটি টাকার হিসাব করা হবে

কোনো ব্যক্তি যদি ২৫ বছর বয়সে ইন্সুরেন্স কভারেজ নিতে চান এবং মেয়াদকাল যদি 60 বছর পর্যন্ত হয় তাহলে ওই ব্যক্তিকে মাসিক প্রিমিয়াম হিসেবে বিনিয়োগ করতে হবে ১১২৬ টাকা। এতে ৪.৮ শতাংশ GST যুক্ত আছে।
তাহলে ২৫ বছর থেকে ৬০ বছর মোট ৩৫ বছর ধরে যদি মাসিক ১১২৬ টাকা বিনিয়োগ করেন তাহলে ৩৫ বছর পর ম্যাচুরিটি তে জমা হবে ১৩ লক্ষ ৪০ হাজার টাকা।

এক্ষেত্রে ওই ব্যক্তির বিনিয়োগ করা মোট টাকার পরিমান হল ৫ লক্ষ টাকা এবং পোস্ট অফিস থেকে ওই ব্যক্তি সুদের বোনাস পাবেন ৮ লক্ষ ৪০ হাজার টাকা অর্থাৎ মোট টাকার পরিমাণ হয়ে দাঁড়াচ্ছে ১৩ লক্ষ ৪০ হাজার টাকা পেয়ে। যদি বছর হিসাবে ধরা হয় তাহলে ওই ব্যক্তি প্রতি বছর ২৪,০০০ টাকা বোনাস পেয়ে যাচ্ছে (Post Office Scheme).

আরও পড়ুন, পশ্চিমবঙ্গের প্রত্যেক পড়ুয়াকে দেওয়া হবে 10,000 টাকা, কিভাবে আবেদন করবেন দেখুন

যদি ওই ব্যক্তি যদি ২৫ থেকে ৬০ বছরের মধ্যে যেকোনো সময় মারা যান তাহলে ওই ব্যক্তির পরিবার বা নমিনি ৫ লক্ষ টাকা পেয়ে যাবেন। এছাড়াও যতদিন এই স্কিমটিতে টাকা জমা করেছেন সেই টাকা বোনাস সহ ফেরত পাবেন। আপনি যদি এই স্কিমটি সম্পর্কে জানতে ইচ্ছুক হন তাহলে আপনার নিকটতম পোস্ট অফিসে গিয়ে আধিকারিকের সাথে কথা বলে আরও বিস্তারিতভাবে সম্পূর্ণ তথ্য জানুন এবং তারপরেই নিজ দায়িত্বে বিনিয়োগ করুন।

তবে পোস্ট অফিসের গ্রাম সন্তোষ স্কিম বা Post Office Scheme যে সুবিধা দিচ্ছে তাতে মেয়াদ শেষে আপনার অনেকটাই লাভের অঙ্ক জমা হবে তাই ভবিষ্যতের আর্থিক সুরক্ষার দিক দিয়ে বিচার করলে এই স্কিমটি একটি অভিনব স্কিম হিসেবে বর্তমানে বিবেচিত। এমন আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন আমাদের এই পেজে।
Written by Shampa Debnath.

Leave a Comment