Half Pay Leave – বদলে গেলো রাজ্য সরকারি কর্মীদের অর্ধ বেতন ছুটির নিয়ম, জেনে নিন নতুন নিয়ম।

Half Pay Leave – পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য অর্ধ বেতন ছুটি বরাদ্দ থাকে, এই অর্ধ বেতন ছুটি আসলে কি ? জানতে পড়ুন প্রতিবেদনটি।

পশ্চিমবঙ্গ সরকার সরকারি কর্মচারীদের জন্য বিভিন্ন রকম ছুটি (Half Pay Leave) দিয়ে থাকে। ছুটি মানেই একটা আলাদা আনন্দ, কিন্তু কিছু ছুটি কর্মক্ষেত্রে বিশেষ প্রয়োজনের জন্য নিতে হয়। তখন অনেক সময় হাফ ডে কাজ করে বাকি হাফ ছুটি হিসাবে নেওয়া যায়। কিন্তু সেই ছুটি নেওয়ার কিছু নিয়ম আছে। এই ছুটি ছাড়াও আরও অনেক রকম ছুটি হয় যেমন ক্যাজুয়াল ছুটি, অর্জিত ছুটি হয় তেমনি অর্ধ বেতন ছুটিও হয়। আজ সেই ছুটি সম্পর্কে জানা যাক।

১) একজন ব্যক্তি বছরে ২০ টি অর্ধ বেতন ছুটি (Half Pay Leave) নিতে পারে। অর্থাৎ এই ছুটি প্রযোজ্য থাকে ১লা জানুয়ারি থেকে ১০ দিনের জন্য আরেকটা ১লা জুন থেকে বাকি ১০ দিনের জন্য।
২) একজন সরকারি কর্মচারী অর্ধ বেতন ছুটির সাথে অন্য যে কোনো ছুটি নিতে পারে। একমাত্র ক্যাজুয়াল ছুটি অর্ধ বেতন ছুটির সাথে নেওয়া যায়না।

রাতারাতি বদলে গেলো রাজ্যের 3টি অতি পরিচিত রেল স্টেশনের নাম, জানুন নতুন নাম।

৩) অর্ধ বেতন ছুটির (Half Pay Leave) জন্য কোনও সরকারি কর্মচারী তার বেতনের অর্ধেক পাবেন। যদি ধরে নেওয়া যায় কেউ ১০ তারিখ ছুটি নিচ্ছেন তাহলে যেদিন থেকে ছুটি নিচ্ছেন তার আগের দিন অর্থাৎ ৯ তারিখ তিনি যে বেসিক বেতন পেয়েছেন তার অর্ধেক এবং বাকি এই অর্ধেক বেতন এর ওপর মহার্ঘ ভাতা, সম্পূর্ণ চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া ভাতা পাবেন।

৪) কোনো ব্যক্তি তার ব্যক্তিগত প্রয়োজনে এবং শারীরিক অসুস্থতার জন্য এই ছুটি নিতে পারে।
৫) যদি একজন সরকারি কর্মচারী অর্ধ বেতন ছুটি নেওয়ার আগের দিন মূল বেতন ছিল ১০,০০০ টাকা। এক্ষেত্রে তার অর্ধ বেতন ছুটি থাকাকালীন মোট বেতন হবে নিম্নরূপ:-
বেসিক পে এর অর্ধেক- ৫০০০ টাকা

অর্ধেক পে এর উপর ৬ শতাংশ মহার্ঘ ভাতা (DA)- ৩০০ টাকা
১০,০০০ টাকার ১২ শতাংশ বাড়িভাড়া ভাতা (HRA) – ১২০০ টাকা
চিকিৎসা ভাতা (MA)- ৫০০ টাকা
মোট: ৭,০০০ টাকা

৬) এই ছুটির সঙ্গে হলিডে বা রবিবার এফিক্স বা প্রিফিক্স হবে না।
৭) এই ছুটি নিলে সেই মাসের স্যালারি হবে, বেসিক পে এর হাফ এবং নতুন বাসিকের উপর ডি এ কিন্তু এইচ আর এ (বাড়ি ভাড়া ) এবং মেডিক্যাল এলাউন্স (এম এ )-এর কোন পরিবর্তন হবে না।
Written by Shampa Debnath

টেট পরীক্ষা নিয়ে জরুরী বিজ্ঞপ্তি। এই ভুল করলে পরীক্ষায় বসতে দেওয়া হবেনা। সবাই এটাই চাইছিলো।

Leave a Comment